আলোচিত প্যানডোরা পেপারসে বেরিয়ে আসছে একের পর এক বাঘা রাজনীতিক, ব্যবসায়ী, সেলিব্রেটির সম্পদের তথ্য গোপনের খবর। গতকাল রোববার প্রকাশ হওয়া এসব গোপন নথিতে বিশ্ব নেতা, রাজনীতিবিদ এবং বিলিয়নিয়ারদের গোপন সম্পদ এবং লেনদেনের প্রায় ১ কোটি ২০ লাখ নথি এখন বিবিসি প্যানারোমা, গার্ডিয়ানসহ বেশ কিছু সংবাদমাধ্যমের হাতে। এই প্যানডোরা পেপারসে উঠে এসেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামও।
প্যানডোরা পেপারসের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গোপন প্রেমিকার নাম সভেৎলানা ক্রিভোনোগিখ (৪৬)। তিনি ছিলেন তাঁর গৃহপরিচারিকা। তাঁর নামে অঢেল সম্পদ রয়েছে। সম্পদের আনুমানিক নিট মূল্য ১০ কোটি ডলার। পুতিন যখন সেন্ট পিটার্সবার্গের মেয়র ছিলেন তখন থেকেই পুতিনের সঙ্গে ক্রিভোনোগিখের সখ্য গড়ে ওঠে। জানা গেছে, তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে অঢেল সম্পদের মালিক ক্রিভোনোগিখের অবস্থা আগে এমন ছিল না। তাঁর বেড়ে ওঠা ঘনবসতিপূর্ণ অ্যাপার্টমেন্টে। শুধু ক্রিভোনোগিখই নন, পুতিনের আরও অনেক প্রেমিকাও অঢেল সম্পদের মালিক বনে গেছেন।
প্যানডোরা পেপারস অনুযায়ী, ২০০৩ সালের সেপ্টেম্বরে মোনাকোর মন্টে কার্লোতে অফশোর কোম্পানি ব্রুকভিল ডেভেলপমেন্ট লিমিটেড দুটি পানামার কোম্পানির মাধ্যমে ক্রিভোনোগিখের জন্য বিলাসবহুল চারতলা অ্যাপার্টমেন্ট ভবন কেনে। কাগজে-কলমে ব্রুকভিল ডেভেলপমেন্ট লিমিটেড মালিক হলেও নথি বিশ্লেষণে বেরিয়ে এসেছে মূল মালিক পুতিনের প্রেমিকা। পুতিনের প্রেমিকা ক্রিভোনোগিখের নামে সেন্ট পিটার্সবার্গেও ফ্ল্যাট রয়েছে। এছাড়া আরও অনেক মূল্যবান সম্পদ রয়েছে।
ক্রিভোনোগিখ একা নয়, পুতিনের সঙ্গে দীর্ঘ ঘনিষ্ঠ সম্পর্কের কল্যাণে আরও অনেকেই লাভবান হয়েছেন। বছরের পর বছর ধরে পুতিন ঘনিষ্ঠরা মোনাকোকে সম্পদের পাহাড় গড়েছেন। এই নগর রাষ্ট্রে কর আইন ও অন্যান্য বিধিবিধান অত্যন্ত শিথিল। এ কারণে সারা বিশ্বের ধনীদের অন্যতম গন্তব্য থাকে এই দেশ।
রুশ-মোনাকো কেন্দ্রীক সবচেয়ে ধনী ব্যক্তির গেনাদি তিমশেঙ্কো। তিনি সাবেক সোভিয়েত আমলা। ১৯৯০-এর দশক থেকে তিনি পুতিনের বন্ধু।
স্থানীয় আইনজীবী ডমিনিক অ্যানাসতাসিস গার্ডিয়ানকে বলেন, মোনাকো হলে সাগরের ওপর মস্কো। এমন এক নরগ রাষ্ট্র যেখানে টাকা কোথা থেকে এলো তা নিয়ে কেউ জানতে চায় না। এখানে টাকার উৎস খতিয়ে দেখার কোনো সংস্কৃতিই নেই। এখানে কর বিবরণ প্রকাশের প্রয়োজন হয় না।
আলোচিত প্যানডোরা পেপারসে বেরিয়ে আসছে একের পর এক বাঘা রাজনীতিক, ব্যবসায়ী, সেলিব্রেটির সম্পদের তথ্য গোপনের খবর। গতকাল রোববার প্রকাশ হওয়া এসব গোপন নথিতে বিশ্ব নেতা, রাজনীতিবিদ এবং বিলিয়নিয়ারদের গোপন সম্পদ এবং লেনদেনের প্রায় ১ কোটি ২০ লাখ নথি এখন বিবিসি প্যানারোমা, গার্ডিয়ানসহ বেশ কিছু সংবাদমাধ্যমের হাতে। এই প্যানডোরা পেপারসে উঠে এসেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামও।
প্যানডোরা পেপারসের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গোপন প্রেমিকার নাম সভেৎলানা ক্রিভোনোগিখ (৪৬)। তিনি ছিলেন তাঁর গৃহপরিচারিকা। তাঁর নামে অঢেল সম্পদ রয়েছে। সম্পদের আনুমানিক নিট মূল্য ১০ কোটি ডলার। পুতিন যখন সেন্ট পিটার্সবার্গের মেয়র ছিলেন তখন থেকেই পুতিনের সঙ্গে ক্রিভোনোগিখের সখ্য গড়ে ওঠে। জানা গেছে, তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে অঢেল সম্পদের মালিক ক্রিভোনোগিখের অবস্থা আগে এমন ছিল না। তাঁর বেড়ে ওঠা ঘনবসতিপূর্ণ অ্যাপার্টমেন্টে। শুধু ক্রিভোনোগিখই নন, পুতিনের আরও অনেক প্রেমিকাও অঢেল সম্পদের মালিক বনে গেছেন।
প্যানডোরা পেপারস অনুযায়ী, ২০০৩ সালের সেপ্টেম্বরে মোনাকোর মন্টে কার্লোতে অফশোর কোম্পানি ব্রুকভিল ডেভেলপমেন্ট লিমিটেড দুটি পানামার কোম্পানির মাধ্যমে ক্রিভোনোগিখের জন্য বিলাসবহুল চারতলা অ্যাপার্টমেন্ট ভবন কেনে। কাগজে-কলমে ব্রুকভিল ডেভেলপমেন্ট লিমিটেড মালিক হলেও নথি বিশ্লেষণে বেরিয়ে এসেছে মূল মালিক পুতিনের প্রেমিকা। পুতিনের প্রেমিকা ক্রিভোনোগিখের নামে সেন্ট পিটার্সবার্গেও ফ্ল্যাট রয়েছে। এছাড়া আরও অনেক মূল্যবান সম্পদ রয়েছে।
ক্রিভোনোগিখ একা নয়, পুতিনের সঙ্গে দীর্ঘ ঘনিষ্ঠ সম্পর্কের কল্যাণে আরও অনেকেই লাভবান হয়েছেন। বছরের পর বছর ধরে পুতিন ঘনিষ্ঠরা মোনাকোকে সম্পদের পাহাড় গড়েছেন। এই নগর রাষ্ট্রে কর আইন ও অন্যান্য বিধিবিধান অত্যন্ত শিথিল। এ কারণে সারা বিশ্বের ধনীদের অন্যতম গন্তব্য থাকে এই দেশ।
রুশ-মোনাকো কেন্দ্রীক সবচেয়ে ধনী ব্যক্তির গেনাদি তিমশেঙ্কো। তিনি সাবেক সোভিয়েত আমলা। ১৯৯০-এর দশক থেকে তিনি পুতিনের বন্ধু।
স্থানীয় আইনজীবী ডমিনিক অ্যানাসতাসিস গার্ডিয়ানকে বলেন, মোনাকো হলে সাগরের ওপর মস্কো। এমন এক নরগ রাষ্ট্র যেখানে টাকা কোথা থেকে এলো তা নিয়ে কেউ জানতে চায় না। এখানে টাকার উৎস খতিয়ে দেখার কোনো সংস্কৃতিই নেই। এখানে কর বিবরণ প্রকাশের প্রয়োজন হয় না।
জাপানের বিখ্যাত রেসের ঘোড়া হারু উরারা মারা গেছে ২৯ বছর বয়সে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কোলিক রোগে আক্রান্ত হয়ে মারা যায় সে। জীবদ্দশায় একটিও দৌড়ে জয়ী না হলেও জাপানে ধৈর্য, অধ্যবসায় ও আশাবাদের প্রতীক হয়ে উঠেছিল হারু উরারা।
৩০ মিনিট আগেগাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিতর্কিত এক মার্কিন বাইকার গ্যাংয়ের সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে বলে বিবিসির এক অনুসন্ধানে জানা গেছে। এই গ্যাংটির নাম ‘ইনফিডেলস মোটরসাইকেল ক্লাব’। অতীতে এই ক্লাবের ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের ইতিহাস রয়েছে।
২ ঘণ্টা আগেনেপালের প্রভাবশালী রাজনৈতিক নেতা, সাবেক উপপ্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রী টপ বাহাদুর রায়মাঝি আবারও শিরোনাম হলেন। তবে নেপাল কমিউনিস্ট পার্টির (মার্কস ও লেনিনপন্থী) এই নেতা এবার শিরোনাম হয়েছেন দেশে বিশৃঙ্খলার সুযোগে কারাগার থেকে পলায়ন করে।
৩ ঘণ্টা আগেনেপালের রাজধানী কাঠমান্ডুতে মঙ্গলবারের তুলনায় বুধবার সকাল কিছুটা শান্ত মনে হলেও পরিস্থিতি এখনো ভয়াবহ। ভোর থেকে এই শহরের প্রধান মোড়গুলোতে ব্যারিকেড বসিয়ে ভেতরের রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে সেনারা।
৪ ঘণ্টা আগে