Ajker Patrika

আফগানিস্তানে বিমান হামলায় দুই শতাধিক তালেবান নিহত

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ১২: ১৩
আফগানিস্তানে বিমান হামলায় দুই শতাধিক তালেবান নিহত

আফগানিস্তানের শেবেরগান শহরে বিমান হামলায় বিদ্রোহী গোষ্ঠী তালেবানের দুই শতাধিক সদস্য নিহত হয়েছেন। ওই শহরে তালেবানদের কয়েকটি সমাবেশ ও গোপন ঘাঁটিতে গতকাল শনিবার সন্ধ্যায় এই হামলা চালানো হয় বলে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। 

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফাওয়াদ আমান এক টুইট বার্তায় বলেন, শেবেরগান শহরে কয়েকটি সমাবেশ ও গোপন ঘাঁটিতে আজ সন্ধ্যায় বিমান হামলায় দুই শতাধিক তালেবান সদস্য নিহত হয়েছেন। এই হামলায় তাঁদের বিপুল অস্ত্র ও শতাধিক গাড়ি ধ্বংস করা হয়েছে। 

তালেবানের সমাবেশে বি-৫২ বোমারু বিমান দিয়ে স্থানীয় সময় ৬টা ৩০ মিনিটে জাওজান প্রদেশের রাজধানী শেবেরগান শহরে তালেবানদের সমাবেশে হামলা চালানো হয়। 

এ নিয়ে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা টুইট বার্তায় বলেন, মার্কিন বিমান হামলায় সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

এর আগে পাকিস্তানের একজন সন্ত্রাসীকেও গতকাল শনিবার গ্রেপ্তার করেছে আফগান সেনাবাহিনী। ওই পাকিস্তানি নাগরিক বেসামরিক নাগরিক হত্যার সঙ্গে জড়িতে বলে আফগান সেনাদের পক্ষ থেকে বলা হয়েছে। আফগান সংবাদমাধ্যম টিওএলও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জাওজান প্রদেশের রাজধানী এক সপ্তাহ সংঘর্ষের পর তালেবানদের দখলে আসে। 
 
আফগান সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, গত দুই দিনে আফগানিস্তানের দুটি প্রদেশের রাজধানী দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠী তালেবান। এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ শহর ছিল শেবেরগান। 

স্থানীয় সংসদ সদস্য শেবেরগানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ার জন্য আফগান সরকারকে দুষছেন। এর আগে গত শুক্রবার বিকেলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী যারানজ দখল করে নেয় তালেবান। 

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই আফগান সরকার ও সশস্ত্র গোষ্ঠী তালেবান মুখোমুখি অবস্থানে রয়েছে। ইতিমধ্যে আফগানিস্তানের অধিকাংশ গ্রামীণ এলাকা দখলে নিয়েছে তালেবান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত