দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরের দেশ পাপুয়া নিউগিনিতে দুই গোত্রের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
স্থানীয় পুলিশ আজ সোমবার জানিয়েছে, গতকাল রোববার এই সংঘর্ষের ঘটনা ঘটে। মূলত দুই গোত্রের মধ্যে এই সংঘর্ষ ঘটে। পুলিশ আরও জানিয়েছে, পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলের এনগা প্রদেশের হাইল্যান্ডে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।
পাপুয়া নিউগিনির পুলিশ বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা জর্জ কাকাস বলেন, ‘এনগাতে আমি যে গণহত্যা দেখেছি তা এখন পর্যন্ত এই প্রদেশের সবচেয়ে বড় গণহত্যা। সম্ভব পুরো পার্বত্য পাপুয়া নিউগিনিতেই এই হত্যাকাণ্ড একটি বড় ঘটনা।’
পাপুয়া নিউগিনিতে এখনো অন্তত কয়েক শ গোত্র আছে। এসব গোত্রের অধিকাংশই অন্যদের প্রতি সহনশীল নয় এবং এসব গোত্র সাধারণত দুর্গম পার্বত্য এলাকায় বাস করে। পুলিশ আরও জানিয়েছে, তাদের অনুমান—গত বছর এনগায় সংঘর্ষের ঘটনায় ৬০ জনের মৃত্যু হয়েছিল। সম্ভব সেই সংঘর্ষে জড়িত একটি গোষ্ঠী গতকালের সংঘর্ষেও জড়িত ছিল।
এদিকে, এই সংঘর্ষের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, ‘পাপুয়া নিউগিনি থেকে এমন সংবাদ পাওয়াটা খুবই হতাশাজনক। পাপুয়া নিউগিনির নিরাপত্তার জন্য আমরা যথেষ্ট সহায়তা দিচ্ছি, বিশেষ করে পুলিশ অফিসারদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি আমরা।’
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরের দেশ পাপুয়া নিউগিনিতে দুই গোত্রের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
স্থানীয় পুলিশ আজ সোমবার জানিয়েছে, গতকাল রোববার এই সংঘর্ষের ঘটনা ঘটে। মূলত দুই গোত্রের মধ্যে এই সংঘর্ষ ঘটে। পুলিশ আরও জানিয়েছে, পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলের এনগা প্রদেশের হাইল্যান্ডে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।
পাপুয়া নিউগিনির পুলিশ বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা জর্জ কাকাস বলেন, ‘এনগাতে আমি যে গণহত্যা দেখেছি তা এখন পর্যন্ত এই প্রদেশের সবচেয়ে বড় গণহত্যা। সম্ভব পুরো পার্বত্য পাপুয়া নিউগিনিতেই এই হত্যাকাণ্ড একটি বড় ঘটনা।’
পাপুয়া নিউগিনিতে এখনো অন্তত কয়েক শ গোত্র আছে। এসব গোত্রের অধিকাংশই অন্যদের প্রতি সহনশীল নয় এবং এসব গোত্র সাধারণত দুর্গম পার্বত্য এলাকায় বাস করে। পুলিশ আরও জানিয়েছে, তাদের অনুমান—গত বছর এনগায় সংঘর্ষের ঘটনায় ৬০ জনের মৃত্যু হয়েছিল। সম্ভব সেই সংঘর্ষে জড়িত একটি গোষ্ঠী গতকালের সংঘর্ষেও জড়িত ছিল।
এদিকে, এই সংঘর্ষের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, ‘পাপুয়া নিউগিনি থেকে এমন সংবাদ পাওয়াটা খুবই হতাশাজনক। পাপুয়া নিউগিনির নিরাপত্তার জন্য আমরা যথেষ্ট সহায়তা দিচ্ছি, বিশেষ করে পুলিশ অফিসারদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি আমরা।’
মমতা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলা ভাষাভাষী মানুষকে ‘বাংলাদেশি’ বা ‘রোহিঙ্গা’ বলে অপবাদ দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘তারা (কেন্দ্র সরকার) সব বাঙালিকে বাংলাদেশি বলছে। রোহিঙ্গারা তো মিয়ানমার থেকে এসেছে, তারা বাংলা বলবে কী করে? যারা এসব বলছে, তাদের এটা পর্যন্ত জানার ক্ষমতা নেই।’
২২ মিনিট আগেএই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে চলতি সপ্তাহে ইন্দোনেশিয়ার পন্তিয়ানাক ও টাঙ্গেরাং শহর থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে পাচারের আগমুহূর্তে উদ্ধার করা হয়েছে ছয়টি শিশুকে—যাদের বয়স এক বছরের কাছাকাছি।
৩৭ মিনিট আগেচীনের বিনোদন জগৎ থেকে শুরু করে চিকিৎসা ক্ষেত্র পর্যন্ত বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে বিশেষাধিকার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এ নিয়ে জনরোষ ক্রমেই বাড়ছে। সম্প্রতি একাধিক ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় উঠেছে এবং কর্তৃপক্ষ জনমতের চাপের মুখে তদন্ত শুরু করতে বাধ্য হয়েছে।
২ ঘণ্টা আগেএক প্রতিবেদনে দ্য ওয়াশিংটন পোস্ট বলেছে, গতকাল রেকর্ডিং চলাকালে কোলবার্ট দর্শকদের জানান, অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার খবর তিনি আগের রাতেই জানতে পেরেছেন। এটা শুনে দর্শকদের মধ্যে থেকে অসন্তোষ প্রকাশ পায়। তখন তিনি তাদের বলেন, ‘আপনাদের অনুভূতির সঙ্গে আমিও একমত।’
২ ঘণ্টা আগে