চীনে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্প হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন জানায়, শক্তিশালী এই ভূমিকম্পে দেশটির দক্ষিণ-পশ্চিমের প্রত্যন্ত অঞ্চলে বহু ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। কিছু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের আঘাত এতটাই ছিল যে সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডুতেও তা অনুভূত হয়েছে, যেখানে লাখ লাখ মানুষ কোভিড পরিস্থিতির কারণে চলাচলের বিধিনিষেধের মধ্যে রয়েছে।
প্রাথমিকভাবে দেখা গেছে, সিচুয়ান প্রদেশের বেশ কয়েকটি শহরে ভূমিকম্পে সৃষ্ট পাহাড়ধসের কারণে ঘরবাড়ির গুরুতর ক্ষতি হয়েছে। কিছু এলাকায় টেলিযোগাযোগ লাইনও বিচ্ছিন্ন হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডু ও চোংকিংয়ে প্রচণ্ড কম্পন অনুভূত হয়েছে।’
চেংডুর এক বাসিন্দা বলেন, ‘আমি প্রচণ্ড কম্পন অনুভব করেছি। আমার বেশ কয়েকজন প্রতিবেশী জানিয়েছেন, তারাও ভূমিকম্পের সময় কম্পন টের পেয়েছেন।’
অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে ভূমিকম্পের ফলে সৃষ্ট পাহাড়ধসের ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে। চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায় লুডিং কাউন্টির পার্বত্য অঞ্চলে পাহাড়ধসে বড় বড় মাটির চাঁই নেমে আসছে। চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছে। চীনের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মূল ভূমিকম্পের পর বেশ কয়েকটি কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে সবচেয়ে কম মাত্রারটি ছিল ৪ দশমিক ৬। উদ্ধারকাজে এরই মধ্যে ১ হাজারের বেশি সৈনিক মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সিচুয়ান প্রদেশ কর্তৃপক্ষ।
চীনে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্প হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন জানায়, শক্তিশালী এই ভূমিকম্পে দেশটির দক্ষিণ-পশ্চিমের প্রত্যন্ত অঞ্চলে বহু ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। কিছু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের আঘাত এতটাই ছিল যে সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডুতেও তা অনুভূত হয়েছে, যেখানে লাখ লাখ মানুষ কোভিড পরিস্থিতির কারণে চলাচলের বিধিনিষেধের মধ্যে রয়েছে।
প্রাথমিকভাবে দেখা গেছে, সিচুয়ান প্রদেশের বেশ কয়েকটি শহরে ভূমিকম্পে সৃষ্ট পাহাড়ধসের কারণে ঘরবাড়ির গুরুতর ক্ষতি হয়েছে। কিছু এলাকায় টেলিযোগাযোগ লাইনও বিচ্ছিন্ন হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডু ও চোংকিংয়ে প্রচণ্ড কম্পন অনুভূত হয়েছে।’
চেংডুর এক বাসিন্দা বলেন, ‘আমি প্রচণ্ড কম্পন অনুভব করেছি। আমার বেশ কয়েকজন প্রতিবেশী জানিয়েছেন, তারাও ভূমিকম্পের সময় কম্পন টের পেয়েছেন।’
অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে ভূমিকম্পের ফলে সৃষ্ট পাহাড়ধসের ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে। চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায় লুডিং কাউন্টির পার্বত্য অঞ্চলে পাহাড়ধসে বড় বড় মাটির চাঁই নেমে আসছে। চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছে। চীনের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মূল ভূমিকম্পের পর বেশ কয়েকটি কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে সবচেয়ে কম মাত্রারটি ছিল ৪ দশমিক ৬। উদ্ধারকাজে এরই মধ্যে ১ হাজারের বেশি সৈনিক মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সিচুয়ান প্রদেশ কর্তৃপক্ষ।
মূলত তিনি ইতালির নাগরিক। তবে, তার জন্মের আগেই ফ্যাসিবাদের নিপীড়ন থেকে বাঁচতে আর্জেন্টিনায় পালিয়ে আসেন তার বাবা-মা। পরে, সেখানেই থাকতে জন্ম হয় মারিওর। পাঁচ ভাই-বোনদের মধ্যে মারিওই ছিলেন সবার বড়। তরুণ বয়সে নিজের ও পরিবারের দায়িত্ব ঘাড়ে এসে পড়ায় তিনি ঝাড়ুদার-নাইটক্লাবে নিরাপত্তাকর্মীর...
১১ মিনিট আগেক্যাথলিক খ্রিষ্টানদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন। ৮৮ বছর বয়সে ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে আজ সোমবার মারা যান তিনি। ভ্যাটিকানের বিবৃতির বরাত দিয়ে এই মৃত্যু সংবাদ জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেভেনেজুয়েলার কারাগারে আটক রাজনৈতিক বন্দীদের বিনিময়ে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত ২৫২ ভেনেজুয়েলান বন্দীকে প্রত্যর্পণের প্রস্তাব দিয়েছে এল সালভাদর। গতকাল রোববার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এ প্রস্তাব দেন দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে।
৩ ঘণ্টা আগেগাজায় ১৫ জন জরুরি ত্রাণকর্মী এবং চিকিৎসকের মৃত্যুর জন্য কিছু সদস্যের পেশাগত ব্যর্থতাকে দায়ী করেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। এতগুলো মানুষের জীবন শেষ করার পেছনে তাদের সাফাই—কমান্ড সংক্রান্ত ভুল বোঝাবুঝি এবং কিছু সেনার আদেশ লঙ্ঘনের কারণে এমন ঘটেছে। তবে, হামলায় নিহতদের মধ্যে ৬ জন হামাস সদস্য বলেও
৩ ঘণ্টা আগে