ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা ক্যালাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাশিয়া। ‘মিডিয়াজোনা’ নামে একটি স্বাধীন সূত্রের বরাত দিয়ে আজ মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে মস্কো টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, এবারই প্রথমবারের মতো কোনো বিদেশি সরকার প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রুশ কর্তৃপক্ষ। গত বছরের আগস্টে নিজ দেশের একটি শহর থেকে সোভিয়েত আমলের একটি স্মারক ভাস্কর্য সরিয়ে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়ার পর থেকেই রাশিয়ায় ওয়ান্টেড লিস্টে ছিলেন এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা ক্যালাস। সোভিয়েত আমলের স্মারক ভাস্কর্য থাকা নারভা নামে এস্তোনিয়ার ওই শহরটি রাশিয়ার সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থিত।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা ক্যালাস ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী টাইমার পিটারকপের নামও রয়েছে। তবে এই দুজনের বিরুদ্ধে কী অভিযোগ সেই সম্পর্কে রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেটাবেইসে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
মিডিয়াজোনা জানিয়েছে, রাশিয়ার তদন্ত কমিটি পূর্ব ইউরোপের দেশগুলোর কয়েক ডজন কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ এনেছে। এসব অভিযোগের মধ্যে সোভিয়েত আমলের স্মারক ভাস্কর্য ধ্বংসের বিষয়টি অন্যতম। পরবর্তীতে ক্রেমলিনও নিশ্চিত করেছে যে, স্মারক ভাস্কর্য ধ্বংস চেষ্টার জন্যই বেশ কয়েকজন বিদেশি রাজনৈতিক নেতা ও কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
এ বিষয়ে আজ মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্যাসকভ সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘এরা সেই সব লোক যারা আমাদের দেশের ঐতিহাসিক স্মারকগুলোর বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।’
এদিকে কাজা ক্যালাস এবং পিটারকপের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সতর্ক বার্তায় বলেছেন—এই গ্রেপ্তারি পরোয়ানা সবে শুরু মাত্র।
রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে জোরালো সমর্থন দিয়ে আসছে এস্তোনিয়া এবং এর বাল্টিক প্রতিবেশী লাটভিয়া ও লিথুনিয়া। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই তিনটি রাষ্ট্রই ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত হয়।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা ক্যালাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাশিয়া। ‘মিডিয়াজোনা’ নামে একটি স্বাধীন সূত্রের বরাত দিয়ে আজ মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে মস্কো টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, এবারই প্রথমবারের মতো কোনো বিদেশি সরকার প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রুশ কর্তৃপক্ষ। গত বছরের আগস্টে নিজ দেশের একটি শহর থেকে সোভিয়েত আমলের একটি স্মারক ভাস্কর্য সরিয়ে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়ার পর থেকেই রাশিয়ায় ওয়ান্টেড লিস্টে ছিলেন এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা ক্যালাস। সোভিয়েত আমলের স্মারক ভাস্কর্য থাকা নারভা নামে এস্তোনিয়ার ওই শহরটি রাশিয়ার সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থিত।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা ক্যালাস ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী টাইমার পিটারকপের নামও রয়েছে। তবে এই দুজনের বিরুদ্ধে কী অভিযোগ সেই সম্পর্কে রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেটাবেইসে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
মিডিয়াজোনা জানিয়েছে, রাশিয়ার তদন্ত কমিটি পূর্ব ইউরোপের দেশগুলোর কয়েক ডজন কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ এনেছে। এসব অভিযোগের মধ্যে সোভিয়েত আমলের স্মারক ভাস্কর্য ধ্বংসের বিষয়টি অন্যতম। পরবর্তীতে ক্রেমলিনও নিশ্চিত করেছে যে, স্মারক ভাস্কর্য ধ্বংস চেষ্টার জন্যই বেশ কয়েকজন বিদেশি রাজনৈতিক নেতা ও কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
এ বিষয়ে আজ মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্যাসকভ সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘এরা সেই সব লোক যারা আমাদের দেশের ঐতিহাসিক স্মারকগুলোর বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।’
এদিকে কাজা ক্যালাস এবং পিটারকপের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সতর্ক বার্তায় বলেছেন—এই গ্রেপ্তারি পরোয়ানা সবে শুরু মাত্র।
রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে জোরালো সমর্থন দিয়ে আসছে এস্তোনিয়া এবং এর বাল্টিক প্রতিবেশী লাটভিয়া ও লিথুনিয়া। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই তিনটি রাষ্ট্রই ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত হয়।
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
২ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
২ ঘণ্টা আগেভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।’
৫ ঘণ্টা আগেইসরায়েলের কর্মকর্তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার অঙ্গীকার করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে যেকোনো আলোচনায় তাদের ‘পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে।’ আর এ জন্য প্রয়োজনে ইসরায়েল ইরানের পারমাণবিক সীমিত পরিসরে হামলাও চালাতে পারে।
৫ ঘণ্টা আগে