বিভিন্ন দেশের সুউচ্চ ভবন এবং বিভিন্ন স্থাপনার চূড়ায় আরোহণ এবং কলাকৌশল দেখিয়ে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছিলেন রেমি লুসিডি। কিন্তু ফরাসি এই ডেয়ার ডেভিলকে চিরতরে থেমে যেতে হলো হংকংয়ে।
সোমবার খালিজ টাইমেসর এক প্রতিবেদনে বলা হয়েছে, হংকংয়ের ৭২১ ফুট উঁচু ট্রেগুন্টার টাওয়ার কমপ্লেক্সের ৬৮ তলা থেকে পড়ে মারা গেছেন রেমি। গত বৃহস্পতিবার (২৭ জুলাই) এই দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই মারা যান রেমি।
খবরে বলা হয়েছে, দুবাইয়ের নামকরা ভবনগুলো সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের উঁচু উঁচু স্থাপনাগুলোতে আরোহণ করে নিজের কার্যকলাপের ভিডিও ধারণ করতেন রেমি। তাঁর ইনস্টাগ্রাম পেজে এ ধরনের রুদ্ধশ্বাস কিছু ভিডিও দেখা যায়।
হংকংয়ের একটি সূত্র জানিয়েছে, গত ২৭ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রেমি লুসিডিকে দেখা যায়, ট্রেগুন্টার টাওয়ার কমপ্লেক্সের ৬৮ তলায় অবস্থিত একটি প্যান্থ-হাউসের (ছাদ-বাড়ি) জানালায় টোকা দিচ্ছেন। পরে ফ্ল্যাটের বাসিন্দারা পুলিশকে খবর দেন এবং জানান, ডেয়ার ডেভিল সম্ভবত কোনো ফাঁদে আটকে গেছেন।
ওই সূত্রটি আরও জানায়, ভবনটির ৬৮ তলা থেকে পড়ে মারা যাওয়ার আগে রেমি সম্ভবত ওই ফ্ল্যাটের বাসিন্দাদের সহযোগিতা চাইছিলেন।
হংকংয়ের কর্মকর্তারা জানান, ঘটনার দিন সন্ধ্যা ৬টার দিকে ওই ভবনটিতে পৌঁছান রেমি লুসিডি। নিরাপত্তারক্ষীদের তিনি জানান, ভবনের ৪০ তলায় অবস্থান করা এক বন্ধুর সঙ্গে দেখা করবেন তিনি। এ অবস্থায় বন্ধু হিসেবে যার নাম বলেছিলেন রেমি—সেই ব্যক্তির সঙ্গে নিরাপত্তারক্ষীরা টেলিফোনে যোগাযোগ করে সত্যতা জানতে চান। তবে সেই ব্যক্তি দাবি করেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না এবং রেমিকেও চিনেন না। কিন্তু ততক্ষণে নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে ভবনের এলিভেটরে চেপে বসেন রেমি।
মৃত্যুর আগে সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্টটি গত ২৪ জুলাই দিয়েছিলেন রেমি। অন্য আরেকটি ভবনের চূড়া থেকে আপলোড করা সেই ছবিটির ক্যাপশনে রেমি লিখেছিলেন—হংকং।
নিরাপত্তা সংক্রান্ত সিসি ফুটেজে দেখা গেছে, মৃত্যুর দিন ট্রেগুন্টার টাওয়ারের ৪৮ তলা পর্যন্ত এলিভেটরে করেই উঠেছিলেন রেমি। পরে ছাদে ওঠার জন্য তিনি সিঁড়ি বেয়ে ছুটতে থাকেন। নিরাপত্তারক্ষীরা জানান, তাঁরা রেমিকে থামাতে চাইলেও পরে তাঁকে হারিয়ে ফেলেন।
বিভিন্ন দেশের সুউচ্চ ভবন এবং বিভিন্ন স্থাপনার চূড়ায় আরোহণ এবং কলাকৌশল দেখিয়ে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছিলেন রেমি লুসিডি। কিন্তু ফরাসি এই ডেয়ার ডেভিলকে চিরতরে থেমে যেতে হলো হংকংয়ে।
সোমবার খালিজ টাইমেসর এক প্রতিবেদনে বলা হয়েছে, হংকংয়ের ৭২১ ফুট উঁচু ট্রেগুন্টার টাওয়ার কমপ্লেক্সের ৬৮ তলা থেকে পড়ে মারা গেছেন রেমি। গত বৃহস্পতিবার (২৭ জুলাই) এই দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই মারা যান রেমি।
খবরে বলা হয়েছে, দুবাইয়ের নামকরা ভবনগুলো সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের উঁচু উঁচু স্থাপনাগুলোতে আরোহণ করে নিজের কার্যকলাপের ভিডিও ধারণ করতেন রেমি। তাঁর ইনস্টাগ্রাম পেজে এ ধরনের রুদ্ধশ্বাস কিছু ভিডিও দেখা যায়।
হংকংয়ের একটি সূত্র জানিয়েছে, গত ২৭ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রেমি লুসিডিকে দেখা যায়, ট্রেগুন্টার টাওয়ার কমপ্লেক্সের ৬৮ তলায় অবস্থিত একটি প্যান্থ-হাউসের (ছাদ-বাড়ি) জানালায় টোকা দিচ্ছেন। পরে ফ্ল্যাটের বাসিন্দারা পুলিশকে খবর দেন এবং জানান, ডেয়ার ডেভিল সম্ভবত কোনো ফাঁদে আটকে গেছেন।
ওই সূত্রটি আরও জানায়, ভবনটির ৬৮ তলা থেকে পড়ে মারা যাওয়ার আগে রেমি সম্ভবত ওই ফ্ল্যাটের বাসিন্দাদের সহযোগিতা চাইছিলেন।
হংকংয়ের কর্মকর্তারা জানান, ঘটনার দিন সন্ধ্যা ৬টার দিকে ওই ভবনটিতে পৌঁছান রেমি লুসিডি। নিরাপত্তারক্ষীদের তিনি জানান, ভবনের ৪০ তলায় অবস্থান করা এক বন্ধুর সঙ্গে দেখা করবেন তিনি। এ অবস্থায় বন্ধু হিসেবে যার নাম বলেছিলেন রেমি—সেই ব্যক্তির সঙ্গে নিরাপত্তারক্ষীরা টেলিফোনে যোগাযোগ করে সত্যতা জানতে চান। তবে সেই ব্যক্তি দাবি করেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না এবং রেমিকেও চিনেন না। কিন্তু ততক্ষণে নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে ভবনের এলিভেটরে চেপে বসেন রেমি।
মৃত্যুর আগে সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্টটি গত ২৪ জুলাই দিয়েছিলেন রেমি। অন্য আরেকটি ভবনের চূড়া থেকে আপলোড করা সেই ছবিটির ক্যাপশনে রেমি লিখেছিলেন—হংকং।
নিরাপত্তা সংক্রান্ত সিসি ফুটেজে দেখা গেছে, মৃত্যুর দিন ট্রেগুন্টার টাওয়ারের ৪৮ তলা পর্যন্ত এলিভেটরে করেই উঠেছিলেন রেমি। পরে ছাদে ওঠার জন্য তিনি সিঁড়ি বেয়ে ছুটতে থাকেন। নিরাপত্তারক্ষীরা জানান, তাঁরা রেমিকে থামাতে চাইলেও পরে তাঁকে হারিয়ে ফেলেন।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৬ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১০ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৩ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১৪ ঘণ্টা আগে