তুরস্কে ভেজাল মদ পান করে বিষক্রিয়ায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। দেশটির সরকার জানিয়েছে, এ ধরনের মদ পান করে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১০৩ জনের মৃত্যু হয়েছে।
তুর্কি সংবাদমাধ্যম এনটিভির বরাতে রোববার ইনডিপেনডেন্ট জানিয়েছে, দেশটির আঙ্কারা ও ইস্তাম্বুলে সবগুলো মৃত্যুর ঘটনা ঘটেছে। ইস্তাম্বুলে ১৪ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭০ জন এবং আঙ্কারায় ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আঙ্কারার গভর্নর ভাসিপ শাহিন।
এ ছাড়া দুই শহরের হাসপাতালগুলোতে আরও ২৩০ জন ভর্তি রয়েছেন, যাদের মধ্যে ৪০ জনের অবস্থা আশঙ্কাজনক।
তুরস্কে গত কয়েক বছরে অ্যালকোহলের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বাধীন ইসলামি মূল্যবোধসম্পন্ন একেপি সরকারের ধারাবাহিক উচ্চ করের ফলে মদের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে।
উচ্চমূল্যের কারণেই অনেক মানুষ, এমনকি কিছু দোকান, রেস্তোরাঁ ও বার অবৈধ মদ বা ঘরে তৈরি অ্যালকোহলের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে। এতে বিষক্রিয়ার ঘটনাও বাড়ছে।
চলতি বছরের ৩ জানুয়ারি তুরস্ক সরকার ২০২৫ সালের জন্য অ্যালকোহল ও তামাকজাত পণ্যের ওপর নতুন করে কর বৃদ্ধি করেছে।
এদিকে সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ-পূর্ব এশিয়ার লাওসে বিষাক্ত মদ পান করে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ডেনমার্কের নাগরিক সহ ছয়জনের মৃত্যু হয়।
ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ঘরোয়াভাবে তৈরি মদ বেশ জনপ্রিয়। কিন্তু ভুলভাবে তৈরি হলে এতে মিথানলের মাত্রা বেশি থাকতে পারে। আবার কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে ইথানলের পরিবর্তে সস্তায় মিথানল ব্যবহার করে ভেজাল মদ তৈরি করেন, যা প্রাণঘাতী হতে পারে।
তুরস্ক ও দক্ষিণ-পূর্ব এশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে বেড়াতে যাওয়া মানুষদের মদ কেনার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। নামী ব্র্যান্ডের নামে বিক্রি হওয়া মদ আসল কিনা, তা যাচাই করতে বলা হয়েছে।
সরকারি সংস্থাগুলো বলছে, অপরিচিত স্থান থেকে বা সন্দেহজনকভাবে কম দামে মদ না কেনাই নিরাপদ।
তুরস্কে ভেজাল মদ পান করে বিষক্রিয়ায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। দেশটির সরকার জানিয়েছে, এ ধরনের মদ পান করে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১০৩ জনের মৃত্যু হয়েছে।
তুর্কি সংবাদমাধ্যম এনটিভির বরাতে রোববার ইনডিপেনডেন্ট জানিয়েছে, দেশটির আঙ্কারা ও ইস্তাম্বুলে সবগুলো মৃত্যুর ঘটনা ঘটেছে। ইস্তাম্বুলে ১৪ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭০ জন এবং আঙ্কারায় ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আঙ্কারার গভর্নর ভাসিপ শাহিন।
এ ছাড়া দুই শহরের হাসপাতালগুলোতে আরও ২৩০ জন ভর্তি রয়েছেন, যাদের মধ্যে ৪০ জনের অবস্থা আশঙ্কাজনক।
তুরস্কে গত কয়েক বছরে অ্যালকোহলের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বাধীন ইসলামি মূল্যবোধসম্পন্ন একেপি সরকারের ধারাবাহিক উচ্চ করের ফলে মদের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে।
উচ্চমূল্যের কারণেই অনেক মানুষ, এমনকি কিছু দোকান, রেস্তোরাঁ ও বার অবৈধ মদ বা ঘরে তৈরি অ্যালকোহলের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে। এতে বিষক্রিয়ার ঘটনাও বাড়ছে।
চলতি বছরের ৩ জানুয়ারি তুরস্ক সরকার ২০২৫ সালের জন্য অ্যালকোহল ও তামাকজাত পণ্যের ওপর নতুন করে কর বৃদ্ধি করেছে।
এদিকে সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ-পূর্ব এশিয়ার লাওসে বিষাক্ত মদ পান করে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ডেনমার্কের নাগরিক সহ ছয়জনের মৃত্যু হয়।
ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ঘরোয়াভাবে তৈরি মদ বেশ জনপ্রিয়। কিন্তু ভুলভাবে তৈরি হলে এতে মিথানলের মাত্রা বেশি থাকতে পারে। আবার কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে ইথানলের পরিবর্তে সস্তায় মিথানল ব্যবহার করে ভেজাল মদ তৈরি করেন, যা প্রাণঘাতী হতে পারে।
তুরস্ক ও দক্ষিণ-পূর্ব এশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে বেড়াতে যাওয়া মানুষদের মদ কেনার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। নামী ব্র্যান্ডের নামে বিক্রি হওয়া মদ আসল কিনা, তা যাচাই করতে বলা হয়েছে।
সরকারি সংস্থাগুলো বলছে, অপরিচিত স্থান থেকে বা সন্দেহজনকভাবে কম দামে মদ না কেনাই নিরাপদ।
অবৈধ অভিবাসী আটকে দেশজুড়ে ব্যাপক অভিযান শুরু করেছে মালয়েশিয়া। গত বুধবার পর্যন্ত দেশটিতে ২২ হাজার অবৈধ অভিবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। গতকাল শুক্রবার মালয়েশিয়ার গণমাধ্যম নিউ স্ট্রেট টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আটক অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ১৬৫ জ
৮ ঘণ্টা আগেনিউইয়র্ক শহরের ব্যস্ত রাস্তায় গত ক’দিন ধরে দেখা যাচ্ছে ব্যতিক্রমী এক দৃশ্য। ব্যস্ততম ম্যানহাটনের পথে পথে একটি বুনো টার্কি আপন মনে হাঁটছে, উড়ছে কিংবা ঘুরে বেড়াচ্ছে ছাদে ছাদে। এটি একটি নামও পেয়ে গেছে—অ্যাস্টোরিয়া। শহরের মানুষ অ্যাস্টোরিয়ার এমন সাহসিক অভিযানে এখন রীতিমতো অভিভূত।
৯ ঘণ্টা আগেপাকিস্তানের করাচিতে সংখ্যালঘু আহমদিয়া সম্প্রদায়ের এক সদস্যকে পিটিয়ে হত্যা করেছে উগ্র ইসলামপন্থীরা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শুক্রবার করাচির একটি মোবাইল মার্কেটের কাছে এ হামলার ঘটনা ঘটে। এর আগে উগ্রপন্থীরা এই সংখ্যালঘু সম্প্রদায়ের একটি উপাসনালয় ঘেরাও করে।
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সিয়েরা নেভাদা পর্বতমালার নিচে পৃথিবীর ভূত্বক যে ধীরে ধীরে খসে পড়ছে বা খোসা ছাড়াচ্ছে, তার বিরল ও শক্তিশালী প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ৪০ বছরের ভূমিকম্পের রেকর্ড ঘাঁটতে গিয়ে চাঞ্চল্যকর এই তথ্য সামনে আনেন ভূকম্পবিদ ডেবোরাহ কিলব।
৯ ঘণ্টা আগে