Ajker Patrika

১৪ কোটি রুপিসহ সস্ত্রীক বিএসএফ কর্মকর্তা গ্রেপ্তার

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৯: ৩৮
১৪ কোটি রুপিসহ সস্ত্রীক বিএসএফ কর্মকর্তা গ্রেপ্তার

১২৫ কোটি রুপি জালিয়াতি মামলায় ভারতের হরিয়ানা রাজ্য থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক কর্মকর্তাকে সস্ত্রীক গ্রেপ্তার করা হয়েছে।  আজ রোববার তাঁদের গ্রেপ্তারের সময় ১৪ কোটি রুপি নগদ অর্থ, এক কোটি রুপির গয়না ও সাতটি বিলাসবহুল গাড়ি জব্দ হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

গ্রেপ্তার ওই বিএসএফ কর্মকর্তার নাম প্রবীণ যাদব। তিনি বিএসএফের ডেপুটি কমান্ড্যান্ট ছিলেন। পুলিশ জানায়, প্রবীণ যাদব পুলিশ কর্মকর্তা থাকাকালীন তাঁর বিরুদ্ধে ১২৫ কোটি রুপির জালিয়াতি মামলা করা হয়। ওই মামলায় প্রবীণ যাদবকে স্ত্রী, বোন ও এক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, একসময় গুরগাঁও জেলায় মানেসারে অবস্থিত ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি)  হেডকোয়ার্টারে কর্মরত ছিলেন প্রবীণ। এনএসজি হেডকোয়ার্টারের নির্মাণকাজের চুক্তি পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন লোকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন প্রবীণ যাদব। তিনি এনএসজির নামে একটি ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে রুপিগুলো সেখানে রাখতেন। প্রবীণের বোন ঋতুই এই অ্যাকাউন্ট খুলেছিলেন। 

গুরগাঁও পুলিশের অপরাধ বিভাগের এসিপি প্রিত পাল সিং বলেন, প্রবীণ যাদব স্টক মার্কেটে ৬০ লাখ রুপির ক্ষতির সম্মুখীন হয়েছেন । পরে তিনি প্রতারণা করে টাকা পুনরুদ্ধারের পরিকল্পনা করেছিলেন।

পুলিশ জানায়, যাদব সম্প্রতি আগরতলায় পোস্টিং পেয়েছিলেন।  কিন্তু তিনি মানুষকে প্রতারণা করে এত সম্পদ অর্জন করেছিলেন যে কয়েক দিন আগে তিনি পদ থেকে পদত্যাগ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত