Ajker Patrika

ফিলিপাইনে নৌকাডুবিতে ২৩ জনের মৃত্যু

ফিলিপাইনে নৌকাডুবিতে ২৩ জনের মৃত্যু

ফিলিপাইনে নৌকাডুবিতে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কাছের একটি হ্রদে এই নৌকাডুবির ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর নিখোঁজ হয়েছেন আরও অন্তত ৬ জন। স্থানীয় উদ্ধারকারীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে রাজধানী ম্যানিলা থেকে ৩৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত লাগুনা হ্রদে এই নৌকাডুবির ঘটনা ঘটে। ফিলিপাইনের কোস্টগার্ডের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আর্মান্ডো বালিলো বলেছেন, ঘূর্ণিঝড় দকসুরি ফিলিপাইনে আঘাত হানার কয়েক ঘণ্টা এর এই দুর্ঘটনা ঘটল। 

আর্মান্ডো বালিলো বলেন, ‘নৌকাটি হ্রদের ভেতরে থাকা অবস্থায় হঠাৎ তীব্র বাতাস শুরু হলে আরোহীরা সবাই ঘাবড়ে যান এবং তাদের অধিকাংশই নৌকাটির বাম পাশে চলে গেলে ভারসাম্য হারিয়ে নৌকাটি ডুবে যায়।’ 

স্থানীয় পৌরসভার উদ্ধারকারী বিভাগের কর্মকর্তা কেনেথ সিরাডোস বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘ছোট যাত্রীবাহী নৌকাটি বিনঙ্গোনান শহর থেকে হ্রদের মাঝখানে তালিম দ্বীপে নিয়মিত চলাচল করছিল।’ তিনি আরও বলেন, ‘উদ্ধারকারীরা পানি থেকে ২৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে এবং ৪০ জনকে জীবিত উদ্ধার করেছে।’ 

উল্লেখ্য, ফিলিপাইন মোট ৭ হাজারটিরও বেশি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত একটি দেশ। দুর্বল সামুদ্রিক নিরাপত্তার কারণে প্রতি বছর সামুদ্রিক দুর্ঘটনায় বিপুলসংখ্যক মানুষ মারা যায়। মারা যাওয়াদের মধ্যে বেশির ভাগই জেলে। সাধারণত তাঁরা ছোট আকারের কাঠের নৌকা ব্যবহার করেন থাকেন। যার ফলে দুর্ঘটনাও ঘটে বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সন্তানের নাম মুহাম্মদ রাখা কি আদবের খেলাপ

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

ঢাকায় সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত