Ajker Patrika

চীনের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৬

অনলাইন ডেস্ক
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১০: ২৭
চীনের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৬

চীনে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্প হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন জানায়, শক্তিশালী এই ভূমিকম্পে দেশটির দক্ষিণ-পশ্চিমের প্রত্যন্ত অঞ্চলে বহু ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। কিছু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের আঘাত এতটাই ছিল যে সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডুতেও তা অনুভূত হয়েছে, যেখানে লাখ লাখ মানুষ কোভিড পরিস্থিতির কারণে চলাচলের বিধিনিষেধের মধ্যে রয়েছে।

প্রাথমিকভাবে দেখা গেছে, সিচুয়ান প্রদেশের বেশ কয়েকটি শহরে ভূমিকম্পে সৃষ্ট পাহাড়ধসের কারণে ঘরবাড়ির গুরুতর ক্ষতি হয়েছে। কিছু এলাকায় টেলিযোগাযোগ লাইনও বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডু ও চোংকিংয়ে প্রচণ্ড কম্পন অনুভূত হয়েছে।’

চেংডুর এক বাসিন্দা বলেন, ‘আমি প্রচণ্ড কম্পন অনুভব করেছি। আমার বেশ কয়েকজন প্রতিবেশী জানিয়েছেন, তারাও ভূমিকম্পের সময় কম্পন টের পেয়েছেন।’

অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে ভূমিকম্পের ফলে সৃষ্ট পাহাড়ধসের ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে। চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায় লুডিং কাউন্টির পার্বত্য অঞ্চলে পাহাড়ধসে বড় বড় মাটির চাঁই নেমে আসছে। চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছে। চীনের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মূল ভূমিকম্পের পর বেশ কয়েকটি কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে সবচেয়ে কম মাত্রারটি ছিল ৪ দশমিক ৬। উদ্ধারকাজে এরই মধ্যে ১ হাজারের বেশি সৈনিক মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সিচুয়ান প্রদেশ কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত