Ajker Patrika

পশ্চিমা চোখ রাঙানি উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক দৃঢ় করতে চায় চীন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ২৮
পশ্চিমা চোখ রাঙানি উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক দৃঢ় করতে চায় চীন

পশ্চিমা চোখ রাঙানি উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে আন্তঃসীমান্ত সংযোগ জোরদার করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহযোগিতা বাড়ানোর উপর জোর দিয়েছে চীন।

গতবছর রুশ বাহিনী ইউক্রেন আক্রমণ করার পর পশ্চিমা বিশ্বের আরোপকৃত বেশ কিছু নিষেধাজ্ঞার পর এই দুই দেশ পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রতিশ্রুতি দেয়।

অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে গত মঙ্গলবার চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ের সঙ্গে বেইজিংয়ে বৈঠক করেন রাশিয়ার অর্থনৈতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ম্যাকসিম রেশেতনিকভ।

আগামী মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেইজিং সফর নিশ্চিতের ব্যাপারে কৌশলগত আলোচনা করতে এখন মস্কোয় রয়েছেন শীর্ষ চীনা কূটনীতিক ওয়াং ই।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীর সঙ্গে আলোচনায় ওয়াং ওয়েনতাও দুই রাষ্ট্রপ্রধানের ‘কৌশলগত দিকনির্দেশনার’ কারণেই চীন-রাশিয়ার অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা আরও গভীর ও দৃঢ় করার কথা তুলে ধরেন।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে দ্বিতীয় বছরে এসেছে রাশিয়া, সে সঙ্গে চলছে পশ্চিমা নিষেধাজ্ঞা। এ রকম অবস্থায় অর্থনৈতিক সহযোগিতার জন্য মিত্র দেশ চীনের দিকে ঝুঁকছে রাশিয়া। বিনিময়ে তেল ও গ্যাসের সঙ্গে চীনের শস্যের চাহিদাও রাশিয়া পূরণ করছে, এমনটি বলা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে।

চীনের সর্বশেষ কাস্টমস ডেটা দেখাচ্ছে, এক বছর আগের তুলনায় গত আগস্ট মাসে চীনে রুশ পণ্যের আমদানি ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫০ কোটি ডলার। অথচ গত জুলাই মাসেই এই আমদানির পরিমাণ হ্রাস পেয়েছিল ৮ শতাংশ।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধের প্রেক্ষাপটে মস্কোর সঙ্গে বেইজিংয়ের ক্রমবর্ধমান অংশীদারত্ব নিয়ে পশ্চিমারা সমালোচনায় মুখর হলেও তা প্রত্যাখ্যান করেছে বেইজিং। এ ক্ষেত্রে চীনের অবস্থান হচ্ছে, আন্তর্জাতিক নিয়মনীতিকে লঙ্ঘন না করে যেকোনো দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির অধিকার রয়েছে বেইজিংয়ের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত