Ajker Patrika

প্রখ্যাত ইতালীয় ফ্যাশন ব্যক্তিত্ব নিনো সেরুতির মৃত্যু

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৯: ২৯
প্রখ্যাত ইতালীয় ফ্যাশন ব্যক্তিত্ব নিনো সেরুতির মৃত্যু

ইতালির বিখ্যাত ফ্যাশন ব্যক্তিত্ব নিনো সেরুতি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। ইতালির স্থানীয় একটি হাসপাতালে মারা যান তিনি। কয়েক দিন আগেই তিনি হাসপাতালটিতে চেকআপের জন্য ভর্তি হয়েছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানিয়েছে, সেরুতি ইতালির পেডমন্ট হাসপাতালে তাঁর নিতম্বের অস্ত্রোপচার করাতে ভর্তি হয়েছিলেন।

ইতালির এই ফ্যাশন আইকন নিজের তৈরি করা প্রতিটি ডিজাইনের পোশাক আগে পরে দেখতেন। এ প্রসঙ্গে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে সেরুতি বলেছিলেন, ‘আমি সব সময় আমাকে দিয়েই পরীক্ষা করি।’

নিনো সেরুতি ফ্যাশন জগতে বড় ধরনের পরিবর্তন এনেছিলেন। একই পোশাকে নারী ও পুরুষ—উভয় মডেলকে ক্যাটওয়াক করিয়ে আলোড়ন সৃষ্টি করা এই ফ্যাশন ডিজাইনারের খ্যাতি কেবল ইতালিতে সীমাবদ্ধ ছিল না, ছড়িয়ে পড়েছিল ইউরোপের সীমা পেরিয়ে আমেরিকায়ও। আশির দশকে হলিউডে নিজের ফ্যাশন হাউসের একটি শাখা খোলেন সেরুতি। জ্যাক নিকলসন, মাইকেল ডগলাস, টম হ্যাঙ্কস, জুলিয়া রবার্টস, শ্যারন স্টোনের মতো তারকাদের পোশাক ডিজাইন করেছেন তিনি।

বিবিসি জানায়, সেরুতির পরিবার অনেক আগে থেকেই কাপড়ের ব্যবসায়ের সঙ্গে জড়িত। ১৮৮১ সালে তাঁর দাদা ইতালিতে কাপড় উৎপাদন শুরু করেছিলেন। পারিবারিক ঐতিহ্য ধরে রাখতেই সেরুতি পঞ্চাশের দশকে নিজের ব্যবসা শুরু করেন। তারপর ১৯৬৭ সালে তিনি ‘সেরুতি ১৮৮১’ নামে নিজের ফ্যাশন হাউস প্রতিষ্ঠা করেন। দাদার সম্মানে তিনি এই নামকরণ করেছিলেন।

ইতালির এই ফ্যাশন তারকার জন্ম ১৯৩০ সালের ২৫ সেপ্টেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত