অনলাইন ডেস্ক
রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনীকে হটিয়ে দিতে পরিচালিত সামরিক অভিযান শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এমনটাই জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস। আজ বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানানো হয়।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল বুধবার প্রথমবারের মতো কুরস্ক সফর করেন। এই অঞ্চলের সামান্য একটি অংশে ইউক্রেনীয় বাহিনী অবস্থান করছে। তিনি এমন এক সময়ে কুরস্ক সফর করলেন, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন সংঘাতের সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মার্কিন আলোচকেরা ‘এই মুহূর্তে’ রাশিয়ার পথে আছেন। কিয়েভ ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এই আলোচনা হতে যাচ্ছে।
তবে ট্রাম্প এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। হোয়াইট হাউস পরে জানিয়েছে, তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ এই সপ্তাহের শেষ দিকে মস্কো যাচ্ছেন।
ট্রাম্প কখন পুতিনের সঙ্গে পরবর্তীবার কথা বলবেন, সে সম্পর্কে কোনো তথ্য দেননি। তবে বলেছেন, ‘আমি আশা করি তিনি যুদ্ধবিরতিতে সম্মত হবেন। ” তিনি আরও বলেন, “এটি এখন রাশিয়ার ওপর নির্ভর করছে।’
ইউক্রেন সামরিক ময়দানে ক্রমশ পিছিয়ে পড়ছে, পূর্ব ও দক্ষিণাঞ্চলে ভূমি হারাচ্ছে। বিপরীতে রাশিয়া পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে দখল পুনরুদ্ধার করেছে। পুতিনকে বুধবার রুশ টেলিভিশনে কুরস্কে সেনাদের সঙ্গে দেখা গেছে। পুতিন বলেন, ‘আমি আশা করছি, আমাদের ইউনিটগুলোর সামনে যে সব যুদ্ধ সংশ্লিষ্ট দায়িত্ব আছে, তা সম্পন্ন হবে এবং কুরস্ক অঞ্চলের ভূখণ্ড শিগগিরই সম্পূর্ণভাবে শত্রুমুক্ত হবে।’
রাশিয়ার সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ জানিয়েছেন, ৪৩০ জন ইউক্রেনীয় সেনাকে বন্দী করা হয়েছে এবং পুতিন তাদের ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেছেন। তবে ইউক্রেনের সামরিক প্রধান জেনারেল ওলেকজান্দর সিরস্কি দাবি করেছেন, কুরস্কে ইউক্রেনীয় সেনাবাহিনীর কিছু ইউনিট ‘আরও সুবিধাজনক অবস্থানে’ সরে যাচ্ছে।
রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনীকে হটিয়ে দিতে পরিচালিত সামরিক অভিযান শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এমনটাই জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস। আজ বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানানো হয়।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল বুধবার প্রথমবারের মতো কুরস্ক সফর করেন। এই অঞ্চলের সামান্য একটি অংশে ইউক্রেনীয় বাহিনী অবস্থান করছে। তিনি এমন এক সময়ে কুরস্ক সফর করলেন, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন সংঘাতের সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মার্কিন আলোচকেরা ‘এই মুহূর্তে’ রাশিয়ার পথে আছেন। কিয়েভ ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এই আলোচনা হতে যাচ্ছে।
তবে ট্রাম্প এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। হোয়াইট হাউস পরে জানিয়েছে, তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ এই সপ্তাহের শেষ দিকে মস্কো যাচ্ছেন।
ট্রাম্প কখন পুতিনের সঙ্গে পরবর্তীবার কথা বলবেন, সে সম্পর্কে কোনো তথ্য দেননি। তবে বলেছেন, ‘আমি আশা করি তিনি যুদ্ধবিরতিতে সম্মত হবেন। ” তিনি আরও বলেন, “এটি এখন রাশিয়ার ওপর নির্ভর করছে।’
ইউক্রেন সামরিক ময়দানে ক্রমশ পিছিয়ে পড়ছে, পূর্ব ও দক্ষিণাঞ্চলে ভূমি হারাচ্ছে। বিপরীতে রাশিয়া পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে দখল পুনরুদ্ধার করেছে। পুতিনকে বুধবার রুশ টেলিভিশনে কুরস্কে সেনাদের সঙ্গে দেখা গেছে। পুতিন বলেন, ‘আমি আশা করছি, আমাদের ইউনিটগুলোর সামনে যে সব যুদ্ধ সংশ্লিষ্ট দায়িত্ব আছে, তা সম্পন্ন হবে এবং কুরস্ক অঞ্চলের ভূখণ্ড শিগগিরই সম্পূর্ণভাবে শত্রুমুক্ত হবে।’
রাশিয়ার সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ জানিয়েছেন, ৪৩০ জন ইউক্রেনীয় সেনাকে বন্দী করা হয়েছে এবং পুতিন তাদের ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেছেন। তবে ইউক্রেনের সামরিক প্রধান জেনারেল ওলেকজান্দর সিরস্কি দাবি করেছেন, কুরস্কে ইউক্রেনীয় সেনাবাহিনীর কিছু ইউনিট ‘আরও সুবিধাজনক অবস্থানে’ সরে যাচ্ছে।
বিধ্বস্ত রুশ উড়োজাহাজের কেউ আর বেঁচে নেই। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস এ তথ্য জানিয়েছে। আজ বৃহস্পতিবার, স্থানীয় সময় দুপুরে সিভিল ডিফেন্স অ্যান্ড ফায়ার সার্ভিস সেন্টারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থাটি।
১৭ মিনিট আগেভারতের রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান ও কোটিপতি অনিল আম্বানির সম্পর্কযুক্ত একাধিক জায়গায় সাড়াশি অভিযান চালাচ্ছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মূলত অর্থপাচার এবং ঋণ জালিয়াতির অভিযোগেই এই অভিযান শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দিল্লি ও মুম্বাইয়ের অন্তত ৩৫টি স্থানে এই অভিযান চালানো হচ্ছে।
১ ঘণ্টা আগেগাজা যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় নিয়ে ইসরায়েলের দেওয়া সর্বশেষ প্রস্তাবে হামাস যে লিখিত জবাব দিয়েছে, তা আগের তুলনায় ‘উন্নত’ বলে মন্তব্য করেছে ইসরায়েলের একটি কূটনৈতিক সূত্র। বৃহস্পতিবার সকালে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর নিশ্চিত করেছে, মধ্যস্থতাকারীরা হামাসের প্রতিক্রিয়া ইসরায়েলি আলোচক দলের কাছে পৌঁছে
২ ঘণ্টা আগেরাশিয়ার একটি এয়ারলাইনসের যাত্রীবাহী উড়োজাহাজ ৫০ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়। পরে সেই যাত্রীবাহী উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। উড়োজাহাজটিতে আগুন লেগে গিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে