রাশিয়ায় অবস্থানরত মার্কিন নাগরিকদের রাশিয়া ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। মস্কোয় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এই নির্দেশ দিয়েছে। দূতাবাস বলেছে, রাশিয়ায় ‘অবস্থানরত কিংবা ভ্রমণরত’ মার্কিন নাগরিকদের জরুরি ভিত্তিতে রাশিয়া ত্যাগ করতে হবে।
যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর মার্কিন দূতাবাস রাশিয়ার ‘অবস্থানরত কিংবা ভ্রমণরত’ মার্কিন নাগরিদের জরুরি ভিত্তিতে রাশিয়া ত্যাগ করতে হবে। কারণ, রাশিয়া থেকে বিশ্বের অন্যান্য দেশে বাণিজ্যিক ফ্লাইটের সংখ্যা ক্রমশ কমে আসছে।
সিএনএন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এই বিষয়ে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে। ওই সতর্কবার্তায় বলা হয়েছে, রাশিয়ার সরকার ‘পারশিয়াল মোবিলাইজেশন’ ঘোষণা করা পর ধারণা করা হচ্ছে, যে বা যারা দ্বৈত নাগরিকত্ব ধারণ করেন তাদের বাধ্যতামূলকভাবে রাশিয়ার সশস্ত্রবাহিনীতে যোগদান করানো হতে পারে।
ওই সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ‘রাশিয়া সম্ভবত মার্কিন নাগরিকদের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি অস্বীকার করতে পারে। তাদের মার্কিন দূতাবাসে তাদের প্রবেশাধিকারও বন্ধ করে দেওয়ার পাশাপাশি তাদের রাশিয়া থেকে বের হওয়াও বাতিল করতে পারে।’ সতর্কবার্তায় আরও বলা হয়, ‘পারশিয়াল মোবিলাইজেশনের প্রতিবাদ করায় বেশ কয়েকজন মার্কিন নাগরিককে আটক করেছে।’
মার্কিন দূতাবাসের ওই সতর্কবার্তায় আরও মার্কিন নাগরিকদের রাশিয়ায় অবস্থানকালে যেকোনো ধরনের রাজনৈতিক এবং সামাজিক প্রতিবাদ–বিক্ষোভে শামিল হওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বলেছে, ‘রাশিয়ার নিরাপত্তাবাহিনীর সদস্যদের সঙ্গে কোনো ধরনের ছবি তোলা থেকে বিরত থাকুন।’
মার্কিনিদের যত দ্রুত সম্ভব রাশিয়া থেকে চলে যাওয়ার বন্দোবস্ত করার আহ্বান জানিয়ে বলেছে, ‘আপনারা যারা রাশিয়া ত্যাগ করতে চান তাঁরা দ্রুত নিজ নিজ উদ্যোগে ত্যাগের বন্দোবস্ত করুন।’
রাশিয়ায় অবস্থানরত মার্কিন নাগরিকদের রাশিয়া ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। মস্কোয় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এই নির্দেশ দিয়েছে। দূতাবাস বলেছে, রাশিয়ায় ‘অবস্থানরত কিংবা ভ্রমণরত’ মার্কিন নাগরিকদের জরুরি ভিত্তিতে রাশিয়া ত্যাগ করতে হবে।
যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর মার্কিন দূতাবাস রাশিয়ার ‘অবস্থানরত কিংবা ভ্রমণরত’ মার্কিন নাগরিদের জরুরি ভিত্তিতে রাশিয়া ত্যাগ করতে হবে। কারণ, রাশিয়া থেকে বিশ্বের অন্যান্য দেশে বাণিজ্যিক ফ্লাইটের সংখ্যা ক্রমশ কমে আসছে।
সিএনএন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এই বিষয়ে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে। ওই সতর্কবার্তায় বলা হয়েছে, রাশিয়ার সরকার ‘পারশিয়াল মোবিলাইজেশন’ ঘোষণা করা পর ধারণা করা হচ্ছে, যে বা যারা দ্বৈত নাগরিকত্ব ধারণ করেন তাদের বাধ্যতামূলকভাবে রাশিয়ার সশস্ত্রবাহিনীতে যোগদান করানো হতে পারে।
ওই সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ‘রাশিয়া সম্ভবত মার্কিন নাগরিকদের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি অস্বীকার করতে পারে। তাদের মার্কিন দূতাবাসে তাদের প্রবেশাধিকারও বন্ধ করে দেওয়ার পাশাপাশি তাদের রাশিয়া থেকে বের হওয়াও বাতিল করতে পারে।’ সতর্কবার্তায় আরও বলা হয়, ‘পারশিয়াল মোবিলাইজেশনের প্রতিবাদ করায় বেশ কয়েকজন মার্কিন নাগরিককে আটক করেছে।’
মার্কিন দূতাবাসের ওই সতর্কবার্তায় আরও মার্কিন নাগরিকদের রাশিয়ায় অবস্থানকালে যেকোনো ধরনের রাজনৈতিক এবং সামাজিক প্রতিবাদ–বিক্ষোভে শামিল হওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বলেছে, ‘রাশিয়ার নিরাপত্তাবাহিনীর সদস্যদের সঙ্গে কোনো ধরনের ছবি তোলা থেকে বিরত থাকুন।’
মার্কিনিদের যত দ্রুত সম্ভব রাশিয়া থেকে চলে যাওয়ার বন্দোবস্ত করার আহ্বান জানিয়ে বলেছে, ‘আপনারা যারা রাশিয়া ত্যাগ করতে চান তাঁরা দ্রুত নিজ নিজ উদ্যোগে ত্যাগের বন্দোবস্ত করুন।’
ইরানে নারীদের ওপর দুইটি পৃথক সহিংস হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেশজুড়ে এবং আন্তর্জাতিক পরিসরে তীব্র প্রতিক্রিয়ার তৈরি হয়েছে। একটি ভিডিওতে রাস্তায় এক নারীকে ভয়াবহভাবে নির্যাতন এবং অপরটিতে একটি পেশাদার সভায় নারীর ওপর হামলার ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকা সম্পূর্ণভাবে দখলের প্রস্তাব দিতে যাচ্ছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। নেতানিয়াহুর পরিকল্পনার কথা জানিয়ে ইসরায়েলের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেছেন, ‘পথ ঠিক করা হয়েছে—আমরা পুরো গাজা দখলের পথে যাচ্ছি এবং হামাসকে পরাজিত করব।’
৫ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত অবৈধ কন্যা এলিজাভেটা ক্রিভোনোগিখ ব্যক্তিগত একটি টেলিগ্রাম চ্যানেলে আবেগঘন পোস্ট করে আবারও আলোচনায় এসেছেন। তিনি এই পোস্টে একজন অজ্ঞাতনামা ব্যক্তির কথা উল্লেখ করে লিখেছেন, ‘যে লোক কোটি কোটি মানুষের জীবন নিয়েছে, সে আমার জীবনও ধ্বংস করে দিয়েছে।’
৬ ঘণ্টা আগেহাবিবুল্লাহ খাত্তি এখন তাঁর পরিবারকে নিয়ে কাছের করাচি শহরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পাকিস্তানের বৃহত্তম এ শহরে সিন্ধু বদ্বীপসহ দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষের ভিড় ক্রমেই বাড়ছে।
৭ ঘণ্টা আগে