Ajker Patrika

দ্বিতীয় দফায়ও প্রধানমন্ত্রী হতে পারলেন না পিটা, স্থগিত সংসদ সদস্যপদও

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৮: ১৬
দ্বিতীয় দফায়ও প্রধানমন্ত্রী হতে পারলেন না পিটা, স্থগিত সংসদ সদস্যপদও

থাইল্যান্ডের জাতীয় নির্বাচনে দারুণ সাফল্য অর্জন করেছিল দেশটির তরুণ নেতৃত্বের রাজনৈতিক দল মুভ ফরোয়ার্ড পার্টি। দলটির নেতা পিটা লিমজারোয়েনরাত প্রধানমন্ত্রী হওয়ার দৌড়েও ছিলেন। কিন্তু তার সেই আশা আপাতত অধরাই থেকে যাচ্ছে। কারণ, দেশটির পার্লামেন্ট দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার মনোনয়ন প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে, দেশটির সাংবিধানিক আদালত পিটার সংসদ সদস্যপদও স্থগিত করেছে। 

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার নতুন থাই প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু দেশটির পার্লামেন্ট পিটার প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাবে ভেটো দিয়েছে। পাশাপাশি নির্বাচনী অপরাধের অভিযোগে পিটার সংসদ সদস্যপদও স্থগিত করে দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। 

পিটার মনোনয়ন বাতিলের বিষয়ে থাইল্যান্ডের পার্লামেন্ট রাত্থাসাফার নিম্নকক্ষের স্পিকার বলেন, ‘পার্লামেন্টের চলতি সেশনে টানা দুই বার প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন পেতে পারবেন না পিটা।’ গত সপ্তাহেও পিটা দেশটির নতুন প্রধানমন্ত্রীর পদের জন্য পার্লামেন্টে ভোটের মুখোমুখি হয়ে প্রয়োজনীয় সমর্থন লাভে ব্যর্থ হন। 
 
এদিকে, থাইল্যান্ডের সাংবিধানিক আদালত বুধবার এক সর্বসম্মত রায়ে জানিয়েছে, পিটাকে অস্থায়ীভাবে তার পার্লামেন্টারি কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, হিসেবে আদালত জানিয়েছে পিটার বিরুদ্ধে নির্বাচনী অপরাধের অভিযোগ রয়েছে। 

বিচারকদের সংখ্যাগরিষ্ঠ অংশের ঐকমত্যের ভিত্তিতে আদালত বলেছে যে, তারা নির্বাচন কমিটির একটি আবেদন বিবেচনা নিয়েছে যার ফলে সংসদ সদস্য হিসেবে পিটার মর্যাদা সাময়িকভাবে স্থগিত করা হবে। আদালত আরও জানিয়েছে, সাংবিধানিক আদালত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত ১৯ জুলাই থেকে পিটা পার্লামেন্টের যেকোনো কার্যক্রম থেকে বিরত থাকবেন। 

পিটার বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি অধুনালুপ্ত একটি গণমাধ্যম কোম্পানির শেয়ারহোল্ডার ছিলেন। অথচ থাই সংবিধান অনুসারে, আইনপ্রণেতাদের কোনো ধরনের গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকানা থাকা নিষিদ্ধ। তবে পিটা জানিয়েছেন, তিনি এই মালিকানা পেয়েছিলেন তার বাবার কাছ থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত