গত ৩০ আগস্ট ৬৯ বছর বয়সে প্রয়াত হয়েছেন নিউজিল্যান্ডের মাওরি সম্প্রদায়ের রাজা কিইঙ্গি তুহেইতিয়া। তবে সপ্তাহ পেরোনোর আগেই তাঁর কন্যা এনগা ওয়াই হোনোকে রানি হিসেবে বেছে নিয়েছে ওই সম্প্রদায়ের মানুষেরা। এই হিসেবে এনগা ওয়াই হোনো এখন মাওরিদের অষ্টম সম্রাট।
বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে প্রয়াত রাজা কিইঙ্গি তুহেইতিয়াকে সমাহিত করার পাশাপাশি এনগা ওয়াই হোনোকে সম্রাজ্ঞীর মুকুট পরিয়ে দেওয়া হয়। নিউজিল্যান্ডের আদিবাসী মাওরি প্রধানদের একটি কাউন্সিল ২৭ বছর বয়সী এনগা ওয়াই হোনোকে রানি হিসেবে বেছে নেয়।
মাওরি রাজতন্ত্রের ক্রম অনুযায়ী, এনগা ওয়াই হোনো হলেন এই সম্প্রদায়ের দ্বিতীয় রানি। মাওরিদের প্রথম রানি হিসেবে অভিষিক্ত হয়েছিলেন হোনোর দাদি, অর্থাৎ প্রয়াত রাজার মা। প্রয়াত রাজা কিইঙ্গি তুহেইতিয়ার কনিষ্ঠ সন্তান এনগা ওয়াই হোনো।
বিবিসি জানিয়েছে, বাবার কফিনের সামনে খোদাই করা একটি কাঠের সিংহাসনে বসে নতুন রানি হিসেবে অভিষিক্ত হয়েছেন হোনো। ১৮৫৮ সালে যে বাইবেলের মাধ্যমে মাওরিদের প্রথম রাজাকে আশীর্বাদ করা হয়েছিল সেই একই বাইবেলে আশীর্বাদ করা হয়েছে নতুন রানিকেও।
এনগা ওয়াই হোনোর অভিষেকের পর তাঁর প্রয়াত বাবাকে একটি সুসজ্জিত নৌবহরে করে মাওরিদের কাছে পবিত্র তাউপিরি পর্বতে নিয়ে যাওয়া হয়। সেখানেই সমাহিত করা হয়েছে রাজাকে। সম্প্রতি রাজ্যাভিষেকের ১৮ তম বার্ষিকী উদ্যাপনের পর হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলেও হঠাৎ করেই মারা যান তুহেইতিয়া। তিনি ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেছিলেন। ২০০৬ সালে তাঁর মা এবং মাওরি রানি আরিকিনুই ডেম তে আতাইরাঙ্গিকাহুর মৃত্যুর পর তাঁকে রাজার মুকুট পরানো হয়েছিল।
নতুন রানি হিসেবে এনগা ওয়াই হোনোকে বেছে নেওয়ায় বিষয়টিকে অনেকে মাওরি সম্প্রদায়ের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন। এর ফলে এই সম্প্রদায়ের তরুণদের মধ্যে ইতিবাচক প্রভাব তৈরি হবে বলেও মনে করেন তাঁরা। নতুন রানি মাওরি কালচারাল স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং পারফর্মিং আর্টসের শিক্ষক তিনি।
গত ৩০ আগস্ট ৬৯ বছর বয়সে প্রয়াত হয়েছেন নিউজিল্যান্ডের মাওরি সম্প্রদায়ের রাজা কিইঙ্গি তুহেইতিয়া। তবে সপ্তাহ পেরোনোর আগেই তাঁর কন্যা এনগা ওয়াই হোনোকে রানি হিসেবে বেছে নিয়েছে ওই সম্প্রদায়ের মানুষেরা। এই হিসেবে এনগা ওয়াই হোনো এখন মাওরিদের অষ্টম সম্রাট।
বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে প্রয়াত রাজা কিইঙ্গি তুহেইতিয়াকে সমাহিত করার পাশাপাশি এনগা ওয়াই হোনোকে সম্রাজ্ঞীর মুকুট পরিয়ে দেওয়া হয়। নিউজিল্যান্ডের আদিবাসী মাওরি প্রধানদের একটি কাউন্সিল ২৭ বছর বয়সী এনগা ওয়াই হোনোকে রানি হিসেবে বেছে নেয়।
মাওরি রাজতন্ত্রের ক্রম অনুযায়ী, এনগা ওয়াই হোনো হলেন এই সম্প্রদায়ের দ্বিতীয় রানি। মাওরিদের প্রথম রানি হিসেবে অভিষিক্ত হয়েছিলেন হোনোর দাদি, অর্থাৎ প্রয়াত রাজার মা। প্রয়াত রাজা কিইঙ্গি তুহেইতিয়ার কনিষ্ঠ সন্তান এনগা ওয়াই হোনো।
বিবিসি জানিয়েছে, বাবার কফিনের সামনে খোদাই করা একটি কাঠের সিংহাসনে বসে নতুন রানি হিসেবে অভিষিক্ত হয়েছেন হোনো। ১৮৫৮ সালে যে বাইবেলের মাধ্যমে মাওরিদের প্রথম রাজাকে আশীর্বাদ করা হয়েছিল সেই একই বাইবেলে আশীর্বাদ করা হয়েছে নতুন রানিকেও।
এনগা ওয়াই হোনোর অভিষেকের পর তাঁর প্রয়াত বাবাকে একটি সুসজ্জিত নৌবহরে করে মাওরিদের কাছে পবিত্র তাউপিরি পর্বতে নিয়ে যাওয়া হয়। সেখানেই সমাহিত করা হয়েছে রাজাকে। সম্প্রতি রাজ্যাভিষেকের ১৮ তম বার্ষিকী উদ্যাপনের পর হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলেও হঠাৎ করেই মারা যান তুহেইতিয়া। তিনি ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেছিলেন। ২০০৬ সালে তাঁর মা এবং মাওরি রানি আরিকিনুই ডেম তে আতাইরাঙ্গিকাহুর মৃত্যুর পর তাঁকে রাজার মুকুট পরানো হয়েছিল।
নতুন রানি হিসেবে এনগা ওয়াই হোনোকে বেছে নেওয়ায় বিষয়টিকে অনেকে মাওরি সম্প্রদায়ের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন। এর ফলে এই সম্প্রদায়ের তরুণদের মধ্যে ইতিবাচক প্রভাব তৈরি হবে বলেও মনে করেন তাঁরা। নতুন রানি মাওরি কালচারাল স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং পারফর্মিং আর্টসের শিক্ষক তিনি।
জর্দা পাচার করতে গিয়ে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন চার বাংলাদেশি। পৃথক দুটি অভিযানে আটক করা হয়েছে তাদের। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আরব টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল দিয়ে জর্দাগুলো পাচারের চেষ্টা চলছিল।
৩১ মিনিট আগেবৈবাহিক জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কেট বলেন, ‘ওর নির্যাতনে মাঝেমধ্যেই ঘুম ভেঙে যেত। চোখ খুলে দেখতাম ও আমার শরীরের ওপর। মাঝে মাঝে দাঁতে দাঁত চেপে সয়ে যেতাম। মাঝে মাঝে পারতাম না। ডুকরে কেঁদে উঠতাম। বেশির ভাগ সময়ই তাতেও ও থামত না। তবে মাঝে মাঝে থামত। কিন্তু তারপর ওর মেজাজ খুব খারাপ থাকত।
১ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্র ছেড়ে যুক্তরাজ্যে পাকাপাকিভাবে থাকতে শুরু করেছেন জনপ্রিয় মার্কিন তারকা এলেন ডিজেনেরাস। বহুদিন ধরেই এ কথা শোনা গেলেও এবার নিজেই এর সত্যতা নিশ্চিত করলেন এই তারকা।
২ ঘণ্টা আগেভারতের মুম্বাইয়ে ২০০৬ সালের ট্রেন বিস্ফোরণে ১৮৯ জন নিহত ও ৮০০ জনেরও বেশি মানুষ আহত হয়। সেই ঘটনার পর ১৯ বছর পর বোম্বে হাইকোর্ট সেই হামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত ১২ জনকেই খালাস দিয়েছে। ২০১৫ সালে মুম্বাইয়ের একটি আদালত এই ১২ জনকে দোষী সাব্যস্ত করে।
২ ঘণ্টা আগে