অনলাইন ডেস্ক
রাশিয়ার ছোড়া অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের মধ্যাঞ্চলীয় পোলতাভা শহরে আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত অন্তত ৫১ জন নিহত এবং ২১৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। আহত ও নিহতদের বেশির ভাগই ইউক্রেনের একটি সামরিক স্কুলের ক্যাডেট শিক্ষার্থী ছিল। মঙ্গলবার ইউক্রেনের সশস্ত্র বাহিনী একটি বিবৃতিতে সেনাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘কয়েকজন নিহত ও শতাধিক আহত। আমরা সাহসী ইউক্রেনীয়, আমাদের ভাই ও বোন, সৈন্যদের হারিয়েছি।’ এই বিষয়ে বিবৃতি দিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দিমিত্রো লাজুটকিনও।
এর আগে হামলার পরপরই এই ঘটনার জন্য ‘রুশ দুষ্কৃতকারীদের’ দায়ী করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। তিনি জানান, পোলতাভা শহরে একটি সামরিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং একটি হাসপাতালের কাছাকাছি এলাকায় ক্ষেপণাস্ত্র দুটি আঘাত করে। এতে আহত ও নিহতদের মধ্যে অনেককে ধ্বংসস্তূপের নিচ থেকে টেনে বের করা হয়েছে।
বিবিসির কাছে এই হামলার ঘটনাকে ‘বর্বর’ আখ্যা দিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, শহরটিতে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগে সাইরেন বাজিয়েছিল কর্তৃপক্ষ। বোমা আশ্রয়কেন্দ্র যাওয়ার পথেই ক্ষেপণাস্ত্র হামলার মুখোমুখি হন অনেকে।
তাৎক্ষণিকভাবে উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে ২৫ জনকে বাঁচাতে সক্ষম হন। তাদের মধ্যে ১১ জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ছিল।
এদিকে রাশিয়ার যুদ্ধপন্থী একাধিক টেলিগ্রাম চ্যানেলে দাবি করা হয়, ক্ষেপণাস্ত্র দুটি ইউক্রেনের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে আঘাত হেনেছে এবং এই ঘটনায় যারা নিহত হয়েছে, সবাই সামরিক সদস্য। হামলায় ব্যবহৃত দুটি ক্ষেপণাস্ত্রকে ‘ইস্কান্দার মিসাইল’ বলেও দাবি করা হয়েছে একাধিক প্রতিবেদনে। তবে এসব দাবির কোনোটিই শুরুতে যাচাই করতে পারেনি বিবিসি। এ বিষয়ে বিবিসির ইউরোপ ডিজিটাল এডিটর পল কিরবি বলেছিলেন, ‘এখনো নিশ্চিত করা যায়নি। তবে পোলতোভায় নিহত ও আহতরা যদি প্রকৃতপক্ষে ক্যাডেট এবং সৈনিক হয়ে থাকে, তবে এটি ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য একটি ভয়ংকর ট্র্যাজেডি।’
পোলতাভা শহরটি রাশিয়ার সীমান্ত থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে হলেও একাধিকবার এই শহরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ৩ লাখের বেশি জনসংখ্যার এই শহর সাম্প্রতিককালে পূর্ব দিকে রাশিয়ার আক্রমণের জের ধরে শরণার্থীদের আবাসস্থলে পরিণত হয়েছিল।
এর আগে গত গ্রীষ্মের শুরুতে পোলতোভার একটি বিমানঘাঁটিতে ইউক্রেনের যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছিল রাশিয়া। তবে সর্বশেষ হামলার ঘটনাটি শহরটিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
কিয়েভ থেকে ৩০০ কিলোমিটার পূর্বে অবস্থিত পোলতোভায় সামরিক যোগাযোগ ইনস্টিটিউট ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। হামলায় এই ইনস্টিটিউটের একটি ভবন আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে এবং ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছে বলে জানায় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলার ঘটনায় পোলতোভায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন শহরটির গভর্নর ফিলিপ প্রোনিন।
রাশিয়ার ছোড়া অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের মধ্যাঞ্চলীয় পোলতাভা শহরে আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত অন্তত ৫১ জন নিহত এবং ২১৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। আহত ও নিহতদের বেশির ভাগই ইউক্রেনের একটি সামরিক স্কুলের ক্যাডেট শিক্ষার্থী ছিল। মঙ্গলবার ইউক্রেনের সশস্ত্র বাহিনী একটি বিবৃতিতে সেনাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘কয়েকজন নিহত ও শতাধিক আহত। আমরা সাহসী ইউক্রেনীয়, আমাদের ভাই ও বোন, সৈন্যদের হারিয়েছি।’ এই বিষয়ে বিবৃতি দিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দিমিত্রো লাজুটকিনও।
এর আগে হামলার পরপরই এই ঘটনার জন্য ‘রুশ দুষ্কৃতকারীদের’ দায়ী করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। তিনি জানান, পোলতাভা শহরে একটি সামরিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং একটি হাসপাতালের কাছাকাছি এলাকায় ক্ষেপণাস্ত্র দুটি আঘাত করে। এতে আহত ও নিহতদের মধ্যে অনেককে ধ্বংসস্তূপের নিচ থেকে টেনে বের করা হয়েছে।
বিবিসির কাছে এই হামলার ঘটনাকে ‘বর্বর’ আখ্যা দিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, শহরটিতে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগে সাইরেন বাজিয়েছিল কর্তৃপক্ষ। বোমা আশ্রয়কেন্দ্র যাওয়ার পথেই ক্ষেপণাস্ত্র হামলার মুখোমুখি হন অনেকে।
তাৎক্ষণিকভাবে উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে ২৫ জনকে বাঁচাতে সক্ষম হন। তাদের মধ্যে ১১ জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ছিল।
এদিকে রাশিয়ার যুদ্ধপন্থী একাধিক টেলিগ্রাম চ্যানেলে দাবি করা হয়, ক্ষেপণাস্ত্র দুটি ইউক্রেনের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে আঘাত হেনেছে এবং এই ঘটনায় যারা নিহত হয়েছে, সবাই সামরিক সদস্য। হামলায় ব্যবহৃত দুটি ক্ষেপণাস্ত্রকে ‘ইস্কান্দার মিসাইল’ বলেও দাবি করা হয়েছে একাধিক প্রতিবেদনে। তবে এসব দাবির কোনোটিই শুরুতে যাচাই করতে পারেনি বিবিসি। এ বিষয়ে বিবিসির ইউরোপ ডিজিটাল এডিটর পল কিরবি বলেছিলেন, ‘এখনো নিশ্চিত করা যায়নি। তবে পোলতোভায় নিহত ও আহতরা যদি প্রকৃতপক্ষে ক্যাডেট এবং সৈনিক হয়ে থাকে, তবে এটি ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য একটি ভয়ংকর ট্র্যাজেডি।’
পোলতাভা শহরটি রাশিয়ার সীমান্ত থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে হলেও একাধিকবার এই শহরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ৩ লাখের বেশি জনসংখ্যার এই শহর সাম্প্রতিককালে পূর্ব দিকে রাশিয়ার আক্রমণের জের ধরে শরণার্থীদের আবাসস্থলে পরিণত হয়েছিল।
এর আগে গত গ্রীষ্মের শুরুতে পোলতোভার একটি বিমানঘাঁটিতে ইউক্রেনের যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছিল রাশিয়া। তবে সর্বশেষ হামলার ঘটনাটি শহরটিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
কিয়েভ থেকে ৩০০ কিলোমিটার পূর্বে অবস্থিত পোলতোভায় সামরিক যোগাযোগ ইনস্টিটিউট ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। হামলায় এই ইনস্টিটিউটের একটি ভবন আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে এবং ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছে বলে জানায় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলার ঘটনায় পোলতোভায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন শহরটির গভর্নর ফিলিপ প্রোনিন।
সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারাআ আজ রোববার সৌদি আরবে পৌঁছেছেন। বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার নতুন নেতা হিসেবে এটিই তাঁর প্রথম বিদেশ সফর বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
১ ঘণ্টা আগেসৌদি আরবের নারী অশ্বারোহী শাহদ আল শাম্মারি আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। সম্প্রতি তিনি একটি ফার্মেসির ভেতরে ঘোড়া নিয়ে প্রবেশ করে আলোচনায় আসার পর এবার একটি পোশাকের দোকানে একই কাণ্ড ঘটিয়েছেন।
২ ঘণ্টা আগেস্ত্রীর অনবরত অনুরোধে স্বামী শেষ পর্যন্ত রাজি হন। এক বছরের চেষ্টার পর তিন মাস আগে একজন ‘ক্রেতা’ খুঁজে পান তাঁরা। ১০ লাখ টাকার বিনিময়ে নিজের একটি কিডনি বিক্রি করেন স্বামী। তিনি আশা করেছিলেন, এতে পরিবারের দারিদ্র্য কিছুটা হলেও কমবে এবং মেয়ের বিয়ের ব্যবস্থা সহজ হবে। কিন্তু তিনি জানতেন না, তাঁর স্ত্রীর
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল এইডের (ইউএসএআইডি) অফিশিয়াল ওয়েবসাইটও এবার বন্ধ হয়ে গেছে। গতকাল শনিবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চেষ্টা করেও ওয়েবসাইটটিতে প্রবেশ করা যায়নি। এমনকি ইউএসএআইডির এক্স অ্যাকাউন্টও খুঁজে পাওয়া যায়নি। ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের প
৪ ঘণ্টা আগে