মাত্র এক সপ্তাহে ১১টি প্রাদেশিক রাজধানী নিজেদের দখলে নিয়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, আফগানিস্তানের ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে এ পর্যন্ত ১১টি তালেবানের নিয়ন্ত্রণে গেছে।
সর্বশেষ বৃহস্পতিবার (১২ আগস্ট) আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহর হেরাত এবং আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত শহর গজনি দখলে নিয়েছে তালেবান।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার তালেবান যোদ্ধারা আফগানিস্তানের উত্তর–পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশের রাজধানী ঐতিহাসিক শহর হেরাত দখলে নিয়েছে। তালেবান শহরের কেন্দ্রস্থলে অবস্থান নিয়েছে।
গজনির প্রাদেশিক কাউন্সিলের প্রধান নাসির আহমাদ ফাকিরি বলেন, তালেবান শহরের গুরুত্বপূর্ণ এলাকা দখলে নিয়েছে। সরকারি অফিস, পুলিশ হেডকোয়ার্টার এবং কারাগারও দখলে নিয়েছে তালেবান সদস্যরা।
তালেবান নিয়ন্ত্রিত প্রাদেশিক রাজধানীগুলো হলো-ফাইজাবাদ, ফারাহ, সার-ই-পল, পল-ই-খুমরি, শেবারঘান, আইবাক, কুন্দুজ, তালুকান, জারাঞ্জ, গজনি এবং হেরাত।
এর আগে গত বুধবার মার্কিন গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে দেশটির একজন প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন, আফগানিস্তানের রাজধানী কাবুলকে ৩০ দিনে বিচ্ছিন্ন এবং ৯০ দিনের মধ্যে দখলে নিতে পারে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী তালেবান।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনী চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তালেবানরা যেভাবে দেশজুড়ে প্রভাব বিস্তার করতে শুরু করেছে তাতে কাবুল কত দিন টিকে থাকতে পারে সেই বিষয়ে নতুন করে পর্যালোচনা করেছে যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, আগামী ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তালেবানের বিরুদ্ধে আফগান নেতাদের লড়াই করার জন্য আহ্বান জানিয়েছেন।
মাত্র এক সপ্তাহে ১১টি প্রাদেশিক রাজধানী নিজেদের দখলে নিয়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, আফগানিস্তানের ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে এ পর্যন্ত ১১টি তালেবানের নিয়ন্ত্রণে গেছে।
সর্বশেষ বৃহস্পতিবার (১২ আগস্ট) আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহর হেরাত এবং আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত শহর গজনি দখলে নিয়েছে তালেবান।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার তালেবান যোদ্ধারা আফগানিস্তানের উত্তর–পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশের রাজধানী ঐতিহাসিক শহর হেরাত দখলে নিয়েছে। তালেবান শহরের কেন্দ্রস্থলে অবস্থান নিয়েছে।
গজনির প্রাদেশিক কাউন্সিলের প্রধান নাসির আহমাদ ফাকিরি বলেন, তালেবান শহরের গুরুত্বপূর্ণ এলাকা দখলে নিয়েছে। সরকারি অফিস, পুলিশ হেডকোয়ার্টার এবং কারাগারও দখলে নিয়েছে তালেবান সদস্যরা।
তালেবান নিয়ন্ত্রিত প্রাদেশিক রাজধানীগুলো হলো-ফাইজাবাদ, ফারাহ, সার-ই-পল, পল-ই-খুমরি, শেবারঘান, আইবাক, কুন্দুজ, তালুকান, জারাঞ্জ, গজনি এবং হেরাত।
এর আগে গত বুধবার মার্কিন গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে দেশটির একজন প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন, আফগানিস্তানের রাজধানী কাবুলকে ৩০ দিনে বিচ্ছিন্ন এবং ৯০ দিনের মধ্যে দখলে নিতে পারে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী তালেবান।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনী চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তালেবানরা যেভাবে দেশজুড়ে প্রভাব বিস্তার করতে শুরু করেছে তাতে কাবুল কত দিন টিকে থাকতে পারে সেই বিষয়ে নতুন করে পর্যালোচনা করেছে যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, আগামী ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তালেবানের বিরুদ্ধে আফগান নেতাদের লড়াই করার জন্য আহ্বান জানিয়েছেন।
ব্রিটেনের মাত্র ১০ বছর বয়সী এক দাবাড়ু ইতিহাস গড়লেন। বোধনা শিবানন্দন নামের এই মেয়ে উত্তর-পশ্চিম লন্ডনের বাসিন্দা। ২০২৫ সালের ব্রিটিশ দাবা চ্যাম্পিয়নশিপে এক গ্র্যান্ডমাস্টারকে পরাজিত করে সর্বকনিষ্ঠ নারী দাবাড়ুর খেতাব অর্জন করেছেন তিনি।
৮ মিনিট আগেআগামী বছরের জন্য শরণার্থী গ্রহণের সীমা প্রায় ৪০ হাজারে নামানোর আলোচনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর মধ্যে বেশির ভাগই বরাদ্দ দেওয়া হবে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর জন্য। এটি যুক্তরাষ্ট্রের শরণার্থী নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
১৩ মিনিট আগেইসলামিক স্টেট বা আইএস-সংশ্লিষ্টতার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে অভিযুক্ত করেছে মালয়েশিয়ার একটি দায়রা আদালত। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, আইএসের কার্যক্রমকে সমর্থন ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে কোর্ট এ সিদ্ধান্ত দিয়েছেন।
৩২ মিনিট আগেপাকিস্তানের স্বাধীনতা দিবসে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ওয়াশিংটন পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ ও হাইড্রোকার্বন খাতে সহযোগিতায় আগ্রহী। বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা গুরুত্বপূর্ণ খনিজ, হাইড্রোকার্বনসহ নতুন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রগুলো খুঁজে দেখতে...
১ ঘণ্টা আগে