Ajker Patrika

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, নিহত ২৬

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১০: ৩৯
ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, নিহত ২৬

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পশ্চিম আফগানিস্তান। ভূমিকম্পে নিহত হয়েছেন ২৬ জন। এ ছাড়া আহত হয়েছেন চার জন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পশ্চিম আফগানিস্তানের বাদঘিস প্রদেশের কাদিস জেলায় ভূমিকম্প হয়। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩। এই ভূমিকম্পের দুই ঘণ্টা পর আরেকটি কম্পন অনুভূত হয়। সেটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯। 

বাদঘিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি বলেন, কাদিস জেলায় বাড়ির ছাদ ধসে তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ জন নারী ও চার শিশু রয়েছে। 

মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে উল্লেখ করে বাজ মোহাম্মদ সারওয়ারি বলেন, উদ্ধারকারী দল যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকায় ভারী বৃষ্টি হচ্ছিল। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

আফগানিস্তানের জরুরিবিষয়ক মন্ত্রণালয়ের জরুরি অপারেশন সেন্টারের প্রধান মোল্লা সায়েক বলেন, ভূমিকম্পে সাত শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে মুকর জেলার বাসিন্দারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। 

উল্লেখ্য, ২০১৫ সালে প্রবল ভূমিকম্পে আফগানিস্তানে ২৮০ জনের মৃত্যু হয়েছিল। সেই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৫। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত