মিয়ানমারে রাখাইন রাজ্যের আরেক শহর মিনবিয়ারের নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। গতকাল মঙ্গলবার শহরটির শেষ দুই সামরিক ব্যাটালিয়নের সদরদপ্তর দখল করার পরই শহরটির নিয়ন্ত্রণ নেওয়া হয় বলে জানিয়েছে রাখাইনের সংবাদমাধ্যমগুলো।
রাখাইনের বিদ্রোহী গোষ্ঠীগুলো বলছে, গত এক মাস ধারাবাহিক হামলা চালিয়ে যাওয়ার পর মঙ্গলবার মিনবিয়া শহরের বাইরে তারা জান্তা বাহিনীর লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৩৭৯ ও লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৫৪১-এর সদরদপ্তর দখল করে নেয়।
মিনবিয়া শহরের বাসিন্দাদের উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, দুই সামরিক ঘাঁটি দখলের সময় জান্তা বাহিনীর বেশ কয়েকজন সেনা ও তাদের পরিবারের সদস্যরা আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করেছে।
জেট এবং গানবোট দিয়ে পাল্টা আক্রমণ চালানো সত্ত্বেও গত ২৮ জানুয়ারি মিনবিয়ার একই অঞ্চলে লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৩৮০-এর সদরদপ্তর দখল করে বিদ্রোহী গোষ্ঠীগুলো।
থাইল্যান্ডে অবস্থানরত মিয়ানমারের সাংবাদিকদের পরিচালিত সংবাদমাধ্যম ইরাবতির প্রতিবেদন অনুসারে, জানুয়ারিতে সামরিক জান্তা মিনবিয়ায় বিপুলসংখ্যক সেনা মোতায়েন করে। কিন্তু প্রায় সবাই আরাকান আর্মির যোদ্ধাদের কাছে পরাজিত হয়। জানুয়ারির শেষের দিকে আরাকান আর্মি জান্তা বাহিনীর প্যারাসুটে করে আসা গোলাবারুদ ও খাদ্য সরবরাহও জব্দ করে।
মিনবিয়ায় ঘাঁটি রক্ষার ব্যর্থ চেষ্টার সময় জান্তা বাহিনী স্থল, সমুদ্র এবং আকাশ থেকে মিনবিয়া শহর এবং আশপাশের অনেক গ্রামে বোমাবর্ষণ করে। গতকাল মঙ্গলবার রাখাইনের সংবাদমাধ্যমগুলো বলে, মিনবিয়া এখন শাসকমুক্ত।
আরাকান আর্মি আরও জানায়, টানা তিন দিন হামলা চালানোর পর গতকাল তাদের যোদ্ধারা মংডু শহরে বাংলাদেশ সীমান্তবর্তী জান্তা বাহিনীর শক্ত ঘাঁটি তাউং পিয়ো (বাম) দখল করে নিয়েছে।
গত রোববার তাউং পিয়ো ফাঁড়ির ডানে ও বামে একযোগে হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠীগুলো। একই দিনে তাউং পিয়োর ডান পাশের সামরিক ঘাঁটি দখল করা হয়, যার ফলে ডজনখানেক জান্তা সেনা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। দুটি ফাঁড়িতে আরাকান আর্মির হামলার পর তিন শতাধিক জান্তা সেনা ও পুলিশ কর্মকর্তা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে।
রাখাইন রাজ্যের ম্রাউক–ইউ, কিয়াউকতাও, রামরি, আন ও মাইবন শহরে গতকালও সংঘর্ষের খবর পাওয়া গেছে। গত ১০ দিনে রাখাইনের উত্তরাঞ্চলে আরও দুটি জান্তা ঘাঁটি দখল করেছে আরাকান আর্মি।
মিয়ানমারে রাখাইন রাজ্যের আরেক শহর মিনবিয়ারের নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। গতকাল মঙ্গলবার শহরটির শেষ দুই সামরিক ব্যাটালিয়নের সদরদপ্তর দখল করার পরই শহরটির নিয়ন্ত্রণ নেওয়া হয় বলে জানিয়েছে রাখাইনের সংবাদমাধ্যমগুলো।
রাখাইনের বিদ্রোহী গোষ্ঠীগুলো বলছে, গত এক মাস ধারাবাহিক হামলা চালিয়ে যাওয়ার পর মঙ্গলবার মিনবিয়া শহরের বাইরে তারা জান্তা বাহিনীর লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৩৭৯ ও লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৫৪১-এর সদরদপ্তর দখল করে নেয়।
মিনবিয়া শহরের বাসিন্দাদের উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, দুই সামরিক ঘাঁটি দখলের সময় জান্তা বাহিনীর বেশ কয়েকজন সেনা ও তাদের পরিবারের সদস্যরা আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করেছে।
জেট এবং গানবোট দিয়ে পাল্টা আক্রমণ চালানো সত্ত্বেও গত ২৮ জানুয়ারি মিনবিয়ার একই অঞ্চলে লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৩৮০-এর সদরদপ্তর দখল করে বিদ্রোহী গোষ্ঠীগুলো।
থাইল্যান্ডে অবস্থানরত মিয়ানমারের সাংবাদিকদের পরিচালিত সংবাদমাধ্যম ইরাবতির প্রতিবেদন অনুসারে, জানুয়ারিতে সামরিক জান্তা মিনবিয়ায় বিপুলসংখ্যক সেনা মোতায়েন করে। কিন্তু প্রায় সবাই আরাকান আর্মির যোদ্ধাদের কাছে পরাজিত হয়। জানুয়ারির শেষের দিকে আরাকান আর্মি জান্তা বাহিনীর প্যারাসুটে করে আসা গোলাবারুদ ও খাদ্য সরবরাহও জব্দ করে।
মিনবিয়ায় ঘাঁটি রক্ষার ব্যর্থ চেষ্টার সময় জান্তা বাহিনী স্থল, সমুদ্র এবং আকাশ থেকে মিনবিয়া শহর এবং আশপাশের অনেক গ্রামে বোমাবর্ষণ করে। গতকাল মঙ্গলবার রাখাইনের সংবাদমাধ্যমগুলো বলে, মিনবিয়া এখন শাসকমুক্ত।
আরাকান আর্মি আরও জানায়, টানা তিন দিন হামলা চালানোর পর গতকাল তাদের যোদ্ধারা মংডু শহরে বাংলাদেশ সীমান্তবর্তী জান্তা বাহিনীর শক্ত ঘাঁটি তাউং পিয়ো (বাম) দখল করে নিয়েছে।
গত রোববার তাউং পিয়ো ফাঁড়ির ডানে ও বামে একযোগে হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠীগুলো। একই দিনে তাউং পিয়োর ডান পাশের সামরিক ঘাঁটি দখল করা হয়, যার ফলে ডজনখানেক জান্তা সেনা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। দুটি ফাঁড়িতে আরাকান আর্মির হামলার পর তিন শতাধিক জান্তা সেনা ও পুলিশ কর্মকর্তা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে।
রাখাইন রাজ্যের ম্রাউক–ইউ, কিয়াউকতাও, রামরি, আন ও মাইবন শহরে গতকালও সংঘর্ষের খবর পাওয়া গেছে। গত ১০ দিনে রাখাইনের উত্তরাঞ্চলে আরও দুটি জান্তা ঘাঁটি দখল করেছে আরাকান আর্মি।
জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেছেন, তিনি বুন্ডেসভেয়ারকে ‘ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী’ বানাতে চান। তিনি ইঙ্গিত দিয়েছেন, এই মাসের একটি সম্মেলনে ন্যাটোর নতুন দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ব্যয় লক্ষ্যমাত্রায় সম্মত হবে জার্মানি। এই লক্ষ্যমাত্রা হলো জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে...
১০ মিনিট আগেব্রিটিশ পার্লামেন্টে ফিলিস্তিনপন্থী সংগঠনকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণার প্রস্তাবে ভোট দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন এমপি রুশনারা আলী। তিনি আবার লেবার পার্টির সরকারের গৃহহীন বিষয়ক মন্ত্রীও। এবার উল্টো ভাড়াটিয়াদের উচ্ছেদ করে সমালোচনার মুখে পড়েছেন। তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন তিনি।
২ ঘণ্টা আগেবিবৃতি অনুযায়ী, মূলনীতিগুলো হলো—হামাসকে নিরস্ত্র করা, জীবিত অথবা মৃত সব জিম্মিকে ইসরায়েলে ফিরিয়ে নেওয়া, গাজা উপত্যকার সামরিকীকরণ ঠেকানো, গাজা উপত্যকায় ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং হামাস অথবা প্যালেস্টাইন অথোরিটি বাদে অন্য একটি বিকল্প বেসামরিক প্রশাসন গঠন।
৩ ঘণ্টা আগেকুয়েতি সেনাবাহিনীতে নারী সদস্য অন্তর্ভুক্তির প্রক্রিয়া জোরদার করতে নারী প্রশিক্ষক পাঠাবে বাংলাদেশ। এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলছে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম আশারক আল আওসাত।
৪ ঘণ্টা আগে