চীনে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। সরকার কড়া পদক্ষেপ নেওয়ার পরও কোনোভাবেই কমানো যাচ্ছে না সংক্রমণের তীব্রতা। সর্বশেষ স্থানীয় সময় গতকাল রোববার দেশটিতে ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৭০৯ জন আক্রান্ত হয়েছেন নতুন করে। চীনের ন্যাশনাল হেলথ কমিশন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার করোনা শনাক্ত হওয়া আক্রান্ত ৩১ হাজার ৭০৯ জনের মধ্যে ৩ হাজার ৪৭৪ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের বিভিন্ন লক্ষণ দেখা দিয়েছে। তবে এই সময়ে কোনো ব্যক্তির মৃত্যু হয়নি। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে গেছেন ১ হাজার ৮৯৩ জন।
ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, সারা দেশে এখনো ১৬ লাখ মানুষ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। এদের মধ্যে ১২ হাজার ৬২৪ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা গেছে।
১৪০ কোটির বেশি মানুষের দেশ চীনে এখন পর্যন্ত ৩ লাখ ৪ হাজার ৯৩ জন মানুষ নিশ্চিত করোনা আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে মারা গেছেন ৫ হাজার ২৩২ জন। বিপরীতে সুস্থ হয়েছে ২ লাখ ৬৯ হাজার ১১৬ জন।
এদিকে, করোনা সংক্রমণ বাড়তে থাকায় চীনের অনেক এলাকায় নতুন করে লকডাউনসহ নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এবং এর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন দেশটির সাধারণ জনগণ। তারা চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পদত্যাগের দাবি তুলেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ ক্রমেই ছড়িয়ে পড়ছে। সাংহাইসহ বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের অনেকেই ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি অনেকেই প্রকাশ্যে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পদত্যাগের দাবি করেছেন। প্রকাশ্যে প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করার নজির চীনে নেই বললেই চলে। বিক্ষোভকারীরা ‘লকডাউন চাই না, স্বাধীনতা চাই’, ‘হয় স্বাধীনতা দাও না হয় মৃত্যু দাও’, ‘সি চিন পিং পদত্যাগ করো, কমিউনিস্ট পার্টি পদত্যাগ করো’ ইত্যাদি নানান স্লোগান দিচ্ছেন।
চীনে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। সরকার কড়া পদক্ষেপ নেওয়ার পরও কোনোভাবেই কমানো যাচ্ছে না সংক্রমণের তীব্রতা। সর্বশেষ স্থানীয় সময় গতকাল রোববার দেশটিতে ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৭০৯ জন আক্রান্ত হয়েছেন নতুন করে। চীনের ন্যাশনাল হেলথ কমিশন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার করোনা শনাক্ত হওয়া আক্রান্ত ৩১ হাজার ৭০৯ জনের মধ্যে ৩ হাজার ৪৭৪ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের বিভিন্ন লক্ষণ দেখা দিয়েছে। তবে এই সময়ে কোনো ব্যক্তির মৃত্যু হয়নি। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে গেছেন ১ হাজার ৮৯৩ জন।
ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, সারা দেশে এখনো ১৬ লাখ মানুষ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। এদের মধ্যে ১২ হাজার ৬২৪ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা গেছে।
১৪০ কোটির বেশি মানুষের দেশ চীনে এখন পর্যন্ত ৩ লাখ ৪ হাজার ৯৩ জন মানুষ নিশ্চিত করোনা আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে মারা গেছেন ৫ হাজার ২৩২ জন। বিপরীতে সুস্থ হয়েছে ২ লাখ ৬৯ হাজার ১১৬ জন।
এদিকে, করোনা সংক্রমণ বাড়তে থাকায় চীনের অনেক এলাকায় নতুন করে লকডাউনসহ নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এবং এর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন দেশটির সাধারণ জনগণ। তারা চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পদত্যাগের দাবি তুলেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ ক্রমেই ছড়িয়ে পড়ছে। সাংহাইসহ বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের অনেকেই ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি অনেকেই প্রকাশ্যে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পদত্যাগের দাবি করেছেন। প্রকাশ্যে প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করার নজির চীনে নেই বললেই চলে। বিক্ষোভকারীরা ‘লকডাউন চাই না, স্বাধীনতা চাই’, ‘হয় স্বাধীনতা দাও না হয় মৃত্যু দাও’, ‘সি চিন পিং পদত্যাগ করো, কমিউনিস্ট পার্টি পদত্যাগ করো’ ইত্যাদি নানান স্লোগান দিচ্ছেন।
সৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
৩ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
৬ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
৭ ঘণ্টা আগেসৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দুই দিনের সফরে দেশটিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২২-২৩ এপ্রিল এই সফর অনুষ্ঠিত হবে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে মোদির তৃতীয় মেয়াদে এটিই প্রথম সৌদি আরব সফর।
৭ ঘণ্টা আগে