ইরানের বিরুদ্ধে অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বাড়ানোর অভিযোগ করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। বার্তা সংস্থা এএফপির হাতে আসা সংস্থাটির এক অভ্যন্তরীণ প্রতিবেদনে এমন দাবি করা হয়। এতে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোয় উল্লেখযোগ্য মাত্রায় এই মজুতের পরিমাণ বাড়িয়েছে তেহরান।
এর আগে, গত ডিসেম্বরে অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের উৎপাদন ৬০ শতাংশে উন্নীত করার পরিকল্পনার কথা জানান ইরানের কর্মকর্তারা। আইএইএ বলছে, পারমাণবিক অস্ত্র নেই এমন দেশগুলোর মধ্যে একমাত্র ইরান এই মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে।
এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। নতুন করে তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের এক দিন পর গত মঙ্গলবার এই মন্তব্য করেন তিনি।
এর আগে সোমবার ইরানের জাতীয় তেল সংস্থার প্রধানসহ দেশটির তেল বিক্রি ও পরিবহনে জড়িত থাকার অভিযোগে তেহরানের ৩০ টির বেশি জাহাজ ও কিছু ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনরায় জোরদার করার পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এর মধ্যেই মঙ্গলবার ইরান সফরে যান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তেহরানে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে আরাঘচি বলেন, পারমাণবিক অস্ত্র ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনার কোনো সম্ভাবনা নেই। যতক্ষণ পর্যন্ত এভাবে সর্বোচ্চ চাপ প্রয়োগের মার্কিন নীতি বাতিল করা না হয়, ততক্ষণ পর্যন্ত কোনো আলোচনা হবে না।
ইরানের বিরুদ্ধে অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বাড়ানোর অভিযোগ করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। বার্তা সংস্থা এএফপির হাতে আসা সংস্থাটির এক অভ্যন্তরীণ প্রতিবেদনে এমন দাবি করা হয়। এতে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোয় উল্লেখযোগ্য মাত্রায় এই মজুতের পরিমাণ বাড়িয়েছে তেহরান।
এর আগে, গত ডিসেম্বরে অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের উৎপাদন ৬০ শতাংশে উন্নীত করার পরিকল্পনার কথা জানান ইরানের কর্মকর্তারা। আইএইএ বলছে, পারমাণবিক অস্ত্র নেই এমন দেশগুলোর মধ্যে একমাত্র ইরান এই মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে।
এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। নতুন করে তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের এক দিন পর গত মঙ্গলবার এই মন্তব্য করেন তিনি।
এর আগে সোমবার ইরানের জাতীয় তেল সংস্থার প্রধানসহ দেশটির তেল বিক্রি ও পরিবহনে জড়িত থাকার অভিযোগে তেহরানের ৩০ টির বেশি জাহাজ ও কিছু ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনরায় জোরদার করার পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এর মধ্যেই মঙ্গলবার ইরান সফরে যান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তেহরানে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে আরাঘচি বলেন, পারমাণবিক অস্ত্র ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনার কোনো সম্ভাবনা নেই। যতক্ষণ পর্যন্ত এভাবে সর্বোচ্চ চাপ প্রয়োগের মার্কিন নীতি বাতিল করা না হয়, ততক্ষণ পর্যন্ত কোনো আলোচনা হবে না।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক গ্রুপ এমিরেটস। এর অন্তর্ভুক্ত রয়েছে ‘এমিরেটস এয়ারলাইন’ ও গ্রাউন্ড হ্যান্ডেলিং ইউনিট ‘ডিনাটা’। এই দুটি বিভাগে চলতি বছরের মধ্যেই ১৭ হাজার ৩০০ জন নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে এমিরেটস গ্রুপ।
১ ঘণ্টা আগেবিশ্বখ্যাত কোমলপানীয় নির্মাতা কোকা-কোলা নিশ্চিত করেছে, আসন্ন শরতে মার্কিন যুক্তরাষ্ট্রে আখের চিনি দিয়ে তৈরি একটি নতুন সংস্করণ বাজারে আনছে কোম্পানিটি। তবে কোকা-কোলার মূল রেসিপিতে কোনো পরিবর্তন আসছে না।
২ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্ক সিটির ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোহরান মামদানির কিছু নির্বাচনী প্রস্তাবকে ‘নিরর্থক ও মূর্খামি’ বলে মন্তব্য করেছেন। ‘দ্য ফুল সেন্ড পডকাস্ট’ অনুষ্ঠানে অংশ নিয়ে নেতানিয়াহু বলেন, এই ধরনের প্রস্তাব বাস্তবায়িত হলে মামদানি মেয়র নির্বাচিত হলেও মাত্র এক
৩ ঘণ্টা আগেসম্প্রতি ইসরায়েলের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ইরান ১ হাজার ৬২ জন মানুষকে হারিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। আজ মঙ্গলবার সাপ্তাহিক এক প্রেস ব্রিফিংয়ে ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজারানি জানান, নিহত ব্যক্তিদের মধ্যে ৭৮৬ জন ছিলেন সামরিক বাহিনীর সদস্য এবং ২৭৬ জন ছিলেন বেসামরিক নাগরিক।
৪ ঘণ্টা আগে