থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা শুক্রবার তাঁর সম্পদের ঘোষণা দিয়েছেন। ঘোষণা অনুযায়ী, যেখানে পেতংতার্নের সম্পত্তির মূল্য ৪০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে (প্রায় ৪ হাজার ৮৮৯ কোটি টাকা)। এসব সম্পত্তির মধ্যে উল্লেখযোগ্য হলো ২০০টিরও বেশি বিলাসবহুল ব্র্যান্ডের ব্যাগ এবং কমপক্ষে ৭৫টি দামি ঘড়ি।
শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পেতংতার্ন সিনাওয়াত্রা ব্যক্তিগত জীবনে একজন টেলিকম ব্যবসায়ী এবং থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কনিষ্ঠ কন্যা। তাঁর সম্পত্তি ও দায় ঘোষণা করতে বাধ্য হন।
জানা গেছে, পেতংতার্নের ৭৫টি ঘড়ির মূল্য থাইল্যান্ডের মুদ্রায় প্রায় ১৬ কোটি ২০ লাখ বাথ। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় ৫৭ কোটি টাকারও বেশি। অন্যদিকে তাঁর বিলাসবহুল ২১৭টি ব্যাগের মূল্য প্রায় ৭ কোটি ৬০ লাখ থাই বাথ। বাংলাদেশি মুদ্রায় ব্যাগগুলোর মূল্য প্রায় ২৭ কোটি টাকা।
এ ছাড়া যুক্তরাজ্যের লন্ডন এবং জাপানেও পেতংতার্নের সম্পত্তি রয়েছে। আর তাঁর নগদ অর্থ ও আমানতের পরিমাণ প্রায় ১০০ কোটি বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ৩৫৪ কোটি টাকারও বেশি।
বিভিন্ন ব্যবসায় পেতংতার্নের বিনিয়োগ রয়েছে প্রায় ১ হাজার ১০০ কোটি থাই বাথ, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ হাজার কোটি টাকা।
এই মুহূর্তে থাই প্রধানমন্ত্রীর ঋণের পরিমাণ ৫০০ কোটি থাই বাথ, বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৭৭৩ কোটি টাকার বেশি। ফলে ঋণের পরিমাণ বাদ দিলে পেতংতার্নের সম্পত্তির পরিমাণ দাঁড়ায় ৮৯০ কোটি থাই বাথ, যা ৩ হাজার ১৫৭ কোটি টাকারও বেশি।
গত সেপ্টেম্বরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন পেতংতার্ন। গত ২০ বছরের মধ্যে সিনাওয়াত্রা পরিবারের চতুর্থ সদস্য হিসেবে থাইল্যান্ডের সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন তিনি।
পেতংতার্নের বিলাসবহুল সম্পত্তির এই ঘোষণা জনগণের মধ্যে আলোচনা তৈরি করেছে এবং তাঁর নেতৃত্বাধীন সরকারের অর্থনৈতিক পরিকল্পনার প্রতি নতুন করে মনোযোগ এনেছে।
পেতংতার্নের বাবা থাকসিন সিনাওয়াত্রা একসময় ইংলিশ লিগের দল ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের মালিক ছিলেন। থাইল্যান্ডের দশম ধনী ব্যক্তি তিনি। ফোর্বসের তথ্যমতে, থাকসিনের মোট সম্পত্তির মূল্য প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলার। শিন কর্প টেলিকমিউনিকেশন সাম্রাজ্যের আয় দিয়ে তিনি রাজনীতিতে প্রবেশ করেছিলেন। পরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতাচ্যুত হয়ে নির্বাসিত হন। তবে নির্বাসিত অবস্থায় থেকেও পরিবারসহ রাজনীতিতে তিনি তাঁর প্রভাব ধরে রেখেছেন।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা শুক্রবার তাঁর সম্পদের ঘোষণা দিয়েছেন। ঘোষণা অনুযায়ী, যেখানে পেতংতার্নের সম্পত্তির মূল্য ৪০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে (প্রায় ৪ হাজার ৮৮৯ কোটি টাকা)। এসব সম্পত্তির মধ্যে উল্লেখযোগ্য হলো ২০০টিরও বেশি বিলাসবহুল ব্র্যান্ডের ব্যাগ এবং কমপক্ষে ৭৫টি দামি ঘড়ি।
শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পেতংতার্ন সিনাওয়াত্রা ব্যক্তিগত জীবনে একজন টেলিকম ব্যবসায়ী এবং থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কনিষ্ঠ কন্যা। তাঁর সম্পত্তি ও দায় ঘোষণা করতে বাধ্য হন।
জানা গেছে, পেতংতার্নের ৭৫টি ঘড়ির মূল্য থাইল্যান্ডের মুদ্রায় প্রায় ১৬ কোটি ২০ লাখ বাথ। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় ৫৭ কোটি টাকারও বেশি। অন্যদিকে তাঁর বিলাসবহুল ২১৭টি ব্যাগের মূল্য প্রায় ৭ কোটি ৬০ লাখ থাই বাথ। বাংলাদেশি মুদ্রায় ব্যাগগুলোর মূল্য প্রায় ২৭ কোটি টাকা।
এ ছাড়া যুক্তরাজ্যের লন্ডন এবং জাপানেও পেতংতার্নের সম্পত্তি রয়েছে। আর তাঁর নগদ অর্থ ও আমানতের পরিমাণ প্রায় ১০০ কোটি বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ৩৫৪ কোটি টাকারও বেশি।
বিভিন্ন ব্যবসায় পেতংতার্নের বিনিয়োগ রয়েছে প্রায় ১ হাজার ১০০ কোটি থাই বাথ, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ হাজার কোটি টাকা।
এই মুহূর্তে থাই প্রধানমন্ত্রীর ঋণের পরিমাণ ৫০০ কোটি থাই বাথ, বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৭৭৩ কোটি টাকার বেশি। ফলে ঋণের পরিমাণ বাদ দিলে পেতংতার্নের সম্পত্তির পরিমাণ দাঁড়ায় ৮৯০ কোটি থাই বাথ, যা ৩ হাজার ১৫৭ কোটি টাকারও বেশি।
গত সেপ্টেম্বরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন পেতংতার্ন। গত ২০ বছরের মধ্যে সিনাওয়াত্রা পরিবারের চতুর্থ সদস্য হিসেবে থাইল্যান্ডের সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন তিনি।
পেতংতার্নের বিলাসবহুল সম্পত্তির এই ঘোষণা জনগণের মধ্যে আলোচনা তৈরি করেছে এবং তাঁর নেতৃত্বাধীন সরকারের অর্থনৈতিক পরিকল্পনার প্রতি নতুন করে মনোযোগ এনেছে।
পেতংতার্নের বাবা থাকসিন সিনাওয়াত্রা একসময় ইংলিশ লিগের দল ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের মালিক ছিলেন। থাইল্যান্ডের দশম ধনী ব্যক্তি তিনি। ফোর্বসের তথ্যমতে, থাকসিনের মোট সম্পত্তির মূল্য প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলার। শিন কর্প টেলিকমিউনিকেশন সাম্রাজ্যের আয় দিয়ে তিনি রাজনীতিতে প্রবেশ করেছিলেন। পরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতাচ্যুত হয়ে নির্বাসিত হন। তবে নির্বাসিত অবস্থায় থেকেও পরিবারসহ রাজনীতিতে তিনি তাঁর প্রভাব ধরে রেখেছেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণ ভারতের জন্য টার্নিং পয়েন্ট হয়ে ওঠে। অস্ত্র রপ্তানি বাড়ানোর দায়িত্বে কর্মরত এক ভারতীয় কর্মকর্তা বলেন, পশ্চিমা দেশগুলো তাদের অস্ত্রভান্ডার ইউক্রেনে পাঠিয়েছে। রাশিয়ার কারখানাগুলো শুধু তাদের যুদ্ধের জন্যই অস্ত্র তৈরি করছে। ফলে যেসব দেশ ওয়াশিংটন...
৭ ঘণ্টা আগেসম্প্রতি এক ভিডিওতে ভারতের দীর্ঘ পথের ট্রেনযাত্রাকে ‘মানসিকভাবে ভেঙে পড়ার’ মতো অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন ফরাসি ইউটিউবার ভিক্টর ব্লাহো। তিনি বিদেশি পর্যটকদের পরামর্শ দিয়েছেন, পর্যাপ্ত প্রস্তুতি বা ভালো বাজেট না থাকলে ভারতের দীর্ঘ দূরত্বের ট্রেনভ্রমণ এড়িয়ে চলা উচিত।
৮ ঘণ্টা আগেবিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) আশঙ্কা প্রকাশ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নীতির কারণে চলতি বছরই বিশ্বজুড়ে পণ্যবাণিজ্য হ্রাস পাবে। এ ছাড়াও পারস্পরিক শুল্ক আরোপ ও রাজনৈতিক অনিশ্চয়তাসহ বিভিন্ন গভীর নেতিবাচক ঝুঁকি রয়েছে, যা বিশ্ব বাণিজ্যে আরও বড় ধরনের পতন ডেকে আনতে পারে।
৯ ঘণ্টা আগেবর্তমানে ছোট ওষুধ (পিল বা ক্যাপসুল) বাজারে আসার ৯ বছর পর মেডিকেয়ার মূল্য আলোচনার জন্য যোগ্য হয়। ট্রাম্প প্রশাসন এটিকে ১৩ বছর করতে চায়, যা বায়োটেক ওষুধের সমতুল্য। তবে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো দাবি করেছিল, বর্তমান নিয়ম নতুন ওষুধ উদ্ভাবনকে বাধাগ্রস্ত করে। আগে এই বিষয় নিয়ে তারা আলোচনা করতে
১০ ঘণ্টা আগে