Ajker Patrika

এক বছর পর চীনে করোনায় ২ জনের মৃত্যু

এক বছর পর চীনে করোনায় ২ জনের মৃত্যু

চীনে এক বছরেরও বেশি সময় পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দেশটির ন্যাশনাল হেলথ কমিশন এ তথ্য জানিয়েছে।

কমিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিলিনে করোনায় দুজনের মৃত্যু হয়েছে। সংক্রমণ বাড়ায় প্রদেশের কয়েকটি শহরে কঠোর লকডাউন চলছে। 

এর আগে ২০২১ সালের জানুয়ারিতে চীনের মূল ভূখণ্ডে সর্বশেষ করোনায় মৃত্যু রেকর্ড করা হয়েছিল। এখন পর্যন্ত চীনে করোনায় ৪ হাজার ৬৩৮ জনের মৃত্যু হয়েছে। 

চীনে ওমিক্রনের সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। আজ শনিবার চীনে নতুন করে ৪ হাজার ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন অর্থাৎ গতকাল শুক্রবার এই সংখ্যা ছিল ৪ হাজার ৩৬৫ জন। চীনে নতুন করে শনাক্ত হওয়াদের অর্ধেকই জিলিন প্রদেশের। 

জিলিনের কর্মকর্তারা জানিয়েছেন, মারা যাওয়া দুজনের বয়স ৬৫ ও ৮৭ বছর। তাদের আগে থেকেই স্বাস্থ্যগত সমস্যা ছিল। 

জিলিনের কর্মকর্তারা জানিয়েছেন, মৃতদের বয়স ৬৫ এবং ৮৭। উভয়েরই বিভিন্ন রকম শারীরিক সমস্যা ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত