Ajker Patrika

কাশ্মীরে সন্ত্রাসী হামলা

স্ত্রী-ছেলের সামনে খুন করা হয় কর্ণাটকের মঞ্জুকে

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০১: ০৮
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ঘুরতে গিয়ে ছোট ছোট ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন মঞ্জু নাথ। কর্ণাটকের এই ব্যক্তি স্ত্রী পল্লবী ও সন্তানকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন। তবে ফিরেছেন লাশ হয়ে। গত মঙ্গলবার সন্ত্রাসীরা তাঁকে গুলি চালিয়ে হত্যা করে। তবে তাঁর স্ত্রীকে হত্যা করেনি সন্ত্রাসীরা; বরং তাকে বলা হয়েছে, তোমাকে মারব না। এ ঘটনা তুমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গিয়ে বলবে।

মঞ্জু নাথের এই কাশ্মীর ভ্রমণের কারণ ছিল ছেলের পরীক্ষার ফল উদ্‌যাপন। তাঁর চাচা বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, মঞ্জু নাথের ছেলে অভিজয়া টুয়েলভ ক্লাসে ৯৮ শতাংশ নম্বর পেয়েছিল। তাই তাকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন মঞ্জু।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, মঞ্জু কাশ্মীরে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হওয়ার আগের দিন হাউসবোটে ছিলেন। সেটা নিয়েও ভিডিও প্রকাশ করেছিলেন এক দিন পর। যেদিন এই ভিডিও প্রকাশ করেন, সেদিনই মারা যান মঞ্জু। তাঁর স্ত্রী পল্লবী বলেন, ‘আমার স্বামী আমার সামনে মারা গেছেন। আমি কাঁদতে কিংবা কোনো কিছু বলতে পারিনি। আমি বুঝতেও পারিনি কী হচ্ছে।’

ঘটনার বর্ণনা দিতে গিয়ে পল্লবী বলেন, ‘আমি লক্ষ করেছি, তিন থেকে চারজন আক্রমণকারী ছিল। আমার স্বামী নিহত হওয়ার পর আমি এক সন্ত্রাসীর মুখোমুখি হয়ে বলেছিলাম, তুমি আমার স্বামীকে মেরে ফেলেছ, আমাকেও মেরে ফেলো। আমার ছেলেও তার মুখোমুখি হয়ে বলেছিল, তুমি আমার বাবাকে মেরেছ, আমাদেরও মেরে ফেলো। সন্ত্রাসী উত্তর দিয়েছিল, আমি তোমাকে মারব না। মোদিকে গিয়ে বলো।’

পল্লবী আরও বলেন, ‘সন্ত্রাসীরা আমাদের সামনেই ছিল। হিন্দুদের লক্ষ্যবস্তু করা হয়েছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত