Ajker Patrika

স্ত্রীর কোম্পানির সঙ্গে রাশিয়ার সংযোগ, চাপে ব্রিটিশ অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৯: ২৫
Thumbnail image

ভারতীয় সফটওয়্যার কোম্পানি ইনফোসিসে রাশিয়ার সংযোগ থাকায় প্রশ্নের মুখে পড়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ভারতীয় সফটওয়্যার কোম্পানি ইনফোসিসে স্ত্রী অক্ষতা মূর্তির লভ্যাংশ রয়েছে। 

রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্ব কূটনীতিতে। মার্কিন যুক্তরাষ্ট্র তো বটেই, অন্যান্য পশ্চিমা দেশও চাইছে রাশিয়াকে একঘরে করতে। এ কারণেই বিভিন্ন সংস্থা যাতে রাশিয়ায় ব্যবসা না করে, তার জন্য কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। কিন্তু এখানেই বেঁধেছে বিপত্তি। যুক্তরাজ্যের ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রী ঋষি সুনাক ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই ৷ ঋষির স্ত্রী অক্ষতার শেয়ার রয়েছে ইনফোসিসে। আর বর্তমানে ইনফোসিস মস্কোতে যথেষ্ট সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। আর এ নিয়েই প্রশ্নের সম্মুখীন হতে হলো ঋষিকে। 

যুক্তরাজ্যের জনপ্রিয় সংবাদমাধ্যম স্কাই নিউজের সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, ‘আমরা জানতে পেরেছি, রাশিয়ায় ব্যবসা করা ইনফোসিস গ্রুপের সঙ্গে আপনার পারিবারিক যোগাযোগ রয়েছে। আপনার স্ত্রীর লভ্যাংশ রয়েছে ভারতীয় সংস্থা ইনফোসিসে। তারা এখন মস্কোতে কাজ চালিয়ে যাচ্ছে। ওদের একটা অফিস আছে, ডেলিভারি অফিসও আছে ওখানে। এমনকি মস্কোর আলফা ব্যাংকের সঙ্গেও যোগাযোগ আছে তাদের। আপনি যে বিষয় নিজে মেনে চলছেন না, তা নিয়ে দেশের মানুষদের উপদেশ দেবেন কীভাবে?’ 

এই প্রশ্নের জবাব সুনাক বলেন, ‘আমি যে বিষয়গুলোর জন্য দায়ী, তা নিয়ে কথা বলতে পারি। আমার স্ত্রীর বিষয় সম্পূর্ণ আলাদা।’ 

এর পরেই তাঁকে প্রশ্ন করা হয়, তাঁর পরিবার কি আদৌ রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনে লাভবান হচ্ছে? সুনাক উত্তরে বলেন, ‘আমার মনে হয় না এমন কোনো বিষয় রয়েছে। আমরা যথাযথভাবে কোম্পানিগুলোকে নির্দেশিকা দিয়েছি, যাতে তারা রাশিয়ায় ব্যবসা করা থেকে বিরত থাকে। এভাবে পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে কড়া বার্তা দিচ্ছি আমরা। আর ইনফোসিসের বৈশিষ্ট্যই হলো তার বৈচিত্র্য ৷ সংস্থাটি ইউক্রেনে উদ্ধারকাজে ১ মিলিয়ন মার্কিন ডলার দান করেছে।’ 

প্রসঙ্গত, এ বিষয়েই ইনফোসিসের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে যে তারা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার পক্ষে। রাশিয়ায় ইনফোসিসের কর্মীদের একটি ছোট দল রয়েছে, যারা স্থানীয়ভাবে কিছু গ্লোবাল ক্লায়েন্টকে পরিষেবা দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত