Ajker Patrika

বার্বি সিনেমায় দক্ষিণ চীন সাগরের বিতর্কিত ম্যাপ, নিষিদ্ধ করল ভিয়েতনাম

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ২০: ১৩
বার্বি সিনেমায় দক্ষিণ চীন সাগরের বিতর্কিত ম্যাপ, নিষিদ্ধ করল ভিয়েতনাম

মুক্তির অপেক্ষায় থাকা একটি বার্বি সিনেমায় দক্ষিণ চীন সাগরের একটি ম্যাপ প্রদর্শিত হবে। এই ম্যাপে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলগুলোকে চীনের অংশ হিসেবে দেখানো হবে। এর জের ধরে সিনেমাটি নিষিদ্ধ করেছে ভিয়েতনাম সরকার।

এ বিষয়ে গত শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জনপ্রিয় পুতুল চরিত্র নিয়ে ‘ওয়ার্নার ব্রো’সের বার্বি সিনেমাটি ২১ জুলাই মুক্তির অপেক্ষায় থাকলেও এর টিজার ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। অভিযোগ করা হচ্ছে, সিনেমাটির একটি অংশে প্রদর্শন করা একটি ম্যাপে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত ‘৯ দেশ রেখা’কে অবমাননা করা হয়েছে। বিবদমান ওই অঞ্চলটিকে চীনা ম্যাপের অন্তর্ভুক্ত করা হয়েছে।

দক্ষিণ চীন সাগরে চীনের একচ্ছত্র অধিকার দাবির বিরোধিতার পাশাপাশি নিজেদের অধিকার দাবি করা দেশগুলোর মধ্যে ভিয়েতনাম অন্যতম। তাই বিতর্কিত ম্যাপ দেখানোকে কেন্দ্র করে মুক্তির আগেই সিনেমাটি নিষিদ্ধ করেছে ভিয়েতনাম কর্তৃপক্ষ।

জানা যায়, কয়েক বছর ধরে বিতর্কিত ‘৯ দেশ রেখা’ অঞ্চলে কয়েকটি কৃত্রিম দ্বীপে সামরিক ঘাঁটি নির্মাণ করছে চীন। এই অঞ্চলটিতে নিয়মিত টহলও দিচ্ছে চীনা নৌবাহিনী। তবে এই অঞ্চলে চীন ও ভিয়েতনামের পাশাপাশি ফিলিপাইন, তাইওয়ান, মালয়েশিয়া ও ব্রুনেই নিজেদের অধিকার দাবি করে আসছে।

 ২০১৬ সালে বিবাদপূর্ণ ওই অঞ্চলটিতে চীনের একচ্ছত্র অধিকার দাবির বিরুদ্ধে রুল জারি করেছিল একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, বিতর্কিত ম্যাপ দেখানোর জেরে সিনেমার ওপর নিষেধাজ্ঞা ভিয়েতনাম এর আগে আরোপ করেছিল। ২০১৯ সালে ‘ড্রিমওয়ার্কস’-এর অ্যানিমেশন ম্যুভি ‘অ্যাবোমিনেবল’ও নিষিদ্ধ করেছিল দেশটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

স্ত্রীর সম্পদ পুনরুদ্ধারে মামলা করা যায়

হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে, প্রয়োজনে আমরাই করব সহিংসভাবে: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত