চীনের উত্তর-পূর্বাঞ্চলের এক কয়লা খনিতে দুর্ঘটনায় ১২ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার বিকেলের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে আজ বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে যে, হেইলংজিয়াং প্রদেশের জিক্সি শহরের উপকণ্ঠে কুনিউয়ান কয়লা খনিতে এ ঘটনা ঘটে। সিসিটিভি বলেছে, কয়লা শ্রমিকেরা মাটির নিচে একটি খনির কার্টে ছিলেন—যা ট্র্যাক থেকে ছুটে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার কারণ নিশ্চিতে এখনো তদন্ত চলছে বলে জানান হয়েছে।
চীনের কয়লা খনিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য কর্তৃপক্ষ চেষ্টা করলেও দুর্ঘটনার মাত্রা বেড়েই চলেছে। বড় বড় দুর্ঘটনার খবরগুলো গণমাধ্যমে আসলেও অন্যান্য বেশ কিছু খবর সামনে আসেনি বলে জানিয়েছে এএফপি। সেখানে নিরাপত্তার বিধানগুলো এখনো ভালোভাবে মেনে চলা হয় না বলে দুর্ঘটনা হয়ে দাঁড়িয়েছে নিত্য নৈমিত্তিক ব্যাপার।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, কেবল গত বছরই চীনের কয়লাখনিতে ১৬৮টি দুর্ঘটনায় ২৪৫ জন মারা গেছেন। গত বৃহস্পতিবার চীনের কয়লা উৎপাদনকারী প্রদেশ শানসিতে এক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়। আগস্টে শানসিতে একটি কয়লা খনির বিস্ফোরণে মারা যান ১১ জন।
গত সেপ্টেম্বরে দক্ষিণ চীনের গুইঝো প্রদেশে এক কয়লা খনিতে আগুন লেগে ১৬ জনের মৃত্যু হয়েছিল। গত মাসে শানসিতে একটি কয়লা খনির কোম্পানির ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছিলেন।
উত্তর মঙ্গোলিয়ার প্রত্যন্ত অঞ্চলে গত ফেব্রুয়ারিতে একটি কয়লা খনির কিছু অংশ ধসে পড়ে। এতে ১৮০ মিটার উঁচু পাহাড়ের ঢালের নিচে থাকা কয়েক ডজন মানুষ এবং যানবাহন চাপা পড়েছিল। কয়েক মাস ধরেই সেই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এরপর গত জুনে জানান হয়, দুর্ঘটনাটিতে মারা গিয়েছিলেন ৫৩ জন।
চীনের উত্তর-পূর্বাঞ্চলের এক কয়লা খনিতে দুর্ঘটনায় ১২ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার বিকেলের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে আজ বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে যে, হেইলংজিয়াং প্রদেশের জিক্সি শহরের উপকণ্ঠে কুনিউয়ান কয়লা খনিতে এ ঘটনা ঘটে। সিসিটিভি বলেছে, কয়লা শ্রমিকেরা মাটির নিচে একটি খনির কার্টে ছিলেন—যা ট্র্যাক থেকে ছুটে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার কারণ নিশ্চিতে এখনো তদন্ত চলছে বলে জানান হয়েছে।
চীনের কয়লা খনিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য কর্তৃপক্ষ চেষ্টা করলেও দুর্ঘটনার মাত্রা বেড়েই চলেছে। বড় বড় দুর্ঘটনার খবরগুলো গণমাধ্যমে আসলেও অন্যান্য বেশ কিছু খবর সামনে আসেনি বলে জানিয়েছে এএফপি। সেখানে নিরাপত্তার বিধানগুলো এখনো ভালোভাবে মেনে চলা হয় না বলে দুর্ঘটনা হয়ে দাঁড়িয়েছে নিত্য নৈমিত্তিক ব্যাপার।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, কেবল গত বছরই চীনের কয়লাখনিতে ১৬৮টি দুর্ঘটনায় ২৪৫ জন মারা গেছেন। গত বৃহস্পতিবার চীনের কয়লা উৎপাদনকারী প্রদেশ শানসিতে এক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়। আগস্টে শানসিতে একটি কয়লা খনির বিস্ফোরণে মারা যান ১১ জন।
গত সেপ্টেম্বরে দক্ষিণ চীনের গুইঝো প্রদেশে এক কয়লা খনিতে আগুন লেগে ১৬ জনের মৃত্যু হয়েছিল। গত মাসে শানসিতে একটি কয়লা খনির কোম্পানির ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছিলেন।
উত্তর মঙ্গোলিয়ার প্রত্যন্ত অঞ্চলে গত ফেব্রুয়ারিতে একটি কয়লা খনির কিছু অংশ ধসে পড়ে। এতে ১৮০ মিটার উঁচু পাহাড়ের ঢালের নিচে থাকা কয়েক ডজন মানুষ এবং যানবাহন চাপা পড়েছিল। কয়েক মাস ধরেই সেই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এরপর গত জুনে জানান হয়, দুর্ঘটনাটিতে মারা গিয়েছিলেন ৫৩ জন।
দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের অভিজাত এলাকায় একটি জমকালো দোতলা বাড়ি। বাইরে কূটনৈতিক নম্বরপ্লেটযুক্ত চারটি গাড়ি এবং একটি নেমপ্লেটে লেখা ‘গ্র্যান্ড ডুচি অব ওয়েস্টার্কটিকা’ ও ‘এইচইএইচভি জৈন অনারারি কনসাল’—এই বিবরণগুলোই বলে দেয় এটি একটি দূতাবাস।
১৪ মিনিট আগেজলবায়ু পরিবর্তনকে ‘মানবতার জন্য একটি জরুরি ও অস্তিত্বের জন্য হুমকি’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। বাংলাদেশ সময় আজ বুধবার সন্ধ্যায় নেদারল্যান্ডসের হেগে জলবায়ু ইস্যুতে পরামর্শমূলক মতামত উপস্থাপনে এই রায় প্রদান করেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
১৮ মিনিট আগেনৌবাহিনীতে স্টিলথ প্রযুক্তির দৌড়ে এত দিন শীর্ষ স্থানে ছিল যুক্তরাষ্ট্র। এই প্রযুক্তির এফ-৩৫সি যুদ্ধবিমান দীর্ঘদিন ধরে মার্কিন বিমানবাহী জাহাজগুলোতে মোতায়েন রয়েছে। তবে এবার চীন প্রথমবারের মতো নিজেদের নৌবাহিনীর জন্য স্টিলথ ফাইটার জে-৩৫ মোতায়েন করে যুক্তরাষ্ট্রকে সরাসরি প্রতিযোগিতার মুখে ফেলে দিয়েছে।
২ ঘণ্টা আগেআমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর পূর্বসূরি বারাক ওবামাকে ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগে অভিযুক্ত করেছেন। তিনি জানিয়েছেন, ‘রাশিয়াগেট’ এবং ‘ভোট জালিয়াতি’ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে তিনি ওবামা এবং তাঁর প্রশাসনের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান।
৩ ঘণ্টা আগে