Ajker Patrika

‘মিয়ানমারকে অস্ত্র দিচ্ছে চীন ও রাশিয়া’

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ২০
‘মিয়ানমারকে অস্ত্র দিচ্ছে চীন ও রাশিয়া’

চীন ও রাশিয়া মিয়ানমারের জান্তাকে অস্ত্র দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের একজন মানবাধিকার বিশেষজ্ঞ। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে জান্তা সরকারকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশ চীন ও রাশিয়া। এমনকি সার্বিয়াও অস্ত্র দিচ্ছে মিয়ানমারকে। 

জাতিসংঘের ওই মানবাধিকার বিশেষজ্ঞের নাম টম অ্যান্ড্রুস। তিনি মিয়ানমারের অধিকার পরিস্থিতি নিয়ে কাজ করছেন। সম্প্রতি টম অ্যান্ড্রুস জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে একটি জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মিয়ানমারের সামরিক বাহিনী যে অস্ত্রগুলি ব্যবহার করছে সাধারণ মানুষের ওপর, সেগুলো নিষিদ্ধ করার জন্য নিরাপত্তা পরিষদের অধিবেশনে ভোটাভুটি ও বিতর্ক হওয়া প্রয়োজন। 

আজ মঙ্গলবার একটি দীর্ঘ প্রতীক্ষিত প্রতিবেদন প্রকাশ করেছেন টম অ্যান্ড্রুস। সেই প্রতিবেদনে মিয়ানমারের জান্তা কোথায় থেকে অস্ত্র পাচ্ছেন তা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যারা অস্ত্র দিচ্ছে তাদের মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যভূক্ত দুইটি দেশ রয়েছে যারা ভেটো প্রদানের ক্ষমতা রাখে। 

টম অ্যান্ড্রুস বলেন, গত বছর একটি অভ্যুত্থান শুরু করার পর থেকে সামরিক জান্তা নৃশংস সব অপরাধ করেছে যার দায়মুক্তিও দেওয়া হয়েছে। এসব সত্ত্বেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশ রাশিয়া ও চীন মিয়ানমারের সামরিক জান্তাকে অব্যাহতভাবে অসংখ্য যুদ্ধবিমান, সাঁজোয়া যান পাঠিয়ে যাচ্ছে। এমনকি আরও অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। 

এই একই সময়ের মধ্যে সার্বিয়া মিয়ানমারের সামরিক বাহিনীতে রকেট ও আর্টিলারি রপ্তানির করেছে বলে জানান টম অ্যান্ড্রুস। 

জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমার বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। এর অর্থনীতি পঙ্গু হয়ে গেছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকে সামরিক অভিযানে দেড় হাজারেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত