Ajker Patrika

মানবদেহে প্রথমবারের মতো বার্ডফ্লুর এইচ৩এন৮ ধরন শনাক্ত

অনলাইন ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১২: ১০
মানবদেহে প্রথমবারের মতো বার্ডফ্লুর এইচ৩এন৮ ধরন শনাক্ত

চীনে এক শিশুর দেহে প্রথমবারের মতো বার্ডফ্লুর এইচ৩এন৮ ধরন শনাক্ত করা হয়েছে। তবে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, মানুষের মধ্যে ধরনটির ব্যাপক সংক্রমণের ঝুঁকি কম। 

বার্ডফ্লুর এইচ৩এন৮ ধরনটি ২০০২ সালে উত্তর আমেরিকায় প্রথম শনাক্ত হয়। এর আগে এই ধরনে ঘোড়া, কুকুর আক্রান্ত হলেও মানুষের মধ্যে এর সংক্রমণ হয়নি।

গতকাল মঙ্গলবার চীনের স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) পক্ষ থেকে বলা হয়, হেনান প্রদেশ ৪ বছরের এক ছেলেশিশুর দেহে বার্ডফ্লুর এইচ৩এন৮ ধরন শনাক্ত করা হয়েছে। জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে ওই শিশু চলতি মাসের শুরুতে হাসপাতালে ভর্তি হয়েছিল। 

এনএইচসির পক্ষ থেকে আরও জানানো হয়, শিশুটির পরিবার বাড়িতে মুরগি পালন করত । সে বন্য হাঁস অধ্যুষিত এলাকায় থাকত। ছেলেটি সরাসরি পাখি থেকে সংক্রমিত হয়েছে। তবে এই ধরনের ব্যাপক সংক্রমণের ঝুঁকি কম রয়েছে। এই শিশুর সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে ‘কোনো অস্বাভাবিকতা’ পাওয়া যায়নি।

এনএইচসি জনসাধারণকে মৃত বা অসুস্থ পাখি থেকে দূরে থাকতে বলেছে। পাশাপাশি জ্বর বা শ্বাসকষ্টের লক্ষণ থাকলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছে। 

২০১৬ ও ২০১৭ সালে বার্ডফ্লুর এইচ৭এন৯ ধরনে সংক্রমিত হয়ে প্রায় ৩০০ লোক প্রাণ হারায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত