গত ৩০ আগস্ট ৬৯ বছর বয়সে প্রয়াত হয়েছেন নিউজিল্যান্ডের মাওরি সম্প্রদায়ের রাজা কিইঙ্গি তুহেইতিয়া। তবে সপ্তাহ পেরোনোর আগেই তাঁর কন্যা এনগা ওয়াই হোনোকে রানি হিসেবে বেছে নিয়েছে ওই সম্প্রদায়ের মানুষেরা। এই হিসেবে এনগা ওয়াই হোনো এখন মাওরিদের অষ্টম সম্রাট।
বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে প্রয়াত রাজা কিইঙ্গি তুহেইতিয়াকে সমাহিত করার পাশাপাশি এনগা ওয়াই হোনোকে সম্রাজ্ঞীর মুকুট পরিয়ে দেওয়া হয়। নিউজিল্যান্ডের আদিবাসী মাওরি প্রধানদের একটি কাউন্সিল ২৭ বছর বয়সী এনগা ওয়াই হোনোকে রানি হিসেবে বেছে নেয়।
মাওরি রাজতন্ত্রের ক্রম অনুযায়ী, এনগা ওয়াই হোনো হলেন এই সম্প্রদায়ের দ্বিতীয় রানি। মাওরিদের প্রথম রানি হিসেবে অভিষিক্ত হয়েছিলেন হোনোর দাদি, অর্থাৎ প্রয়াত রাজার মা। প্রয়াত রাজা কিইঙ্গি তুহেইতিয়ার কনিষ্ঠ সন্তান এনগা ওয়াই হোনো।
বিবিসি জানিয়েছে, বাবার কফিনের সামনে খোদাই করা একটি কাঠের সিংহাসনে বসে নতুন রানি হিসেবে অভিষিক্ত হয়েছেন হোনো। ১৮৫৮ সালে যে বাইবেলের মাধ্যমে মাওরিদের প্রথম রাজাকে আশীর্বাদ করা হয়েছিল সেই একই বাইবেলে আশীর্বাদ করা হয়েছে নতুন রানিকেও।
এনগা ওয়াই হোনোর অভিষেকের পর তাঁর প্রয়াত বাবাকে একটি সুসজ্জিত নৌবহরে করে মাওরিদের কাছে পবিত্র তাউপিরি পর্বতে নিয়ে যাওয়া হয়। সেখানেই সমাহিত করা হয়েছে রাজাকে। সম্প্রতি রাজ্যাভিষেকের ১৮ তম বার্ষিকী উদ্যাপনের পর হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলেও হঠাৎ করেই মারা যান তুহেইতিয়া। তিনি ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেছিলেন। ২০০৬ সালে তাঁর মা এবং মাওরি রানি আরিকিনুই ডেম তে আতাইরাঙ্গিকাহুর মৃত্যুর পর তাঁকে রাজার মুকুট পরানো হয়েছিল।
নতুন রানি হিসেবে এনগা ওয়াই হোনোকে বেছে নেওয়ায় বিষয়টিকে অনেকে মাওরি সম্প্রদায়ের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন। এর ফলে এই সম্প্রদায়ের তরুণদের মধ্যে ইতিবাচক প্রভাব তৈরি হবে বলেও মনে করেন তাঁরা। নতুন রানি মাওরি কালচারাল স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং পারফর্মিং আর্টসের শিক্ষক তিনি।
গত ৩০ আগস্ট ৬৯ বছর বয়সে প্রয়াত হয়েছেন নিউজিল্যান্ডের মাওরি সম্প্রদায়ের রাজা কিইঙ্গি তুহেইতিয়া। তবে সপ্তাহ পেরোনোর আগেই তাঁর কন্যা এনগা ওয়াই হোনোকে রানি হিসেবে বেছে নিয়েছে ওই সম্প্রদায়ের মানুষেরা। এই হিসেবে এনগা ওয়াই হোনো এখন মাওরিদের অষ্টম সম্রাট।
বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে প্রয়াত রাজা কিইঙ্গি তুহেইতিয়াকে সমাহিত করার পাশাপাশি এনগা ওয়াই হোনোকে সম্রাজ্ঞীর মুকুট পরিয়ে দেওয়া হয়। নিউজিল্যান্ডের আদিবাসী মাওরি প্রধানদের একটি কাউন্সিল ২৭ বছর বয়সী এনগা ওয়াই হোনোকে রানি হিসেবে বেছে নেয়।
মাওরি রাজতন্ত্রের ক্রম অনুযায়ী, এনগা ওয়াই হোনো হলেন এই সম্প্রদায়ের দ্বিতীয় রানি। মাওরিদের প্রথম রানি হিসেবে অভিষিক্ত হয়েছিলেন হোনোর দাদি, অর্থাৎ প্রয়াত রাজার মা। প্রয়াত রাজা কিইঙ্গি তুহেইতিয়ার কনিষ্ঠ সন্তান এনগা ওয়াই হোনো।
বিবিসি জানিয়েছে, বাবার কফিনের সামনে খোদাই করা একটি কাঠের সিংহাসনে বসে নতুন রানি হিসেবে অভিষিক্ত হয়েছেন হোনো। ১৮৫৮ সালে যে বাইবেলের মাধ্যমে মাওরিদের প্রথম রাজাকে আশীর্বাদ করা হয়েছিল সেই একই বাইবেলে আশীর্বাদ করা হয়েছে নতুন রানিকেও।
এনগা ওয়াই হোনোর অভিষেকের পর তাঁর প্রয়াত বাবাকে একটি সুসজ্জিত নৌবহরে করে মাওরিদের কাছে পবিত্র তাউপিরি পর্বতে নিয়ে যাওয়া হয়। সেখানেই সমাহিত করা হয়েছে রাজাকে। সম্প্রতি রাজ্যাভিষেকের ১৮ তম বার্ষিকী উদ্যাপনের পর হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলেও হঠাৎ করেই মারা যান তুহেইতিয়া। তিনি ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেছিলেন। ২০০৬ সালে তাঁর মা এবং মাওরি রানি আরিকিনুই ডেম তে আতাইরাঙ্গিকাহুর মৃত্যুর পর তাঁকে রাজার মুকুট পরানো হয়েছিল।
নতুন রানি হিসেবে এনগা ওয়াই হোনোকে বেছে নেওয়ায় বিষয়টিকে অনেকে মাওরি সম্প্রদায়ের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন। এর ফলে এই সম্প্রদায়ের তরুণদের মধ্যে ইতিবাচক প্রভাব তৈরি হবে বলেও মনে করেন তাঁরা। নতুন রানি মাওরি কালচারাল স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং পারফর্মিং আর্টসের শিক্ষক তিনি।
নয় বছর বয়সী মাহমুদ আজ্জুর। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখন্ড গাজার পুরোনো শহরের বাসিন্দা। একসময় বাজারে গিয়ে মায়ের জন্য সবজি কিনে আনত, খেলাধুলা করত, বন্ধুদের সঙ্গে হাসত। এখন সে হাত দুটো নেই। গত বছরের মার্চে ইসরায়েলি ড্রোন হামলায় ধ্বংস হয়ে যায় মাহমুদের বাড়ি। বিস্ফোরণে মাহমুদ তার দুই হাত হারায়...
৪১ মিনিট আগেগাজার তরুণ ফটোসাংবাদিক ফাতেমা হাসসুনা জানতেন, মৃত্যু সব সময় তাঁর দরজায় ওঁত পেতে থাকে। গত ১৮ মাস ইসরায়েলের নির্বিচার বিমান হামলা, নিজের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হওয়া, বিপুলসংখ্যক মানুষের বাস্তুচ্যুতি এবং পরিবারের ১১ জন সদস্যের মৃত্যু নিজ হাতে নথিভুক্ত করেছেন তিনি। এই ঘটনাগুলো ক্যামেরাবন্দী করতে গিয়ে...
৪৪ মিনিট আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মার্কিন ইমিগ্রেশন বিভাগ কয়েক শ বিদেশি শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের ভিসা বাতিল করেছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। ভিসা বাতিল ও গ্রেপ্তারের শিকারদের বেশির ভাগই ফিলিস্তিনপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত...
১ ঘণ্টা আগেদীর্ঘ ২৯ বছর সরকারি বাস চালিয়েছেন তিনি। মাত্র ৭ ডলার (প্রায় ৮০০ টাকা) সমপরিমাণ ভাড়া আত্মসাতের দায়ে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। শুধু তা–ই নয়, সেই সঙ্গে তাঁর ৮৪ হাজার ডলার (প্রায় ৯২ লাখ টাকা) পেনশনও বাতিল করা হয়েছে।
৩ ঘণ্টা আগে