Ajker Patrika

ভারত এখন সন্ত্রাসী রাষ্ট্র: হরদীপ ইস্যুতে বিলাওয়াল ভুট্টো

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২০: ০৩
ভারত এখন সন্ত্রাসী রাষ্ট্র: হরদীপ ইস্যুতে বিলাওয়াল ভুট্টো

পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, ভারত একটি উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে।

সম্প্রতি কানাডায় শিখ নেতা হরদীপ সিংকে হত্যার জের ধরে আজ মঙ্গলবার ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের প্রসঙ্গ টেনে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল। তিনি বলেন, কানাডার নাগরিককে হত্যার ঘটনাটি আন্তর্জাতিক আইন এবং কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল।

আন্তর্জাতিক অঙ্গনে কানাডার মানুষের পাশে দাঁড়াতে পাকিস্তানিদের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্র হিসেবে ভারতের অপকর্মগুলোর দিকে দৃষ্টি আকর্ষণের কথা বলেন বিলাওয়াল।

 বিলাওয়াল বলেন, আর কতকাল আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে পশ্চিমা দেশগুলো ভারতের ভুলগুলোকে দেখেও না দেখার ভান করবে?

কানাডার মাটিতে হরদীপকে হত্যার বিষয়ে পররাষ্ট্র পর্যায়ে স্বাধীনভাবে আলোচনা করা উচিত বলেও মনে করেন তিনি।

উল্লেখ্য, কূটনৈতিক টানাপোড়েনের জের ধরে গত সোমবার ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) কানাডীয় মিশনের প্রধানকে বহিষ্কার করেছে অটোয়া।

অটোয়ার পাল্টা পদক্ষেপ হিসেবে আজ মঙ্গলবার ভারতে নিযুক্ত কানাডার এক জ্যেষ্ঠ কূটনীতিককে বহিষ্কার করেছে নয়াদিল্লি।

গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় অবস্থিত একটি শিখ উপাসনালয়ের বাইরে দুজন মুখোশধারীর গুলিতে নিহত হন হরদীপ সিং। এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি ভারতকে দায়ী করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বর্তমানে দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত