Ajker Patrika

‘অভ্যুত্থান’ গুজবের পর প্রথম প্রকাশ্যে সি চিনপিং

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১১: ৫৫
‘অভ্যুত্থান’ গুজবের পর প্রথম প্রকাশ্যে সি চিনপিং

চীনে ‘অভ্যুত্থান’ গুজবের পর প্রথম জনসম্মুখে এলেন দেশটির প্রেসিডেন্ট শি চিন পিং। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানা যায়, প্রেসিডেন্ট শি মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাজধানী বেইজিংয়ে একটি প্রদর্শনী অনুষ্ঠান পরিদর্শন করেন। চলতি মাসের মাঝামাঝি সময় থেকে তাঁকে জনসম্মুখে দেখা যায়নি। 

আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, সবশেষ উজবেকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে অংশ নিয়েছিলেন শি। সে সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন তিনি। 

উজবেকিস্তান থেকে ফিরে দীর্ঘ সময় প্রকাশ্যে না আসায় গুজব ছড়িয়ে পড়ে যে, চীনের কমিউনিস্ট পার্টির সিনিয়র নেতারা দলের প্রধানের পদ থেকে প্রেসিডেন্ট শি চিন পিংকে সরিয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে দাবি করা হয়, অভ্যুত্থানের মাধ্যমে চীনা প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়ার পর গৃহবন্দী করা হয়েছে তাঁকে। 

তবে এটিকে গুজব বলে চীনের সরকারি কর্মকর্তারা জানান, উজবেকিস্তান থেকে ফিরেই করোনার সতর্কতা হিসেবে আইসোলেশনে ছিলেন প্রেসিডেন্ট। আইসোলেশনের সময় শেষ হওয়ার পরই তিনি আবার জনসম্মুখে এসেছেন। 

এদিকে আগামী মাসে চীনের কমিউনিস্ট পার্টির সভা অনুষ্ঠিত হবে। সেখানে তৃতীয়বারের মতো পার্টির নেতা হতে যাচ্ছেন শি চিন পিং। একই সঙ্গে তৃতীয় মেয়াদে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তিনি। আর এর জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত