Ajker Patrika

সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বাড়িয়েছে ইরান: আইএইএ

ইরানের একটি পরমাণু গবেষণা কেন্দ্রে স্থাপিত সেন্ট্রিফিউজ। ছবি: সংগৃহীত
ইরানের একটি পরমাণু গবেষণা কেন্দ্রে স্থাপিত সেন্ট্রিফিউজ। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বাড়ানোর অভিযোগ করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। বার্তা সংস্থা এএফপির হাতে আসা সংস্থাটির এক অভ্যন্তরীণ প্রতিবেদনে এমন দাবি করা হয়। এতে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোয় উল্লেখযোগ্য মাত্রায় এই মজুতের পরিমাণ বাড়িয়েছে তেহরান।

এর আগে, গত ডিসেম্বরে অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের উৎপাদন ৬০ শতাংশে উন্নীত করার পরিকল্পনার কথা জানান ইরানের কর্মকর্তারা। আইএইএ বলছে, পারমাণবিক অস্ত্র নেই এমন দেশগুলোর মধ্যে একমাত্র ইরান এই মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে।

এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। নতুন করে তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের এক দিন পর গত মঙ্গলবার এই মন্তব্য করেন তিনি।

এর আগে সোমবার ইরানের জাতীয় তেল সংস্থার প্রধানসহ দেশটির তেল বিক্রি ও পরিবহনে জড়িত থাকার অভিযোগে তেহরানের ৩০ টির বেশি জাহাজ ও কিছু ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনরায় জোরদার করার পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এর মধ্যেই মঙ্গলবার ইরান সফরে যান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তেহরানে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে আরাঘচি বলেন, পারমাণবিক অস্ত্র ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনার কোনো সম্ভাবনা নেই। যতক্ষণ পর্যন্ত এভাবে সর্বোচ্চ চাপ প্রয়োগের মার্কিন নীতি বাতিল করা না হয়, ততক্ষণ পর্যন্ত কোনো আলোচনা হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত