উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কাছে চিঠি লিখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চিঠিতে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর কথা বলা হয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
উত্তর কোরিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে কিমকে এ চিঠি লিখেছেন পুতিন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ আজ সোমবার জানিয়েছে, উভয় দেশের স্বার্থে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার কথা চিঠিতে বলেছেন ভ্লাদিমির পুতিন। তিনি লিখেছেন, দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ হলে কোরীয় উপদ্বীপ ও উত্তর-পূর্ব এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা শক্তিশালী হবে।
চিঠিতে পুতিন আরও বলেছেন, ‘শত্রু দেশগুলোর সামরিক বাহিনীর হুমকি ও উসকানির পরিপ্রেক্ষিতে রাশিয়া ও উত্তর কোরিয়ার কূটনৈতিক কৌশল ও সমর কৌশলগত সহযোগিতা, সমর্থন ও সংহতি একটি নতুন মাত্রায় পৌঁছেছে।’
তবে ‘শত্রু দেশগুলো’ বলতে কোন কোন শক্তিকে বোঝানো হয়েছে তা উল্লেখ করেনি কেসিএনএ। তবে সাধারণত যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়।
এদিকে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ২০১৯ সালে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে দুই দেশের স্বার্থ-সহযোগিতামূলক একটি চুক্তি করেছিলেন কিম। তখন তিনি ভবিষ্যদ্বাণী করে বলেছিলেন, ‘এ চুক্তির ফলে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।’
রাশিয়া গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ ‘সামরিক অভিযান’ নাম দিয়ে হামলা শুরু করার পর রুশ মিত্র হিসেবে পরিচিত উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ইউক্রেন। কারণ গত জুলাইয়ে ইউক্রেনের দুটি রুশ সমর্থিত বিচ্ছিন্ন প্রজাতন্ত্রকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কাছে চিঠি লিখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চিঠিতে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর কথা বলা হয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
উত্তর কোরিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে কিমকে এ চিঠি লিখেছেন পুতিন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ আজ সোমবার জানিয়েছে, উভয় দেশের স্বার্থে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার কথা চিঠিতে বলেছেন ভ্লাদিমির পুতিন। তিনি লিখেছেন, দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ হলে কোরীয় উপদ্বীপ ও উত্তর-পূর্ব এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা শক্তিশালী হবে।
চিঠিতে পুতিন আরও বলেছেন, ‘শত্রু দেশগুলোর সামরিক বাহিনীর হুমকি ও উসকানির পরিপ্রেক্ষিতে রাশিয়া ও উত্তর কোরিয়ার কূটনৈতিক কৌশল ও সমর কৌশলগত সহযোগিতা, সমর্থন ও সংহতি একটি নতুন মাত্রায় পৌঁছেছে।’
তবে ‘শত্রু দেশগুলো’ বলতে কোন কোন শক্তিকে বোঝানো হয়েছে তা উল্লেখ করেনি কেসিএনএ। তবে সাধারণত যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়।
এদিকে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ২০১৯ সালে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে দুই দেশের স্বার্থ-সহযোগিতামূলক একটি চুক্তি করেছিলেন কিম। তখন তিনি ভবিষ্যদ্বাণী করে বলেছিলেন, ‘এ চুক্তির ফলে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।’
রাশিয়া গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ ‘সামরিক অভিযান’ নাম দিয়ে হামলা শুরু করার পর রুশ মিত্র হিসেবে পরিচিত উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ইউক্রেন। কারণ গত জুলাইয়ে ইউক্রেনের দুটি রুশ সমর্থিত বিচ্ছিন্ন প্রজাতন্ত্রকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে উত্তর কোরিয়া।
প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, তিনিই নয়াদিল্লি ও ইসলামাবাদকে যুদ্ধ থেকে বিরত রেখেছেন। তিনি আরও দাবি করেন, পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পর শুরু হওয়া এই সংঘাত থামাতে বাণিজ্যচুক্তির প্রলোভন দেখিয়েছিলেন। তবে ভারত ট্রাম্পের এই দাবি বারবার প্রত্যাখ্যান করেছে।
২ ঘণ্টা আগেনাইজেরিয়ার উত্তরাঞ্চলের জামফারা রাজ্যের একটি গ্রাম থেকে অপহৃত ৩৫ জনকে মুক্তিপণ নেওয়ার পরও নির্মমভাবে হত্যা করেছে বন্দুকধারীরা। আজ সোমবার স্থানীয় এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এই খবর জানিয়েছে বিবিসি।
৩ ঘণ্টা আগেলন্ডনের মেয়র সাদিক খানকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প সাদিক খানকে ‘ঘৃণ্য ব্যক্তি’ বলে আখ্যায়িত করেন এবং দাবি করেন—তিনি ভয়াবহ সব কাজ করেছেন।
৪ ঘণ্টা আগেথাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ণের বিচ্ছিন্ন রাজপুত্র ভাচারাসর্ন বিবাচারাওংস তাঁর পিতার জন্মদিন উপলক্ষে এক আবেগঘন বার্তা দিয়েছেন। সম্প্রতি ব্যাংককে বৌদ্ধ সন্ন্যাস হিসেবে দীক্ষা নিয়ে সংবাদের শিরোনামে আসেন ৪৩ বছর বয়সী এই রাজপুত্র।
৪ ঘণ্টা আগে