Ajker Patrika

আফগানিস্তানে নারীর ‘উচ্চশিক্ষা’ নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ, গ্রেপ্তার ৫

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১১: ৩১
আফগানিস্তানে নারীর ‘উচ্চশিক্ষা’ নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ, গ্রেপ্তার ৫

আফগানিস্তানে নারীর জন্য উচ্চশিক্ষা গ্রহণের পথ বন্ধ করে দিয়েছে তালেবান। গত মঙ্গলবার দেশটির উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী নেদা মোহাম্মদ নাদিম এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান। তালেবানের এমন ঘোষণার পরে বিভিন্ন মহলে চলছে সমালোচনা। প্রতিবাদে গতকাল বুধবার রাজধানী কাবুলে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, নারীর জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার প্রতিবাদে রাজধানী কাবুলে বিক্ষোভ হয়েছে। সেখান থেকে পাঁচ নারীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গ্রেপ্তার হয়েছেন তিন সাংবাদিক। তাখার প্রদেশেও বিক্ষোভ হয়েছে। 

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, মঙ্গলবার তালেবানের ওই ঘোষণার পরদিন বুধবার শত শত নারীকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে বাধা দেয় নিরাপত্তারক্ষীরা। আফগানিস্তানের বেশির ভাগ নারী মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনার সুযোগ থেকে আগেই বাদ পড়েছে। নতুন করে নিষেধাজ্ঞা আসায় এখন নারীর শিক্ষা হুমকিতে পড়ল।

নারীর জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার বিষয়ে উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী নেদা মোহাম্মদ নাদিম বলেন, ‘এই আদেশ এখন থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।’ 

বিক্ষোভে যোগ দেওয়া বেশ কয়েকজন নারী বিবিসিকে বলেন, ‘তালেবানের নারী অফিসাররা বিক্ষোভকারীদের মারধর ও গ্রেপ্তার করেছেন।’ 

নারীদের পাশাপাশি পুরুষদের অনেকেই আন্দোলনে সমর্থন জানাচ্ছেন। সরকারি ও বেসরকারি মিলিয়ে ৫০ জনের মতো পুরুষ শিক্ষক প্রতিবাদস্বরূপ চাকরি থেকে পদত্যাগ করেছেন। কিছু ছেলে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। 

উল্লেখ্য, গত বছর তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশটিতে নারী শিক্ষার ওপর নানা রকমের বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

নারী আসন নিয়ে সিদ্ধান্ত হচ্ছে নারীদের ছাড়াই

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত