রাশিয়ার কাছ থেকে প্রথম চালানে দুটি সুখোই যুদ্ধবিমান পেয়েছে মিয়ানমার। দেশটি রাশিয়ার কাছ থেকে আরও চারটি সুখোই যুদ্ধবিমান পাবে। দেশটির বাণিজ্যমন্ত্রী চার্লি থান রুশ সংবাদ সংস্থা আরআইএকে এ তথ্য জানিয়েছেন। পরে আরআইএর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রাশিয়ার বন্দরনগরী ভ্লাদিভস্টকে চলমান ইস্টার্ন ইকোনমিক ফোরামের সাইডলাইন বৈঠকে যোগ দিতে যাওয়া মিয়ানমারের বাণিজ্যমন্ত্রী চার্লি থান বলেন, ‘এরই মধ্যে দুটি যুদ্ধবিমানের চালান মিয়ানমারে পৌঁছেছে।’ রাশিয়া প্রতিবছর মিত্র দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং বিনিয়োগ উৎসাহিত করতে এই ফোরামের আয়োজন করে থাকে।
আরআইএ প্রতিবেদনে জানিয়েছে, ২০২২ সালের সেপ্টেম্বরে মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং রাশিয়া সফরে গেলে দেশটির সঙ্গে সুখোইয়ের এসইউ-৩০এসএমই যুদ্ধবিমান কেনার চুক্তি করে। সে সময় দেশটি রাশিয়ার কাছ থেকে ৬টি যুদ্ধবিমান কেনার চুক্তি করেছিল।
রুশ রাষ্ট্রায়ত্ত অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান রোসোবোরনএক্সপোর্টের মতে, রাশিয়ার তৈরি সুখোই এসইউ-৩০ এসএমই যুদ্ধবিমানগুলো আকাশ থেকে ভূমিতে, আকাশ থেকে আকাশে আক্রমণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এ ছাড়া, অন্য কোনো যুদ্ধবিমান থেকে পাইলট পুনরুদ্ধার, পাইলট প্রশিক্ষণসহ বিভিন্ন কাজেও ব্যবহার করা যায়।
এদিকে, চার্লি থান জানিয়েছেন—ইস্টার্ন ইকোনমিক ফোরামে মিয়ানমার এবং রাশিয়ার মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। বিশেষ করে দুই দেশের মধ্যে পর্যটন খাতের বিকাশের বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বা বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
রাশিয়ার কাছ থেকে প্রথম চালানে দুটি সুখোই যুদ্ধবিমান পেয়েছে মিয়ানমার। দেশটি রাশিয়ার কাছ থেকে আরও চারটি সুখোই যুদ্ধবিমান পাবে। দেশটির বাণিজ্যমন্ত্রী চার্লি থান রুশ সংবাদ সংস্থা আরআইএকে এ তথ্য জানিয়েছেন। পরে আরআইএর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রাশিয়ার বন্দরনগরী ভ্লাদিভস্টকে চলমান ইস্টার্ন ইকোনমিক ফোরামের সাইডলাইন বৈঠকে যোগ দিতে যাওয়া মিয়ানমারের বাণিজ্যমন্ত্রী চার্লি থান বলেন, ‘এরই মধ্যে দুটি যুদ্ধবিমানের চালান মিয়ানমারে পৌঁছেছে।’ রাশিয়া প্রতিবছর মিত্র দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং বিনিয়োগ উৎসাহিত করতে এই ফোরামের আয়োজন করে থাকে।
আরআইএ প্রতিবেদনে জানিয়েছে, ২০২২ সালের সেপ্টেম্বরে মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং রাশিয়া সফরে গেলে দেশটির সঙ্গে সুখোইয়ের এসইউ-৩০এসএমই যুদ্ধবিমান কেনার চুক্তি করে। সে সময় দেশটি রাশিয়ার কাছ থেকে ৬টি যুদ্ধবিমান কেনার চুক্তি করেছিল।
রুশ রাষ্ট্রায়ত্ত অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান রোসোবোরনএক্সপোর্টের মতে, রাশিয়ার তৈরি সুখোই এসইউ-৩০ এসএমই যুদ্ধবিমানগুলো আকাশ থেকে ভূমিতে, আকাশ থেকে আকাশে আক্রমণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এ ছাড়া, অন্য কোনো যুদ্ধবিমান থেকে পাইলট পুনরুদ্ধার, পাইলট প্রশিক্ষণসহ বিভিন্ন কাজেও ব্যবহার করা যায়।
এদিকে, চার্লি থান জানিয়েছেন—ইস্টার্ন ইকোনমিক ফোরামে মিয়ানমার এবং রাশিয়ার মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। বিশেষ করে দুই দেশের মধ্যে পর্যটন খাতের বিকাশের বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বা বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১২ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১৬ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৯ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
২০ ঘণ্টা আগে