চীনা নববর্ষের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী জোট থ্রি ব্রাদার্স অ্যালায়েন্স। জোটটি জানিয়েছে, ২০২৪ সাল হলো ড্রাগনের আগমন ও জান্তা বাহিনীর বিতাড়নের বছর। চীনা নববর্ষের ঠিক আগে এই বিদ্রোহী জোট এই বার্তা প্রকাশ করেছে বলে জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতী।
উত্তর মিয়ানমারের তিন বিদ্রোহী গোষ্ঠী—মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ), তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) ও আরাকান আর্মির (এএ) সমন্বয়ে গঠিত হয়েছে বিদ্রোহী জোট থ্রি ব্রাদার্স অ্যালায়েন্স। ধারণা করা হয়, এই তিন বাহিনীর সঙ্গে চীনের ভালো সম্পর্ক আছে। মাসখানেক আগেই চীনের মধ্যস্থতায় এই জোটের সঙ্গে জান্তা বাহিনীর এক ক্ষণস্থায়ী যুদ্ধবিরতিও হয়েছিল।
গত শুক্রবার জোটটি এক বিবৃতিতে বলেছে, ‘এই বছর হলো ড্রাগনের বছর। চীনা জনগণ বিশ্বাস করে, তাদের রাশিচক্রে এটি খুবই শুভ একটি চিহ্ন। আমরা আশা করি, চীনা জনগণের মতো এই ড্রাগন বছর মিয়ানমারের জনগণের জন্যও আশার আলো হয়ে ধরা দেবে।’
বিবৃতিতে মিয়ানমারে ক্ষমতাসীন জান্তাবাহিনীর পতন কামনা করে বলা হয়, ‘বিশেষ করে আমরা বিশ্বাস করি, জান্তা বাহিনীর পরিপূর্ণ উৎখাত, যা পুরো মিয়ানমারের জনগণের প্রাণের চাওয়া এ বছর বাস্তবায়িত হবে।’
এর আগে, গত বছরের অক্টোবরে এই তিন বাহিনীর জোট মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য শানে যৌথভাবে অপারেশন ১০২৭ শুরু করে জান্তা বাহিনীর হাত থেকে বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিজেদের করে নেওয়ার লক্ষ্যে। এরই মধ্যে তিনটি বাহিনীই যথেষ্ট সফলতার মুখ দেখেছে। জান্তা বাহিনীকে হটানোর পাশাপাশি চীন-মিয়ানমার সীমান্তে সাইবার অপরাধ নিয়ন্ত্রণেরও ব্রত নিয়েছে এই জোট।
মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) এরই মধ্যে শান রাজ্যের কোকাং সীমান্ত এলাকার বড় একটি অংশের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মিও (টিএনএলএ) রাজ্যের আরও সাতটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। এ ছাড়া জোটের আরেক সদস্য আরাকান আর্মিও রাখাইনের একটি বড় অংশের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে।
চীনা নববর্ষের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী জোট থ্রি ব্রাদার্স অ্যালায়েন্স। জোটটি জানিয়েছে, ২০২৪ সাল হলো ড্রাগনের আগমন ও জান্তা বাহিনীর বিতাড়নের বছর। চীনা নববর্ষের ঠিক আগে এই বিদ্রোহী জোট এই বার্তা প্রকাশ করেছে বলে জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতী।
উত্তর মিয়ানমারের তিন বিদ্রোহী গোষ্ঠী—মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ), তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) ও আরাকান আর্মির (এএ) সমন্বয়ে গঠিত হয়েছে বিদ্রোহী জোট থ্রি ব্রাদার্স অ্যালায়েন্স। ধারণা করা হয়, এই তিন বাহিনীর সঙ্গে চীনের ভালো সম্পর্ক আছে। মাসখানেক আগেই চীনের মধ্যস্থতায় এই জোটের সঙ্গে জান্তা বাহিনীর এক ক্ষণস্থায়ী যুদ্ধবিরতিও হয়েছিল।
গত শুক্রবার জোটটি এক বিবৃতিতে বলেছে, ‘এই বছর হলো ড্রাগনের বছর। চীনা জনগণ বিশ্বাস করে, তাদের রাশিচক্রে এটি খুবই শুভ একটি চিহ্ন। আমরা আশা করি, চীনা জনগণের মতো এই ড্রাগন বছর মিয়ানমারের জনগণের জন্যও আশার আলো হয়ে ধরা দেবে।’
বিবৃতিতে মিয়ানমারে ক্ষমতাসীন জান্তাবাহিনীর পতন কামনা করে বলা হয়, ‘বিশেষ করে আমরা বিশ্বাস করি, জান্তা বাহিনীর পরিপূর্ণ উৎখাত, যা পুরো মিয়ানমারের জনগণের প্রাণের চাওয়া এ বছর বাস্তবায়িত হবে।’
এর আগে, গত বছরের অক্টোবরে এই তিন বাহিনীর জোট মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য শানে যৌথভাবে অপারেশন ১০২৭ শুরু করে জান্তা বাহিনীর হাত থেকে বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিজেদের করে নেওয়ার লক্ষ্যে। এরই মধ্যে তিনটি বাহিনীই যথেষ্ট সফলতার মুখ দেখেছে। জান্তা বাহিনীকে হটানোর পাশাপাশি চীন-মিয়ানমার সীমান্তে সাইবার অপরাধ নিয়ন্ত্রণেরও ব্রত নিয়েছে এই জোট।
মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) এরই মধ্যে শান রাজ্যের কোকাং সীমান্ত এলাকার বড় একটি অংশের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মিও (টিএনএলএ) রাজ্যের আরও সাতটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। এ ছাড়া জোটের আরেক সদস্য আরাকান আর্মিও রাখাইনের একটি বড় অংশের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে।
নৌকাটির বেশির ভাগ যাত্রীই রাজধানী হ্যানয় থেকে আসা ভিয়েতনামী পরিবারের বলে জানা গেছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভারী বৃষ্টিপাত উদ্ধার অভিযানকে বাধাগ্রস্ত করছে। তবে, এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
৯ ঘণ্টা আগে‘প্যালেস্টাইন অ্যাকশন’ সংগঠনটির সদস্যপদ বা সমর্থন এখন একটি ফৌজদারি অপরাধ। সন্ত্রাসবাদ আইন, ২০০০-এর অধীনে এ জন্য ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
১০ ঘণ্টা আগেভারত ও বাংলাদেশের আপত্তি উপেক্ষা করে আঞ্চলিক অভিন্ন নদ ব্রহ্মপুত্রের উজানে বিশ্বের সর্ববৃহৎ বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে চীন। আজ শনিবার তিব্বতের ভেতর দিয়ে প্রবাহিত এই নদে বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ব্যস্ত একটি নাইট ক্লাবের বাইরে অপেক্ষারত মানুষের ভিড়ের ওপর গাড়ি উঠে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শহরের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, শনিবার (১৯ জুলাই) স্থানীয় সময় রাত দুইটার দিকে সান্তা মনিকা শহরের প্রশস্ত সড়কের পাশে
১১ ঘণ্টা আগে