ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বড় মেয়ে সারা দুতার্তে। শপথ নেওয়ার পর দাভাও শহরের এক অনুষ্ঠানে তিনি বক্তব্য দিতে গিয়ে ফিলিপাইনকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
৪৪ বছর বয়সী সারা দশ বছর আগে তাঁর বাবার কাছ থেকে দাভাও শহরের মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। পরে তিনি জাতীয় রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন।
বিবিসি জানিয়েছে, শপথ নেওয়ার সময় সারার পাশে ছিলেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। ফার্দিনান্দ খুব শিগগিরই সারার বাবা রদ্রিগোর স্থলাভিষিক্ত হবেন।
শপথ নেওয়ার পর সারা দুতার্তে বলেন, ‘আগামী দিনগুলো চ্যালেঞ্জপূর্ণ হতে পারে। তাই জাতি হিসেবে আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে।’
আগামী ৩০ জুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। ফিলিপাইনে প্রেসিডেন্ট নির্বাচন ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচন আলাদাভাবে অনুষ্ঠিত হয়। গত মে মাসের নির্বাচনে সারা দুতার্তে ও ফার্দিনান্দ মার্কোস জুনিয়র—দুজনেই নির্বাচিত হয়েছেন।
গত মাসে রদ্রিগো দুতার্তে বলেছিলেন, তিনি ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনে দাঁড়াবেন। কিন্তু পরে সিদ্ধান্ত পাল্টে রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন। রোববারের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি তাঁর মেয়ের পাশে ছিলেন।
ফিলিপাইনে প্রতি ৬ বছর পর পর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী, ফিলিপাইনে এক মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকার নিয়ম নেই। সংগত কারণে দুতার্তের প্রেসিডেন্ট পদে নির্বাচন করার সুযোগ ছিল না।
২০১৬ সালে ফিলিপাইনের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন রদ্রিগো দুতার্তে। তখন তিনি অপরাধ দমন ও মাদকের বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছিলেন। এরপর ক্ষমতার আসনে বসেই ‘মাদকবিরোধী যুদ্ধ’ শুরু করেছিলেন তিনি। তাঁর এই অভিযান দেশে-বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে বিচারবহির্ভূতভাবে হাজার হাজার মানুষকে হত্যা করার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের তদন্ত করছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বড় মেয়ে সারা দুতার্তে। শপথ নেওয়ার পর দাভাও শহরের এক অনুষ্ঠানে তিনি বক্তব্য দিতে গিয়ে ফিলিপাইনকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
৪৪ বছর বয়সী সারা দশ বছর আগে তাঁর বাবার কাছ থেকে দাভাও শহরের মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। পরে তিনি জাতীয় রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন।
বিবিসি জানিয়েছে, শপথ নেওয়ার সময় সারার পাশে ছিলেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। ফার্দিনান্দ খুব শিগগিরই সারার বাবা রদ্রিগোর স্থলাভিষিক্ত হবেন।
শপথ নেওয়ার পর সারা দুতার্তে বলেন, ‘আগামী দিনগুলো চ্যালেঞ্জপূর্ণ হতে পারে। তাই জাতি হিসেবে আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে।’
আগামী ৩০ জুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। ফিলিপাইনে প্রেসিডেন্ট নির্বাচন ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচন আলাদাভাবে অনুষ্ঠিত হয়। গত মে মাসের নির্বাচনে সারা দুতার্তে ও ফার্দিনান্দ মার্কোস জুনিয়র—দুজনেই নির্বাচিত হয়েছেন।
গত মাসে রদ্রিগো দুতার্তে বলেছিলেন, তিনি ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনে দাঁড়াবেন। কিন্তু পরে সিদ্ধান্ত পাল্টে রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন। রোববারের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি তাঁর মেয়ের পাশে ছিলেন।
ফিলিপাইনে প্রতি ৬ বছর পর পর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী, ফিলিপাইনে এক মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকার নিয়ম নেই। সংগত কারণে দুতার্তের প্রেসিডেন্ট পদে নির্বাচন করার সুযোগ ছিল না।
২০১৬ সালে ফিলিপাইনের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন রদ্রিগো দুতার্তে। তখন তিনি অপরাধ দমন ও মাদকের বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছিলেন। এরপর ক্ষমতার আসনে বসেই ‘মাদকবিরোধী যুদ্ধ’ শুরু করেছিলেন তিনি। তাঁর এই অভিযান দেশে-বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে বিচারবহির্ভূতভাবে হাজার হাজার মানুষকে হত্যা করার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের তদন্ত করছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১২ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১৬ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৮ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
২০ ঘণ্টা আগে