Ajker Patrika

মিয়ানমার ছেড়ে পালানোর চেষ্টা, শিশুসহ ১১২ রোহিঙ্গার কারাদণ্ড 

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৪: ৪৪
মিয়ানমার ছেড়ে পালানোর চেষ্টা, শিশুসহ ১১২ রোহিঙ্গার কারাদণ্ড 

মিয়ানমার ছেড়ে পালানোর চেষ্টার অভিযোগে ১১২ জন রোহিঙ্গাকে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে ১২টি শিশুও রয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইটের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানায় রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, গেল ডিসেম্বরে ইঞ্জিনচালিত একটি নৌকা থেকে শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছে কোনো ধরনের বৈধ কাগজপত্র ছিল না।

আটকের পর গত ৬ জানুয়ারি দক্ষিণ মিয়ানমারের আয়ারবতি অঞ্চলের বোগালের একটি আদালত কারাদণ্ড দেয় এসব রোহিঙ্গাকে। দণ্ডপ্রাপ্ত শিশুদের মধ্যে পাঁচজনের বয়স ১৩ বছরের কম হওয়ায় তাদের দুই বছরের সাজা দেওয়া হয়েছে। বাকি শিশুদের দেওয়া হয়েছে তিন বছর করে কারাদণ্ড। তাদের ‘কিশোর প্রশিক্ষণকেন্দ্রে’ নিয়ে যাওয়া হয়েছে। আর প্রাপ্তবয়স্কদের প্রত্যেককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

নাগরিকত্বসহ যাবতীয় মৌলিক অধিকার থেকে বঞ্চিত মিয়ানমারের মুসলিম রোহিঙ্গারা বিশ্বের সবচেয়ে নিপীড়িত জনগোষ্ঠীগুলোর একটি। তা ছাড়া বিভিন্ন সময়ে তাদের ওপর চরম নির্যাতন-নিপীড়ন চালানো হয়। প্রতিবছর হাজার হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশ, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নেয়।

 ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়ন থেকে বাঁচতে কয়েক লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসে। কিন্তু যেসব রোহিঙ্গা মিয়ানমারে রয়ে গেছে, তাদের আটকে রাখা হয়েছে বিভিন্ন ক্যাম্পে। সেসব ক্যাম্পে তাদের গতিবিধির ওপর কঠোর নজরদারি চালানো হয়। ফলে অসহায় জীবন থেকে বাঁচতে মিয়ানমারে বসবাসরত রোহিঙ্গারা সমুদ্রপথে অন্য দেশে প্রবেশের চেষ্টা করে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার তথ্য মতে, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে সমুদ্রপথ পাড়ি দিয়ে বিভিন্ন দেশে রোহিঙ্গাদের যাওয়ার সংখ্যা বেড়েছে ছয় গুণ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত