Ajker Patrika

জাপানে ‘নানমাদলের’ তাণ্ডব, সরে যেতে বলা হয়েছে ৯০ লাখ মানুষকে

জাপানে ‘নানমাদলের’ তাণ্ডব, সরে যেতে বলা হয়েছে ৯০ লাখ মানুষকে

জাপানের কিউশুতে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় নানমাদল। এই ঝড়ে এখনো পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৯০ জন। এ ছাড়া ওই এলাকার ৯০ লাখ মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে যেতে বলা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ বলছে, জাপানের ইতিহাসে এই ঘূর্ণিঝড়টি অন্যতম ভয়াবহ।

স্থানীয় সময় গতকাল রোববার সকালে জাপানের সর্বদক্ষিণের দ্বীপ কিউশুতে আঘাত হানে নানমাদল। ওই এলাকার কয়েক লাখ লোক এরই মধ্যে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ওই এলাকার অন্তত সাড়ে ৩ লাখ বাড়ির। 

জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় নানমাদলের কারণে প্রচণ্ড ঝড় এবং প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কোনো কোনো জায়গায় ২০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। নিরাপত্তা বিবেচনায় রাজধানী টোকিও এবং কিউশুর একটা বড় অংশে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। শত শত ফ্লাইট এবং অন্যান্য পরিবহন বাতিল করা হয়েছে। বুলেটসহ আঞ্চলিক ট্রেন চলাচল বন্ধ এবং অন্তত পাঁচ শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। 

ঘূর্ণিঝড় নানমাদলকে ‘নজিরবিহীন’ বলে আখ্যায়িত করেছে জাপানের আবহাওয়া বিভাগ। দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপের কাগোশিমা অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করেছে। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস হিসাবে কয়েক দশকের মধ্যে এ ধরনের সতর্কতা দেওয়া হয়নি। 

জাপানের স্থানীয় সময় রোববার দক্ষিণ দেশটির উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় নানমাদল। এটি বর্তমানে দেশটির অন্যতম বৃহত্তম দ্বীপ কিউশুতে তাণ্ডব চালাচ্ছে। ঘূর্ণিঝড় নানমাদল মঙ্গলবার রাজধানী টোকিওতে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত