Ajker Patrika

মুভ ফরোয়ার্ডকে বাদ দিয়ে সরকার গঠনের পরিকল্পনা শরিক দলগুলোর

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৫: ৫৫
মুভ ফরোয়ার্ডকে বাদ দিয়ে সরকার গঠনের পরিকল্পনা শরিক দলগুলোর

থাইল্যান্ডের রাজনীতি ভিন্ন মোড় নিয়েছে। এবার নির্বাচনের পর সংগঠিত বিরোধী দলগুলোর জোট অন্যতম অংশীদার মুভ ফরোয়ার্ড পার্টিকে বাদ দিয়েই পরবর্তী সরকার গঠনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুসারে, নির্বাচনে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল ফেউ থাই পার্টি তাদের প্রার্থী শ্রেট্ঠা থাভিসিনকে নতুন প্রধানমন্ত্রীর পদে মনোনীত করবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার বিরোধী দলগুলোর জোট নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে গত মে মাসের ১৪ তারিখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মুভ ফরোয়ার্ড পার্টি সবচেয়ে বেশি আসন পায়। দ্বিতীয় স্থান অধিকার করে ফেউ থাই পার্টি। কিন্তু কোনো দলই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করায় বিরোধী দলগুলো জোট গঠন করে। পরে জোটের প্রধান শরিক মুভ ফরোয়ার্ড পার্টির নেতা পিটা লিমজারোয়েনরাত দুবার প্রধানমন্ত্রী হওয়ার জন্য চেষ্টা চালান, কিন্তু সফল হতে পারেননি। অবশেষে প্রায় আড়াই মাসের অচলাবস্থা কাটিয়ে বিরোধী জোট এবার পিটার দলকে বাদ দিয়েই সরকার গঠনের চেষ্টা চালানোর ঘোষণা দিয়েছে।

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা গঠিত ফেউ থাই পার্টি জানিয়েছে, তারা রিয়েল এস্টেট টাইকুন শ্রেট্ঠা থাভিসিনকে থাইল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রীর পদে নির্বাচিত হওয়ার জন্য মনোনয়ন দেবে। আগামী শুক্রবার এই ভোট অনুষ্ঠিত হবে। দলটি জানিয়েছে, তারা মুভ ফরোয়ার্ড পার্টিকে ছাড়াই সরকার গঠনের চেষ্টা চালাবে।

বুধবার ফেউ থাই পার্টির মুখপাত্র বলেছেন, ‘মুভ ফরোয়ার্ড পার্টির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ফেউ থাই পার্টি তাদের ছাড়াই সরকার গঠনে এগিয়ে যাবে এবং সরকারপ্রধান হিসেবে শ্রেট্ঠা থাভিসিনকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেওয়া হবে।’

এদিকে মুভ ফরোয়ার্ড পার্টি বিষয়টি স্বীকার করলেও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। দলটির মুখপাত্র জানিয়েছেন, তাঁর দলের আইনপ্রণেতারা আজ বুধবার বৈঠকের পর এ বিষয়ে কথা বলবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত