অনলাইন ডেস্ক
রাশিয়ার রাজধানী মস্কোকে লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। হামলার তীব্রতায় কয়েক ঘণ্টা বন্ধ ছিল রাজধানীর চারটি প্রধান বিমানবন্দর। ইউক্রেনের খারকিভ ও ওডেসোয় রাশিয়ার পাল্টা হামলায় একজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার রুশ কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, মস্কোকে লক্ষ্য করে বিভিন্ন দিক থেকে ড্রোন ছুড়েছে কিয়েভ। এর মধ্যে কমপক্ষে ১৯টি ড্রোন মস্কোর আকাশে প্রবেশ করার আগেই ধ্বংস করা হয়েছে।
এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাশিয়ার স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, শুধু মস্কো নয়, আরও কয়েকটি শহরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন শহরে অন্তত ২৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে তারা।
গতকাল সোমবার, ইউক্রেনীয় সেনাদের নতুন করে রাশিয়ার কুরস্কে প্রবেশের খবরের পর এই হামলাগুলো চালানো হলো। মস্কোসহ অন্য শহরগুলোতে ড্রোন হামলার ব্যাপারে কোনো মন্তব্য না করলেও কুরস্কে অভিযানের বিষয়ে কথা বলেছে ইউক্রেন কর্তৃপক্ষ।
ইউক্রেনের জেনারেল স্টাফ জানান, গত রোববার কুরস্ক অঞ্চলের ততকিনো গ্রামের কাছে একটি রুশ ড্রোন কমান্ড ইউনিটে হামলা চালিয়েছে কিয়েভ সেনারা। এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কুরস্কের রিলস্ক শহরের একটি বিদ্যুৎকেন্দ্র। শহরটির ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সান্দর কিনশতেইন মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে জানান, ড্রোন হামলায় বিদ্যুৎকেন্দ্রটির দুটি ট্রান্সফর্মার বিস্ফোরিত হয়েছে। ট্রান্সফর্মারের ধাতব অংশ ছিটকে গিয়ে আহত হয়েছে দুই কিশোর।
চলতি বছরের এপ্রিলে মস্কো দাবি করেছিল, ইউক্রেনের সেনাদের হটিয়ে পুরোপুরিভাবে অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়েছে তারা। তবে কিয়েভের দাবি, সীমান্তের ওপারে এখনো তাদের সেনারা সক্রিয় রয়েছে। সোমবার এক বিবৃতিতে ইউক্রেন জানায়, ‘কুরস্ক অভিযানের শুরু থেকে নয় মাস পরও অঞ্চলটিতে সামরিক উপস্থিতি বজায় রেখেছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী।’
এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি রাশিয়া। তবে, একাধিক রুশ সামরিক ব্লগার জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী রিলস্কের একটি গ্রামে ঢোকার চেষ্টা করছে। তারা কিছু ছবিও প্রকাশ করেছে, যেখানে সীমান্তে ট্যাংক-প্রতিরোধী কাঠামো ভেদ করে রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সমরযান ঢুকে পড়ছে বলে দেখা যায়। তবে, ছবিগুলো কতটুকু নির্ভরযোগ্য তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী শহর সামির বাসিন্দাদের সীমান্ত থেকে ১২ কিলোমিটার পর্যন্ত দূরত্বের বাড়ি-ঘর খালি করে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, বড় ধরনের হামলার পরিকল্পনা করা হচ্ছে বলেই বাসিন্দাদের সরে যেতে বলেছে ইউক্রেন।
রাশিয়ার রাজধানী মস্কোকে লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। হামলার তীব্রতায় কয়েক ঘণ্টা বন্ধ ছিল রাজধানীর চারটি প্রধান বিমানবন্দর। ইউক্রেনের খারকিভ ও ওডেসোয় রাশিয়ার পাল্টা হামলায় একজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার রুশ কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, মস্কোকে লক্ষ্য করে বিভিন্ন দিক থেকে ড্রোন ছুড়েছে কিয়েভ। এর মধ্যে কমপক্ষে ১৯টি ড্রোন মস্কোর আকাশে প্রবেশ করার আগেই ধ্বংস করা হয়েছে।
এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাশিয়ার স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, শুধু মস্কো নয়, আরও কয়েকটি শহরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন শহরে অন্তত ২৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে তারা।
গতকাল সোমবার, ইউক্রেনীয় সেনাদের নতুন করে রাশিয়ার কুরস্কে প্রবেশের খবরের পর এই হামলাগুলো চালানো হলো। মস্কোসহ অন্য শহরগুলোতে ড্রোন হামলার ব্যাপারে কোনো মন্তব্য না করলেও কুরস্কে অভিযানের বিষয়ে কথা বলেছে ইউক্রেন কর্তৃপক্ষ।
ইউক্রেনের জেনারেল স্টাফ জানান, গত রোববার কুরস্ক অঞ্চলের ততকিনো গ্রামের কাছে একটি রুশ ড্রোন কমান্ড ইউনিটে হামলা চালিয়েছে কিয়েভ সেনারা। এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কুরস্কের রিলস্ক শহরের একটি বিদ্যুৎকেন্দ্র। শহরটির ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সান্দর কিনশতেইন মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে জানান, ড্রোন হামলায় বিদ্যুৎকেন্দ্রটির দুটি ট্রান্সফর্মার বিস্ফোরিত হয়েছে। ট্রান্সফর্মারের ধাতব অংশ ছিটকে গিয়ে আহত হয়েছে দুই কিশোর।
চলতি বছরের এপ্রিলে মস্কো দাবি করেছিল, ইউক্রেনের সেনাদের হটিয়ে পুরোপুরিভাবে অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়েছে তারা। তবে কিয়েভের দাবি, সীমান্তের ওপারে এখনো তাদের সেনারা সক্রিয় রয়েছে। সোমবার এক বিবৃতিতে ইউক্রেন জানায়, ‘কুরস্ক অভিযানের শুরু থেকে নয় মাস পরও অঞ্চলটিতে সামরিক উপস্থিতি বজায় রেখেছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী।’
এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি রাশিয়া। তবে, একাধিক রুশ সামরিক ব্লগার জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী রিলস্কের একটি গ্রামে ঢোকার চেষ্টা করছে। তারা কিছু ছবিও প্রকাশ করেছে, যেখানে সীমান্তে ট্যাংক-প্রতিরোধী কাঠামো ভেদ করে রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সমরযান ঢুকে পড়ছে বলে দেখা যায়। তবে, ছবিগুলো কতটুকু নির্ভরযোগ্য তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী শহর সামির বাসিন্দাদের সীমান্ত থেকে ১২ কিলোমিটার পর্যন্ত দূরত্বের বাড়ি-ঘর খালি করে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, বড় ধরনের হামলার পরিকল্পনা করা হচ্ছে বলেই বাসিন্দাদের সরে যেতে বলেছে ইউক্রেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা ও মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, শিগগিরই আব্রাহাম অ্যাকর্ডস সম্প্রসারণ সংক্রান্ত বেশ কয়েকটি ঘোষণা আসছে। গত রোববার ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসে আয়োজিত ইসরায়েলের ৭৭তম স্বাধীনতা দিবসের
১ ঘণ্টা আগেযুক্তরাজ্যে যারা কাজ কিংবা পড়াশোনার জন্য যান, অথচ পরে রাজনৈতিক আশ্রয় চেয়ে বসেন, এমন অভিবাসীদের দমনে নতুন কড়াকড়ি আরোপের পরিকল্পনা করছে যুক্তরাজ্য সরকার। এর ফলে পাকিস্তান, নাইজেরিয়া ও শ্রীলঙ্কার মতো কয়েকটি দেশের নাগরিকদের জন্য যুক্তরাজ্যে কাজ ও পড়াশোনার ভিসা পাওয়া কঠিন হতে পারে।
১ ঘণ্টা আগেজার্মানির সর্বশেষ জাতীয় নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছে রক্ষণশীল নেতা ফ্রেডরিখ মের্ৎসের নেতৃত্বাধীন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) ও ক্রিশ্চিয়ান সোশ্যালিস্ট পার্টির (এসপিইউ) জোট। তবে পার্লামেন্টে চ্যান্সেলর হওয়ার জন্য প্রয়োজনীয় সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছেন তিনি। প্রথম দফার ভোটে তিনি প্রয়োজনী
২ ঘণ্টা আগেভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, প্রিন্সিপাল ও লাইব্রেরিয়ানের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় চলছে। লাইব্রেরিয়ান সেটি নিজের ফোনে ভিডিও করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রিন্সিপাল তাঁকে চড় মেরে বসেন। তাঁর হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলেন।
২ ঘণ্টা আগে