গোলাবারুদ ফুরিয়ে যাওয়ায় ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনী শেষ পর্যন্ত ‘বেলচা’ নিয়ে লড়াই করছে। গোয়েন্দা সূত্রের বরাতে এমন দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অস্ত্র ও গোলাবারুদের মজুত ফুরিয়ে আসায় সম্মুখ লড়াইয়ে নামতে হচ্ছে রুশ যোদ্ধাদের। এমন পরিস্থিতিতে এক ধরনের বিশেষ বেলচা ব্যবহার করছে তারা।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, গেল ফেব্রুয়ারির শেষ নাগাদ ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালাতে বিশেষ ধরনের বেলচা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। বেলচাগুলো এমপিএল-৫০ নামে পরিচিত। এই বেলচার প্রথম নকশা করা হয়েছিল ১৮৬৯ সালে। পরে এতে কিছুটা পরিবর্তন আনা হয় বলে দাবি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।
লড়াইয়ে এ ধরনের নিম্ন প্রযুক্তির ব্যবহারকে নৃশংসতা বলছে যুক্তরাজ্য। ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া একজন রুশ সেনার বক্তব্য তুলে ধরে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এমন অস্ত্রের ব্যবহার সম্পর্কে তিনি শারীরিক বা মানসিকভাবে একদমই প্রস্তুত ছিলেন না।
এক বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার গোলাবারুদের সংকটের বিষয়টি স্পষ্ট হচ্ছে বলে ধারণা যুক্তরাজ্যের। যদিও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এমন দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি। এ ধরনের লড়াই ইউক্রেনের কোন জায়গায় হয়েছে বা হচ্ছে তাও উল্লেখ করেনি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এদিকে পূর্ব ইউক্রেনের বাখমুত শহর ‘প্রায় ঘিরে ফেলেছে’ রুশ বাহিনী। অবরুদ্ধ বাখমুতে রুশ বাহিনী ভালো অবস্থানে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনারের প্রধান বলেছেন, গত কয়েক মাসের অব্যাহত আক্রমণে বাখমুত প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শহরটি সব দিক থেকে ঘিরে ফেলা হলেও একটি দিকের রাস্তা এখনো ইউক্রেনের সেনাদের জন্য খোলা রাখা হয়েছে। তবে বাখমুতের ফ্রন্ট লাইনে নিজেরা শক্ত অবস্থানে রয়েছে বলে দাবি ইউক্রেনের সামরিক বাহিনীর।
গোলাবারুদ ফুরিয়ে যাওয়ায় ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনী শেষ পর্যন্ত ‘বেলচা’ নিয়ে লড়াই করছে। গোয়েন্দা সূত্রের বরাতে এমন দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অস্ত্র ও গোলাবারুদের মজুত ফুরিয়ে আসায় সম্মুখ লড়াইয়ে নামতে হচ্ছে রুশ যোদ্ধাদের। এমন পরিস্থিতিতে এক ধরনের বিশেষ বেলচা ব্যবহার করছে তারা।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, গেল ফেব্রুয়ারির শেষ নাগাদ ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালাতে বিশেষ ধরনের বেলচা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। বেলচাগুলো এমপিএল-৫০ নামে পরিচিত। এই বেলচার প্রথম নকশা করা হয়েছিল ১৮৬৯ সালে। পরে এতে কিছুটা পরিবর্তন আনা হয় বলে দাবি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।
লড়াইয়ে এ ধরনের নিম্ন প্রযুক্তির ব্যবহারকে নৃশংসতা বলছে যুক্তরাজ্য। ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া একজন রুশ সেনার বক্তব্য তুলে ধরে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এমন অস্ত্রের ব্যবহার সম্পর্কে তিনি শারীরিক বা মানসিকভাবে একদমই প্রস্তুত ছিলেন না।
এক বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার গোলাবারুদের সংকটের বিষয়টি স্পষ্ট হচ্ছে বলে ধারণা যুক্তরাজ্যের। যদিও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এমন দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি। এ ধরনের লড়াই ইউক্রেনের কোন জায়গায় হয়েছে বা হচ্ছে তাও উল্লেখ করেনি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এদিকে পূর্ব ইউক্রেনের বাখমুত শহর ‘প্রায় ঘিরে ফেলেছে’ রুশ বাহিনী। অবরুদ্ধ বাখমুতে রুশ বাহিনী ভালো অবস্থানে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনারের প্রধান বলেছেন, গত কয়েক মাসের অব্যাহত আক্রমণে বাখমুত প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শহরটি সব দিক থেকে ঘিরে ফেলা হলেও একটি দিকের রাস্তা এখনো ইউক্রেনের সেনাদের জন্য খোলা রাখা হয়েছে। তবে বাখমুতের ফ্রন্ট লাইনে নিজেরা শক্ত অবস্থানে রয়েছে বলে দাবি ইউক্রেনের সামরিক বাহিনীর।
তুরস্কের প্রতিষ্ঠান সেলেবিকে দেশের বিমানবন্দরগুলোতে কার্যক্রম চালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। এ ছাড়া জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া ইসলামিয়া, মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটিসহ কয়েকটি ভারতীয় বিশ্ববিদ্যালয় তুরস্কের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে একাডেমিক সম্পর্ক স্থগিত...
১ ঘণ্টা আগেস্লোভেনিয়ায় মেলানিয়া ট্রাম্পের প্রথম ভাস্কর্যটি আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর, একই স্থানে ব্রোঞ্জের ভাস্কর্য স্থাপন করা হয়েছিল। কিন্তু সেটিও উধাও হয়ে গেছে! এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
৩ ঘণ্টা আগেবিগত কয়েক বছরে জাপানে বিদেশি শ্রমিকের সংখ্যা বেড়েছে। বিশেষ করে ‘ইঞ্জিনিয়ার, মানবিকতা বিষয়ক বিশেষজ্ঞ, আন্তর্জাতিক সেবা’—এসব বিষয়ে দক্ষতার ভিত্তিতে ভিসার মাধ্যমে বিদেশি শ্রমিক আসছেন। গত এক দশকে এ ধরনের শ্রমিকের সংখ্যা তিন গুণ বেড়ে ৪ লাখের বেশি হয়েছে। জাপানের সংবাদ মাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড-এর এক
৪ ঘণ্টা আগেতুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় বেশি আশা দেখছেন না যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিও। তাঁর মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সরাসরি বৈঠক না হলে অগ্রগতি সম্ভব নয়।
৬ ঘণ্টা আগে