Ajker Patrika

করোনাকে জৈব অস্ত্র বানাতে ২০১৫ সালে আলোচনায় বসেছিলেন চীনের বিজ্ঞানীরা!

আপডেট : ১০ মে ২০২১, ১৬: ৪৪
করোনাকে জৈব অস্ত্র বানাতে ২০১৫ সালে আলোচনায় বসেছিলেন চীনের বিজ্ঞানীরা!

ঢাকা: করোনাভাইরাসকে জৈব অস্ত্র বানাতে ২০১৫ সালে আলোচনায় বসেছিলেন চীনের বিজ্ঞানীরা। ফাঁস হওয়া চীনের একটি নথির বরাত দিয়ে এমনটি জানিয়েছে অস্ট্রেলিয় সংবাদমাধ্যম ‘উইকেন্ড অস্ট্রেলিয়া’।

‘উইকেন্ড অস্ট্রেলিয়া’ বলছে, ওই চীনা নথির নাম ‘দ্য আনন্যাচারাল অরিজিন অব সার্স অ্যান্ড নিউ স্পিসিস অব ম্যান-মেড ভাইরাসেস অ্যাজ জেনেটিক বায়োওয়েপন’।

নথির তথ্য তুলে ধরে উইকেন্ড অস্ট্রেলিয়ার প্রতিবেদনে বলা হয়, মহামারির আগে ২০১৫ সালেই পুরো পরিকল্পনা করে ফেলেছিলেন চিনের সামরিক বিজ্ঞানীরা। সেখানে চীনা গবেষকরা অনুমান করেন, তৃতীয় বিশ্বযুদ্ধে লড়াই হবে ‘জৈব অস্ত্র’ দিয়ে, আর সেই কারণেই সার্স করোনাভাইরাসকে অস্ত্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছিল।

এ বিষয়ে ‘দ্য অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট’-এর নির্বাহী পরিচালক পিটার জেনিংস বলেন, ‘নথি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, করোনাভাইরাসের বিভিন্ন প্রজাতিকে কী ভাবে অস্ত্র হিসেবে কাজে লাগানো যায়, সে ব্যাপারেই গবেষণা করছিলেন চীনা গবেষকরা।’

জেনিংস দাবি করেন, করোনাভাইরাসের উৎপত্তি সংক্রান্ত বিষয়ে গবেষণায় এই কারণেই বিশেষ উৎসাহ দেখায়নি চীন।

ফাঁস হওয়া চীনা নথি ভুয়া কি না, তা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ রবার্ট পটারকে। তিনি জানান, ‘ওই চীনা নথি একেবারেই ভুয়া নয়। কিন্তু এতে যা লেখা রয়েছে, তা গবেষকদেরই বিশ্লেষণ করে দেখতে হবে, বিষয়টি কতটা গুরুতর।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

পত্রিকায় নিবন্ধ লেখার পর বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাকে ফেরত নেওয়ার অনুরোধ কাতারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত