Ajker Patrika

আফগানিস্তানে ভূমিকম্পে হতাহতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক
আফগানিস্তানে ভূমিকম্পে হতাহতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১০০০ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৫০০ জনেরও বেশি। স্থানীয় সময় গত মঙ্গলবার দিবাগত রাতে দেশটির পাকতিকা এবং খোস্ত প্রদেশে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

আফগানিস্তানের রাষ্ট্রায়ত্ত একটি বার্তা সংস্থার বরাত দিয়ে এপি জানিয়েছে, বিভিন্ন আবাসিক এলাকার ধ্বংসস্তূপ থেকে এখনো অনেকের মরদেহ উদ্ধার করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তাদের বলছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি মঙ্গলবার দিবাগত রাতে আঘাত হানে। 

ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রদেশ খোস্তের রাজধানী খোস্ত শহর থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে বলে জানা গেছে। রয়টার্সের বরাত দিয়ে ইউরোপিয়ান মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের ৫০০ কিলোমিটারেরও বেশি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজধানী কাবুল এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূমিকম্প অনুভূত হয়েছে। 

এদিকে, আফগানিস্তানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাখতার নিউজ এজেন্সি জানিয়েছে—ভূমিকম্প দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১০০ কোটি আফগানি (আফগান মুদ্রা) দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখন্দ মন্ত্রিসভার এক বৈঠকে এই ঘোষণা দেন। 

মন্ত্রিসভার বৈঠকে আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখন্দ ভূমিকম্পে হতাহত এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি তাঁর সমবেদনা প্রকাশ করেন। এবং সংকট মোকাবিলায় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতেও নির্দেশ দেন। বিশেষ করে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য, বস্ত্র, যোগাযোগ এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেন। 

এর আগে, আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং অর্থনৈতিক ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোল্লা আবদুল গনি বারাদার সংশ্লিষ্ট বিভাগগুলোকে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। 

বিবিসি বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া বিভিন্ন দৃশ্যের ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে স্ট্রেচারে করে আহত ব্যক্তিদের নিয়ে যাওয়া, ধ্বংসস্তূপ এবং ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরের দৃশ্য উঠে এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত