Ajker Patrika

মধ্যরাতের ভূমিকম্পে নেপালে ধ্বংসযজ্ঞ

মধ্যরাতের ভূমিকম্পে নেপালে ধ্বংসযজ্ঞ

নেপালে গতকাল শুক্রবার রাতে আঘাত হেনেছে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ভূমিকম্পে নিহতের সংখ্যা এ পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ১৪০ জনে। আহত হয়েছেন আরও অন্তত ১৫৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল পশ্চিম নেপালের জাজারকোট এলাকা। তবে পার্শ্ববর্তী পশ্চিম রুকুম এলাকাও এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে নেপাল ছাড়াও কেঁপে উঠেছিল দিল্লি, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, বিহারসহ ভারতের বহু জায়গা। ছবিতে দেখা যাক এই ভূমিকম্পের ক্ষয়ক্ষতির চিত্র।

ছবি: এএফপি।নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ভূমিকম্পে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, ‘মাননীয় প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচণ্ড শুক্রবার রাত ১১টা ৪৭ মিনিটে জাজারকোটের রামিডান্ডায় আঘাত হানা ভূমিকম্পে সৃষ্ট মানবিক ও বৈষয়িক ক্ষয়ক্ষতিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং অবিলম্বে উদ্ধার ও ত্রাণ নিশ্চিতের জন্য ৩টি নিরাপত্তা সংস্থাকে নির্দেশ দিয়েছেন।’

ছবি: এএফপি।নেপালের আর্মড পুলিশ ফোর্সের কেন্দ্রীয় কার্যালয়ের ডেপুটি সুপারিনটেনডেন্ট শৈলেন্দ্র থাপা জানিয়েছেন, এই ভূমিকম্পে নিহতদের মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত জাজারকোটে নিহত হয়েছে ৯২ জন। এই এলাকায় আহত হয়েছে অন্তত ৭০ জন। পাশাপাশি পশ্চিম রুকুম জেলায় নিহত হয়েছে ৩৬ জন এবং এই এলাকায় আহত হয়েছেন আরও ৮৫ জন।

ছবি: এএফপি।বিগত এক মাসের মধ্যে তৃতীয়বারের মতো এত শক্তিশালী ভূমিকম্প দেখা গেল নেপালে। হিমালয়ের পাদদেশের দেশ নেপাল বিশ্বের অন্যতম সক্রিয় টেকটোনিক অঞ্চলে অবস্থিত। ফলে এটি ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা।

ছবি: এএফপি।গত ৩ অক্টোবর নেপালে এক ঘণ্টার মধ্যে চারটি ভূমিকম্প আঘাত হানার পর দিল্লিতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়। ৪ দশমিক ৬ এবং ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প ২৫ মিনিটের ব্যবধানে আঘাত হানে; পর ১৫ মিনিট পরে ৩ দশমিক ৮ মাত্রা এবং ১৩ মিনিট পর ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

এর আগে, ২০১৫ সালের এপ্রিলে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ৮ হাজার জনেরও বেশি মানুষ প্রাণ হারায়, আহত হয় ২১ হাজারের বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত