Ajker Patrika

ছেলে সম্বোধন করে হামলাকারীকে ক্ষমা করে দিলেন সিডনির বিশপ

ছেলে সম্বোধন করে হামলাকারীকে ক্ষমা করে দিলেন সিডনির বিশপ

অস্ট্রেলিয়ায় চার্চে ধর্মীয় বক্তৃতা দেওয়ার সময় হামলার শিকার বিশপ হামলাকারীকে ক্ষমা করে দিয়েছেন। আজ বৃহস্পতিবার সুস্থ হয়ে উঠছেন জানিয়ে হামলাকারীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘তুমি আমার ছেলের মতো।’

গতকাল সোমবার সিডনির ওয়াকেলি শহরতলির ‘খ্রিস্ট দ্য গুড শেফার্ড’ চার্চে প্রার্থনার পর ধর্মীয় বক্তৃতা দিচ্ছিলেন বিশপ মার মারি ইমানুয়েল। ধর্মীয় এ অনুষ্ঠান টিভিতে সরাসরি সম্প্রচারও করা হচ্ছিল। প্রার্থনার মধ্যেই ১৬ বছর বয়সী এক কিশোর স্বাভাবিকভাবে তাঁর দিকে এগিয়ে আসে এবং কাছে এসেই ছুরি বের করে তাঁর মাথায় ও বুকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। এ সময় অন্যরা এগিয়ে আসলে তারাও আহত হয়।

বিশপকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ‘আমি ভালো আছি আর শিগগিরই সুস্থ হয়ে উঠছি।’

এ ঘটনায় পশ্চিম সিডনির আসিরিয়ান খ্রিষ্টান গির্জার অনুসারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই এলাকাটি সিডনির ছোট খ্রিষ্টান আসিরিয়ান সম্প্রদায়ের একটি কেন্দ্রস্থল। এদের মধ্যে অনেকেই ইরাক ও সিরিয়ায় নিপীড়ন ও যুদ্ধ থেকে পালিয়ে এসেছে।

করোনা ভ্যাকসিন, লকডাউন এবং ইসলাম নিয়ে সমালোচনা করে বিতর্কের মুখে পড়া ইমানুয়েলের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় দুই লাখ ফলোয়ার রয়েছে। আজ বৃহস্পতিবার প্রকাশিত এক ইউটিউব ভিডিওতে বিশপ বলেন, ‘দুশ্চিন্তা করার বা উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। যে ব্যক্তি এ কাজ করেছে আমি তাকে ক্ষমা করে দিচ্ছি এবং তাকে বলছি: তুমি আমার ছেলের মতো। আমি তোমাকে ভালোবাসি এবং আমি সবসময় তোমার জন্য প্রার্থনা করবো। তোমাকে যারাই এ কাজ করার জন্য পাঠিয়েছে আমি তাদেরও ক্ষমা করছি।’

হামলার পর সন্দেহভাজন কিশোরকে সিডনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরও কয়েকদিন তার চিকিৎসা চলবে বলে জানিয়েছে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা।

ছুরিকাঘাতের ঘটনা নিয়ে চার্চের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় শান্ত থাকার আহ্বান জানান বিশপ। হামলার রাতে সম্প্রদায়ের সদস্যরাসহ শত শত মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। বিক্ষুব্ধ জনতা পাথর ছোড়াছুড়ি করলে এতে প্রায় ৫০ জন পুলিশ কর্মকর্তা আহত হয়। কয়েকটি পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।

বিশপ বলেন, ‘আমি চাই আপনারা সবসময় শান্ত থাকুন। আমাদের সবসময় আইনের প্রতি বাধ্য নাগরিক হতে হবে। জাতীয় পর্যায়ে হোক বা ফেডারেল পর্যায়ে আমাদের পুলিশের নির্দেশ মেনে চলা দরকার। আমাদের মনে রাখতে হবে আমরা অজি হতে পেরে ধন্য। সর্বোপরি আমরা খ্রিষ্টান এবং আমাদের এর মতো আচরণ করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত