আফগানিস্তানের তালেবান সরকার ধর্মীয় সংখ্যালঘু হিন্দু ও শিখ সম্প্রদায়ের মানুষদের নিজ দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছে। তালেবান সরকার বলেছে, নিরাপত্তাজনিত উদ্বেগের অবসান হয়েছে। সুতরাং আপনারা আফগানিস্তানে ফিরে আসুন। দেশটির চিফ অব স্টাফের কার্যালয়ের টুইটারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।
টুইটার পোস্টে চিফ অব স্টাফের কার্যালয় জানিয়েছে, গত ২৪ জুলাই আফগানিস্তানের হিন্দু ও শিখ কাউন্সিলের একাধিক সদস্যের সঙ্গে তালেবান প্রতিমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ড. মোল্লা আবদুল ওয়াসি সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের সময় তিনি বলেছেন, ‘যে সব ভারতীয় হিন্দু ও শিখ নিরাপত্তাজনিত সমস্যার কারণে দেশ ছেড়েছেন, তাঁরা এখন আফগানিস্তানে ফিরে আসতে পারেন। কারণ দেশে নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে।’
গত ১৮ জুন ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ (আইএসকেপি) নামের উগ্রবাদী সংগঠন কাবুলের কার্তে পারওয়ান গুরুদ্বারে হামলা করেছিল। এতে একজন শিখসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া গত বছরের অক্টোবরে ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী কাবুলের কার্তে পারওয়ান জেলার একটি গুরুদ্বারে প্রবেশ করে রক্ষীদের বেঁধে ফেলেছিল। ২০২০ সালের মার্চে কাবুলের ছোট্ট একটি বাজারে শ্রী গুরু হর রাই সাহেব গুরুদুয়ারায় ইসলামিক স্টেটের মারাত্মক হামলায় ২৭ জন শিখ নিহত হয়েছিলেন।
এসব কারণে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা অনেক শিখ সম্প্রদায়ের মানুষ আফগানিস্তান ছেড়ে চলে গেছে।
এদিকে তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তান সরকার সন্ত্রাসীদের হামলায় ক্ষতিগ্রস্ত কাবুলের গুরুদুয়ারা কার্তে পারওয়ান সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছে। একটি সূত্র এএনআইকে জানিয়েছে, আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গুরুদুয়ারা পরিদর্শন করেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
এএনআই জানিয়েছে, তালেবান সরকার হামলায় ক্ষতিগ্রস্ত গুরুদুয়ারা ভবনটি সংস্কার করতে সাড়ে ৭ বিলিয়ন আফগানি অর্থ ব্যয় করার ঘোষণা দিয়েছে।
আফগানিস্তানের তালেবান সরকার ধর্মীয় সংখ্যালঘু হিন্দু ও শিখ সম্প্রদায়ের মানুষদের নিজ দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছে। তালেবান সরকার বলেছে, নিরাপত্তাজনিত উদ্বেগের অবসান হয়েছে। সুতরাং আপনারা আফগানিস্তানে ফিরে আসুন। দেশটির চিফ অব স্টাফের কার্যালয়ের টুইটারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।
টুইটার পোস্টে চিফ অব স্টাফের কার্যালয় জানিয়েছে, গত ২৪ জুলাই আফগানিস্তানের হিন্দু ও শিখ কাউন্সিলের একাধিক সদস্যের সঙ্গে তালেবান প্রতিমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ড. মোল্লা আবদুল ওয়াসি সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের সময় তিনি বলেছেন, ‘যে সব ভারতীয় হিন্দু ও শিখ নিরাপত্তাজনিত সমস্যার কারণে দেশ ছেড়েছেন, তাঁরা এখন আফগানিস্তানে ফিরে আসতে পারেন। কারণ দেশে নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে।’
গত ১৮ জুন ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ (আইএসকেপি) নামের উগ্রবাদী সংগঠন কাবুলের কার্তে পারওয়ান গুরুদ্বারে হামলা করেছিল। এতে একজন শিখসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া গত বছরের অক্টোবরে ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী কাবুলের কার্তে পারওয়ান জেলার একটি গুরুদ্বারে প্রবেশ করে রক্ষীদের বেঁধে ফেলেছিল। ২০২০ সালের মার্চে কাবুলের ছোট্ট একটি বাজারে শ্রী গুরু হর রাই সাহেব গুরুদুয়ারায় ইসলামিক স্টেটের মারাত্মক হামলায় ২৭ জন শিখ নিহত হয়েছিলেন।
এসব কারণে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা অনেক শিখ সম্প্রদায়ের মানুষ আফগানিস্তান ছেড়ে চলে গেছে।
এদিকে তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তান সরকার সন্ত্রাসীদের হামলায় ক্ষতিগ্রস্ত কাবুলের গুরুদুয়ারা কার্তে পারওয়ান সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছে। একটি সূত্র এএনআইকে জানিয়েছে, আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গুরুদুয়ারা পরিদর্শন করেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
এএনআই জানিয়েছে, তালেবান সরকার হামলায় ক্ষতিগ্রস্ত গুরুদুয়ারা ভবনটি সংস্কার করতে সাড়ে ৭ বিলিয়ন আফগানি অর্থ ব্যয় করার ঘোষণা দিয়েছে।
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে সারা বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়সহ বিভিন্ন দেশ গভীর শোক প্রকাশ করেছে। ভারত সরকার তাঁর প্রতি সম্মান জানিয়ে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বিশ্বের উল্লেখযোগ্য প্রায় সকল রাষ্ট্র ও সরকার প্রধান তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন।
১ ঘণ্টা আগেহাওয়াইয়ে ভ্রমণে গিয়ে মার্কিন সীমান্তরক্ষীদের হাতে দেহ তল্লাশি ও রাতভর আটকের শিকার হয়েছেন দুই জার্মান কিশোরী। পর্যাপ্ত সময়ের জন্য হোটেল বুকিং না থাকায় তাদের সন্দেহজনক মনে করে এই ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)।
২ ঘণ্টা আগেপ্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় চার বছরের পুরোনো একটি মামলায় ভারতের প্রতিযোগিতা কমিশন তথা সিসিআই-এর সঙ্গে নিষ্পত্তিতে পৌঁছেছে। অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির বাজারে গুগল অনৈতিক ও প্রতিযোগিতাবিরোধী ব্যবসায়িক চর্চা করছে, এমন অভিযোগের প্রেক্ষিতে এই নিষ্পত্তি হয়েছে। গুগল,
৩ ঘণ্টা আগেভারতের সড়ক নিরাপত্তা সংকট অত্যন্ত ভয়াবহ। চলমান এই সমস্যা প্রতিদিন বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ২০২৩ সালে এই সংকট আরও তীব্র হয়েছে। জানা গেছে, সে বছর সড়ক দুর্ঘটনায় ভারতে ১ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর অর্থ প্রতিদিন ৪৭৪ জন বা প্রতি তিন মিনিটে প্রায় একজন মারা গেছেন।
৩ ঘণ্টা আগে