জাতিসংঘ মানবাধিকারের প্রধান ভলকার তুর্ক বলেছেন, মিয়ানমারে সামরিক শাসনের তিন বছরে অসহনীয় নিষ্ঠুরতা ছড়িয়েছে জান্তা সরকার। এই সামরিক শাসনের কারণে অন্তহীন এক দুঃস্বপ্নের মধ্যে আটকে আছে দেশটির নাগরিকেরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে গতকাল শুক্রবার এসব কথা বলেন ভলকার তুর্ক। তিনি আরও বলেন, সব ধরনের ভিন্নমত দমন করার চেষ্টা করেছে জান্তা। এ জন্য কোনো জবাবদিহি করতে হচ্ছে না সরকারকে। মিয়ানমারে নৃশংসতা রোধে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি মনোযোগ দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
ভলকার তুর্ক বলেন, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি এখন অন্তহীন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে, যা কিনা বিশ্ব রাজনীতি থেকে অনেক দূরে সরে গেছে। সশস্ত্র সংঘাত বেড়েছে এবং তা পুরো দেশে ছড়িয়ে পড়েছে। তিন বছরের সামরিক শাসন মিয়ানমারের জনগণের ওপর অসহনীয় মাত্রার দুর্ভোগ ও নিষ্ঠুরতা ডেকে এনেছে। এর ধারাবাহিকতা এখনো অব্যাহত রেখেছে জান্তা সরকার। জান্তা ক্ষমতার সম্পূর্ণ অপব্যবহার করে বিরোধীদের বিরুদ্ধে দমন-পীড়ন চালাচ্ছে।
মিয়ানমারে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতায় আসে জান্তা। ওই সময় দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী ও স্টেক কাউন্সেলর অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে তুর্ক বলেন, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে মিয়ানমারে সামরিক বাহিনীর হাতে ৬৯৫ নারী, ৪৯০ শিশুসহ মোট ৪ হাজার ৬০৩ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। তবে প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি। শুধু তা-ই নয়, ১১৩ নারীসহ ৪০০ বেসামরিক নাগরিককে পুড়িয়ে ফেলা হয়।
জাতিসংঘ মানবাধিকারের প্রধান ভলকার তুর্ক বলেছেন, মিয়ানমারে সামরিক শাসনের তিন বছরে অসহনীয় নিষ্ঠুরতা ছড়িয়েছে জান্তা সরকার। এই সামরিক শাসনের কারণে অন্তহীন এক দুঃস্বপ্নের মধ্যে আটকে আছে দেশটির নাগরিকেরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে গতকাল শুক্রবার এসব কথা বলেন ভলকার তুর্ক। তিনি আরও বলেন, সব ধরনের ভিন্নমত দমন করার চেষ্টা করেছে জান্তা। এ জন্য কোনো জবাবদিহি করতে হচ্ছে না সরকারকে। মিয়ানমারে নৃশংসতা রোধে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি মনোযোগ দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
ভলকার তুর্ক বলেন, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি এখন অন্তহীন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে, যা কিনা বিশ্ব রাজনীতি থেকে অনেক দূরে সরে গেছে। সশস্ত্র সংঘাত বেড়েছে এবং তা পুরো দেশে ছড়িয়ে পড়েছে। তিন বছরের সামরিক শাসন মিয়ানমারের জনগণের ওপর অসহনীয় মাত্রার দুর্ভোগ ও নিষ্ঠুরতা ডেকে এনেছে। এর ধারাবাহিকতা এখনো অব্যাহত রেখেছে জান্তা সরকার। জান্তা ক্ষমতার সম্পূর্ণ অপব্যবহার করে বিরোধীদের বিরুদ্ধে দমন-পীড়ন চালাচ্ছে।
মিয়ানমারে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতায় আসে জান্তা। ওই সময় দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী ও স্টেক কাউন্সেলর অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে তুর্ক বলেন, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে মিয়ানমারে সামরিক বাহিনীর হাতে ৬৯৫ নারী, ৪৯০ শিশুসহ মোট ৪ হাজার ৬০৩ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। তবে প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি। শুধু তা-ই নয়, ১১৩ নারীসহ ৪০০ বেসামরিক নাগরিককে পুড়িয়ে ফেলা হয়।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ক্রিপ্টোকারেন্সি ব্যবসার শীর্ষ এক কর্তার কন্যা ও নাতিকে অপহরণ চেষ্টার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন পথচারীরা। মঙ্গলবার সকালে প্যারিসের ১১তম জেলার ব্যস্ত এক সড়কে চারজন অস্ত্রধারী এই অপহরণচেষ্টা চালিয়েছিল।
১১ ঘণ্টা আগেকাতার এয়ারওয়েজের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৬০টি বিমান কেনার একটি বড় ধরনের চুক্তি স্বাক্ষর করেছে কাতার। আজ বুধবার এই চুক্তি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বর্তমানে ট্রাম্প উপসাগরীয় আরব দেশগুলোতে...
১২ ঘণ্টা আগেআহমেদ আল-শারা। একসময়ের আল-কায়েদা জঙ্গি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট। বুধবার (স্থানীয় সময়) সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক তাঁর বিস্ময়কর রাজনৈতিক উত্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই বৈঠকেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন...
১৪ ঘণ্টা আগেকেউ মিথ্যা বলছে কি না, তা বুঝতে আমরা অনেক সময় মুখের অভিব্যক্তি, চোখের চাহনি বা কথাবার্তার ভঙ্গি পর্যবেক্ষণ করি। কিন্তু এফবিআই প্রশিক্ষিত যোগাযোগ বিশেষজ্ঞ হুয়ান ম্যানুয়েল গার্সিয়া লোপেজ জানালেন, আসল সংকেতটি লুকিয়ে থাকে মানুষের পায়ে।
১৪ ঘণ্টা আগে