Ajker Patrika

সিপিসির কংগ্রেস থেকে বের হয়ে গেলেন সাবেক প্রেসিডেন্ট 

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১৭: ৩১
সিপিসির কংগ্রেস থেকে বের হয়ে গেলেন সাবেক প্রেসিডেন্ট 

চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কংগ্রেস থেকে অনাকাঙ্ক্ষিতভাবে বের হয়ে গেছেন চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওকে। স্থানীয় সময় আজ শনিবার কংগ্রেসের শেষ দিনে তাঁকে সম্মেলনস্থল থেকে বের হয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত বার্তা সংস্থা এএফপির সাংবাদিক বিষয়টি প্রত্যক্ষ করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিষণ্ন চেহারা ৭৯ বছরের হু জিনতাও বেইজিংয়ের গ্রেট হলো আয়োজিত সম্মেলনে পার্টির পলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্যদের জন্য নির্ধারিত আসনের প্রথম সারিতে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পাশে বসেছিলেন। পরে তাঁকে সেখান থেকে সরে বসতে বলা হলে তিনি সেখান থেকে যেতে অস্বীকার করেন।

হু জিনতাও সেখানে সি চিন পিংয়ের সঙ্গে আলোচনার পর চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গেও আলাপ করেন। এরপরই সম্মেলনস্থলে উপস্থিত স্বেচ্ছাসেবকেরা হু জিনতাওকে তাঁর হাত ধরে বের করে নিয়ে যায়। এ সময় হু জিনতাও তাঁর একটি হাত লি কেকিয়াংয়ের কাঁধে ছিল। তবে হু জিনতাও কেন বের হয়ে গেছেন তা এখনো জানা যায়নি। ২০১৩ সালের মার্চ পর্যন্ত চীনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন হু জিনতাও।

এদিকে, চীনের এই কংগ্রেসে বর্তমান প্রেসিডেন্ট সি চিন পিংকে নিয়ম ভেঙে তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসেবেও তাঁকে আবারও দায়িত্ব দেওয়া হতে পারে। আগামী মার্চে সি চীনের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত