Ajker Patrika

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১০: ২০
ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের রাজধানী ম্যানিলার দক্ষিণে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সোমবার গভীর রাতে ভূমিকম্প অনুভূত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আল জাজিরা জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ১টা ১২ মিনিটে ফিলিপাইনের বাতাঙ্গাস প্রদেশের লুজন দ্বীপে শক্তিশালী এই ভূমিকম্প অনুভূত হয়। এ সময় দেশটির রাজধানী ম্যানিলার বাড়িঘর ভূমিকম্পে কেঁপে ওঠে। রাতের বেলায় ভূমিকম্পের কারণে মানুষ ঘুম থেকে আতঙ্কিত হয়ে জেগে ওঠেন। অনেকেই আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। 

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূখণ্ডের অন্তত ৭৪ কিলোমিটার (৪৬ মাইল) নিচে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দেশটির অক্সিডেন্টাল মিনদোরো প্রদেশে। 

ফিলিপাইনের ক্যাভিতে প্রদেশের তাগাইতাই শহরের বিপর্যয় মোকাবিলা কর্মকর্তা জোস ক্লাইড ইয়াইয়ং বলছেন, 'ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।’ 

অক্সিডেন্টাল মিনদোরো দ্বীপের বিপর্যয় মোকাবিলা কর্মকর্তা লিওনার্দো ত্রিস্তান বার্তা সংস্থা এএফপিকে বলেন, 'আমার স্ত্রী ভূমিকম্প হয়েছে বলে ভয়ে আতঙ্কিত হয়ে চিৎকার করছিল।' 

প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ এলাকায় অবস্থান হওয়ায় প্রায়ই ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপাইন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত