Ajker Patrika

যুক্তরাষ্ট্রের অনুরোধে ২০০০ আফগানকে আশ্রয় দেবে উগান্ডা

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের অনুরোধে ২০০০ আফগানকে আশ্রয় দেবে উগান্ডা

তালেবান যোদ্ধারা আফগানিস্তানের নিয়ন্ত্রণ দখলের পর সেখানে অবস্থানরত মার্কিন নাগরিক ও আফগান সহযোগীদের নিয়ে বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। একাধিক দেশকে সাময়িক সময়ের জন্য কিছু লোককে আশ্রয় দেওয়ার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। বাংলাদেশ এরই মধ্যে এ সংক্রান্ত মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করেছে। 

তবে আজ মঙ্গলবার উগান্ডা জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের অনুরোধে ২ হাজার আফগানকে সাময়িক আশ্রয় দিতে রাজি হয়েছেন। 

পূর্ব আফ্রিকার দেশটির অবশ্য বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকা থেকে পালিয়ে আসা মানুষদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বেশ সুনাম রয়েছে। এরই মধ্যে দেশটি প্রায় ১৪ লাখ শরণার্থী নিয়েছে। এর মধ্যে বেশিরভাগই দক্ষিণ সুদানের।

উগান্ডার ত্রাণ, দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতি এবং শরণার্থী মন্ত্রী এসথার আনিয়াকুন দাভিনিয়া বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার গতকাল সোমবার আমাদের প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনিকে এ সংক্রান্ত একটি অনুরোধ করেছে। তিনি তাতে রাজি হয়েছেন। আমরা উগান্ডায় ২ হাজার আফগানকে নেব। 

তিনি বলেন, তাঁরা (আফগানরা) এখানে সাময়িক সময়ের জন্য থাকবেন। যুক্তরাষ্ট্র সরকার তাঁদের অভিবাসনের ব্যবস্থা করার আগে পর্যন্ত তিন মাস আমরা তাঁদের আশ্রয় দেব। 

তবে এই আফগানরা কবে থেকে উগান্ডায় আসতে শুরু করবেন সে ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেননি দেশটির কর্মকর্তারা।

এদিকে আলবানিয়া এবং কসভোও যুক্তরাষ্ট্রের অনুরোধে আফগানদের অস্থায়ী আশ্রয় দিতে রাজি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

কত টাকা বেতন পান নাসার মহাকাশচারীরা

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত